সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে ‘মাদার অব ডেমোক্রেসি’ নামের সিনেমা বানানোর ঘোষণা দিয়েছেন নির্মাতা এম কে জামান। তবে খালেদা জিয়ার পরিবার ও তাঁর দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কাছ থেকে অনুমতি না নিয়ে সিনেমা বানানোর ঘোষণা দেওয়ায় সিনেমার নির্মাতা ও প্রযোজক বরারর নোটিশ পাঠানো হয়েছে। আইনি নোটিশটি পাঠিয়েছেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, ‘খালেদা জিয়াকে নিয়ে যাঁরা সিনেমা বানাচ্ছেন, তা থেকে বিরত থাকার জন্যই এ নোটিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে খালেদা জিয়া ও তাঁর পরিবারের কারও কাছ থেকে অনুমতি নেওয়া হয়নি। আগামী পাঁচ দিনের মধ্যে নির্মাতা ও প্রযোজককে সংবাদ সম্মেলন করে তাঁদের বক্তব্য প্রত্যাহার করতে হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
অনুমতি না নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন প্রযোজক ইকবাল হোসেন আকন্দ। তিনি বলেন, ‘দলের কয়েকজনের সঙ্গে কথা বলে মাদার অব ডেমোক্রেসি সিনেমার পরিকল্পনা শুরু করেছি। তবে আনুষ্ঠানিকভাবে অনুমতি নেওয়া হয়নি। অনুমতি নিয়েই আমরা কাজ শুরু করব।’
আইনি নোটিশের বিষয়ে প্রযোজক বলেন, ‘আমরা এখনো আইনি নোটিশ পাইনি। পেলে অবশ্যই লিখিত উত্তর দেব।’
গত ১৯ আগস্ট নির্মাতা এম কে জামান জানিয়েছিলেন খালেদা জিয়ার চরিত্রে তাঁর প্রধম পছন্দ অভিনেত্রী ববিতা ও মৌসুমীকে। তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার চরিত্র সুন্দরভাবে ফুটিয়ে তুলতে শক্তিশালী শিল্পী প্রয়োজন। তাই ববিতা ও মৌসুমীর কথা ভাবছি আমরা। তাঁরা দুজনই এখন দেশের বাইরে আছেন। চিত্রনাট্য সম্পূর্ণ হয়ে গেলেই তাঁদের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে আলোচনা করব। সিনেমার নাম দেখেই তো তাঁরা অভিনয়ে সম্মতি দেবেন না। চিত্রনাট্য দেখতে চাইবেন। চিত্রনাট্য পছন্দ হলেই তাঁরা অভিনয়ে রাজি হবেন। তাই পুরো প্রস্তুতি নিয়েই তাঁদের সঙ্গে কথা বলতে চাই।’
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে ‘মাদার অব ডেমোক্রেসি’ নামের সিনেমা বানানোর ঘোষণা দিয়েছেন নির্মাতা এম কে জামান। তবে খালেদা জিয়ার পরিবার ও তাঁর দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কাছ থেকে অনুমতি না নিয়ে সিনেমা বানানোর ঘোষণা দেওয়ায় সিনেমার নির্মাতা ও প্রযোজক বরারর নোটিশ পাঠানো হয়েছে। আইনি নোটিশটি পাঠিয়েছেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, ‘খালেদা জিয়াকে নিয়ে যাঁরা সিনেমা বানাচ্ছেন, তা থেকে বিরত থাকার জন্যই এ নোটিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে খালেদা জিয়া ও তাঁর পরিবারের কারও কাছ থেকে অনুমতি নেওয়া হয়নি। আগামী পাঁচ দিনের মধ্যে নির্মাতা ও প্রযোজককে সংবাদ সম্মেলন করে তাঁদের বক্তব্য প্রত্যাহার করতে হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
অনুমতি না নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন প্রযোজক ইকবাল হোসেন আকন্দ। তিনি বলেন, ‘দলের কয়েকজনের সঙ্গে কথা বলে মাদার অব ডেমোক্রেসি সিনেমার পরিকল্পনা শুরু করেছি। তবে আনুষ্ঠানিকভাবে অনুমতি নেওয়া হয়নি। অনুমতি নিয়েই আমরা কাজ শুরু করব।’
আইনি নোটিশের বিষয়ে প্রযোজক বলেন, ‘আমরা এখনো আইনি নোটিশ পাইনি। পেলে অবশ্যই লিখিত উত্তর দেব।’
গত ১৯ আগস্ট নির্মাতা এম কে জামান জানিয়েছিলেন খালেদা জিয়ার চরিত্রে তাঁর প্রধম পছন্দ অভিনেত্রী ববিতা ও মৌসুমীকে। তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার চরিত্র সুন্দরভাবে ফুটিয়ে তুলতে শক্তিশালী শিল্পী প্রয়োজন। তাই ববিতা ও মৌসুমীর কথা ভাবছি আমরা। তাঁরা দুজনই এখন দেশের বাইরে আছেন। চিত্রনাট্য সম্পূর্ণ হয়ে গেলেই তাঁদের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে আলোচনা করব। সিনেমার নাম দেখেই তো তাঁরা অভিনয়ে সম্মতি দেবেন না। চিত্রনাট্য দেখতে চাইবেন। চিত্রনাট্য পছন্দ হলেই তাঁরা অভিনয়ে রাজি হবেন। তাই পুরো প্রস্তুতি নিয়েই তাঁদের সঙ্গে কথা বলতে চাই।’
অভিনয়ের পাশাপাশি অনেক তারকা বিভিন্ন ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত হন। কারও রয়েছে রেস্তোরাঁ, কেউ যুক্ত স্যালন ও পারলারের সঙ্গে, কারও রয়েছে ফ্যাশন ব্র্যান্ড। অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও যুক্ত হয়েছেন ব্যবসার সঙ্গে।
৭ ঘণ্টা আগেঅপু বিশ্বাসের পর এবার শবনম বুবলী ও ছেলে বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রে ঘুরছেন শাকিব। আজ দুপুরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তাঁদের একসঙ্গে সময় কাটানোর কয়েকটি ছবি। এরপর বিষয়টি আর গোপন রাখেননি বুবলী। তিনজনের বেশ কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘লাইফ ইন ইউএসএ’।
৭ ঘণ্টা আগেনাট্যদল বাতিঘর থিয়েটারের আলোচিত নাটক ‘র্যাডক্লিফ লাইন’ আবার ফিরছে মঞ্চে। সর্বশেষ ২০২৩ সালের আগস্টে মঞ্চস্থ হয়েছিল নাটকটি। দুই বছর পর ১৫ আগস্ট সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে আবার দেখা যাবে র্যাডক্লিফ লাইন।
১৫ ঘণ্টা আগেগতকাল প্রকাশিত হলো আসিফ আকবরের ‘যত ভালোবাসি তোরে’ গানের ভিডিও। ডিপি মিউজিক স্টেশন ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানটির ভিডিওতে মডেল হয়েছেন নয়ন সানি ও অভিনেত্রী প্রিয়া অনন্যা। ভিডিও পরিচালনা করেছেন মোহন ইসলাম।
১৯ ঘণ্টা আগে