যুক্তরাষ্ট্রের সুন্দরী প্রতিযোগিতার আয়োজকদের বিরুদ্ধে প্রতিযোগী ও বিজয়ীদের হয়রানির অভিযোগ যেন বাড়ছেই। কয়েক দিন আগে ‘মানসিক স্বাস্থ্যের’ কারণ দেখিয়ে সেরা সুন্দরীর মুকুট ফিরিয়ে দেন মিস ইউএস নোয়েলিয়া ভয়েট। তারপর খেতাব ফেরান মিস টিন ইউএস সুন্দরী উমাসোফিয়া শ্রীবাস্তবা। এবার খেতাব ফেরালেন প্রতিযোগিতার প্রথম রানারআপ স্টেফানি স্কিনার।
স্টেফানি স্কিনার নিউ ইয়র্ক পোস্টকে বলেন, ‘সমস্ত পরিস্থিতি পর্যালোচনা করে এটিই সঠিক সিদ্ধান্ত বলে মনে হয়েছে। আমি ১২ বছর বয়স থেকে এর জন্য পরিশ্রম করেছি। জন্মদিন, বিভিন্ন ইভেন্ট এমনকি স্কুলের প্রশিক্ষণও এর জন্য ত্যাগ করেছি। আমার সব সময় উৎসর্গ করেছি।’
তিনি আরও বলেন, ‘সম্প্রতি আমি মিস টিন ইউএসএ ২০২৩-এর খেতাব প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নিয়েছি। এটি একটি সহজ সিদ্ধান্ত ছিল না একেবারেই। কিন্তু আমি আমার স্বপ্নের প্রতি সম্মানের আশা করি। কারণ এই টাইটেল আমি কখনোই আমাকে জোর করে দিতে বলিনি।’
কারণ খোলাসা না করলেও স্কিনার জানিয়েছেন, থাইল্যান্ডে একটি গবেষণাগারে নিজের ভবিষ্যৎ গড়ার সুযোগ পেয়েছেন তিনি, এর জন্য পুরো গ্রীষ্মকাল তাঁকে সেখানে থাকতে হবে।
নোয়েলিয়া ও উমাসোফিয়ার খেতাব ফিরিয়ে দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘যদিও, আমি সঠিক কারণ জানি না কেন তাঁরা এ সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু আমি তাঁদের অফুরন্ত ভালোবাসা ও সমর্থন পাঠাচ্ছি। আমি এটা জানি, আমার মূল মূল্যবোধ হলো সততা, সম্মান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আমি সব সময় নারীর পাশে দাঁড়াব।’
প্রসঙ্গত, গত ৮ মে ২০২৩ সালের মিস টিন ইউএসএ উমাসোফিয়া শ্রীবাস্তবা মুকুট ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানান। খেতাব ফিরিয়ে দেওয়ার পেছনে ‘আয়োজক সংস্থার কর্মকাণ্ডের সঙ্গে নিজের মূল্যবোধ সাংঘর্ষিক হওয়ায়’ কথা তুলে ধরেন উমাসোফিয়া শ্রীবাস্তবা। এর কদিন আগে ‘মানসিক স্বাস্থ্যের’ কারণ দেখিয়ে সেরা সুন্দরীর মুকুট ফিরিয়ে দেন মিস ইউএস নোয়েলিয়া ভয়েট।
যুক্তরাষ্ট্রের সুন্দরী প্রতিযোগিতার আয়োজকদের বিরুদ্ধে প্রতিযোগী ও বিজয়ীদের হয়রানির অভিযোগ যেন বাড়ছেই। কয়েক দিন আগে ‘মানসিক স্বাস্থ্যের’ কারণ দেখিয়ে সেরা সুন্দরীর মুকুট ফিরিয়ে দেন মিস ইউএস নোয়েলিয়া ভয়েট। তারপর খেতাব ফেরান মিস টিন ইউএস সুন্দরী উমাসোফিয়া শ্রীবাস্তবা। এবার খেতাব ফেরালেন প্রতিযোগিতার প্রথম রানারআপ স্টেফানি স্কিনার।
স্টেফানি স্কিনার নিউ ইয়র্ক পোস্টকে বলেন, ‘সমস্ত পরিস্থিতি পর্যালোচনা করে এটিই সঠিক সিদ্ধান্ত বলে মনে হয়েছে। আমি ১২ বছর বয়স থেকে এর জন্য পরিশ্রম করেছি। জন্মদিন, বিভিন্ন ইভেন্ট এমনকি স্কুলের প্রশিক্ষণও এর জন্য ত্যাগ করেছি। আমার সব সময় উৎসর্গ করেছি।’
তিনি আরও বলেন, ‘সম্প্রতি আমি মিস টিন ইউএসএ ২০২৩-এর খেতাব প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নিয়েছি। এটি একটি সহজ সিদ্ধান্ত ছিল না একেবারেই। কিন্তু আমি আমার স্বপ্নের প্রতি সম্মানের আশা করি। কারণ এই টাইটেল আমি কখনোই আমাকে জোর করে দিতে বলিনি।’
কারণ খোলাসা না করলেও স্কিনার জানিয়েছেন, থাইল্যান্ডে একটি গবেষণাগারে নিজের ভবিষ্যৎ গড়ার সুযোগ পেয়েছেন তিনি, এর জন্য পুরো গ্রীষ্মকাল তাঁকে সেখানে থাকতে হবে।
নোয়েলিয়া ও উমাসোফিয়ার খেতাব ফিরিয়ে দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘যদিও, আমি সঠিক কারণ জানি না কেন তাঁরা এ সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু আমি তাঁদের অফুরন্ত ভালোবাসা ও সমর্থন পাঠাচ্ছি। আমি এটা জানি, আমার মূল মূল্যবোধ হলো সততা, সম্মান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আমি সব সময় নারীর পাশে দাঁড়াব।’
প্রসঙ্গত, গত ৮ মে ২০২৩ সালের মিস টিন ইউএসএ উমাসোফিয়া শ্রীবাস্তবা মুকুট ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানান। খেতাব ফিরিয়ে দেওয়ার পেছনে ‘আয়োজক সংস্থার কর্মকাণ্ডের সঙ্গে নিজের মূল্যবোধ সাংঘর্ষিক হওয়ায়’ কথা তুলে ধরেন উমাসোফিয়া শ্রীবাস্তবা। এর কদিন আগে ‘মানসিক স্বাস্থ্যের’ কারণ দেখিয়ে সেরা সুন্দরীর মুকুট ফিরিয়ে দেন মিস ইউএস নোয়েলিয়া ভয়েট।
এক আফ্রিকান ব্রিটিশ যুবক লন্ডনের ইসকনের নিরামিষ রেস্তোরাঁয় প্রবেশ করেন। হঠাৎ ব্যাগ থেকে কেএফসির একটি বাক্স বের করেন। সেখানে দাঁড়িয়ে সবাইকে দেখিয়ে চিকেন ফ্রাই খেতে শুরু করেন।
১ ঘণ্টা আগেবর্ষাকালে এমনিতেই কমে যায় কনসার্ট নিয়ে শিল্পিদের ব্যস্ততা। তবে গত কয়েক বছর এই সময়ে দেখা গেছে ইনডোর কনসার্টের আধিক্য। কিন্তু এ বছর প্রেক্ষাপট যেন ভিন্ন। কনসার্টের সংখ্যা কমেছে উল্লেখযোগ্যভাবে। দেশে ব্যস্ততা কমায় বিদেশে কনসার্টের দিকে মনোযোগী হচ্ছেন শিল্পীরা। নগর বাউল জেমস, মাইলস, আর্ক, অর্থহীন...
৩ ঘণ্টা আগেকবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রক্তকরবী’ অবলম্বনে মঞ্চে মিউজিক্যাল পাপেট থিয়েটার নিয়ে আসছে টুগেদার উই ক্যান। নাম দেওয়া হয়েছে ‘আগুনি’। অংশ নিয়েছেন জুলাই আন্দোলনের প্রায় অর্ধশতাধিক যোদ্ধা। প্রযোজনাটির পরিকল্পনা ও পরিচালনা করেছেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। পৃষ্ঠপোষকতা করছে সংস্কৃতি মন্ত্রণালয়...
৩ ঘণ্টা আগেটেলিভিশনে নিয়মিত সরাসরি গানের অনুষ্ঠানে অংশ নেন সংগীতশিল্পীরা। নিজেদের গানের পাশাপাশি অন্য শিল্পীর জনপ্রিয় গানও পরিবেশন করেন কেউ কেউ। তবে অনেক সময় কভার করা গানের গীতিকার ও শিল্পীর নাম থাকে উপেক্ষিত। এবার এই বিষয়ে অভিযোগ জানালেন সংগীতশিল্পী কাজী শুভ। গতকাল সোশ্যাল মিডিয়ায় আক্ষেপ করে কাজী শুভ...
৪ ঘণ্টা আগে