বিনোদন প্রতিবেদক, ঢাকা
রোজার ঈদের এখনো বাকি প্রায় দুই সপ্তাহ। মুক্তির তালিকায় শোনা যাচ্ছে হাফ ডজনের বেশি সিনেমার নাম। শাকিব খানের ‘বরবাদ’, আফরান নিশোর ‘দাগি’ ও সিয়াম আহমেদের ‘জংলি’ সিনেমা তিনটি রয়েছে আলোচনার কেন্দ্রে। ঈদের সেরা সিনেমা হবে কোনটি, তা নিয়ে ইতিমধ্যে তিন নায়কের ভক্তদের মাঝে শুরু হয়েছে বাগ্যুদ্ধ। সেই বাগ্যুদ্ধ যেন আরও তাতিয়ে দিলেন শাকিব খান।
গতকাল ইনস্টাগ্রামে নতুন লুকে ছবি প্রকাশ করেন শাকিব খান। ক্যাপশনে লেখেন, ‘আমি প্রতিযোগিতা করি না, শাসন করি।’ প্রিয় নায়কের এমন কথার সঙ্গে একমত প্রকাশ করছেন শাকিবের ভক্তরা। নেটিজেনদের অনেকেই মনে করছেন, এমন কথা শুধু শাকিব খানের মুখেই মানায়। অনেকে আবার তাঁর মন্তব্য ভালোভাবে নিতে পারছেন না। কেউ কেউ মনে করছেন, ঈদের সিনেমায় প্রতিযোগিতার আভাস পেয়েই এমন মন্তব্য করেছেন শাকিব খান।
মেহেদী হাসান হৃদয়ের বরবাদ সিনেমায় শাকিব হাজির হচ্ছেন ভয়ংকররূপে। শাকিব অভিনীত চরিত্রটি গ্যাংস্টার বাবার বখে যাওয়া সন্তান। ভালোবাসার মানুষ নিতুকে পাওয়ার জন্য দুনিয়া বরবাদ করতেও রাজি সে। সিনেমাটি নিয়ে আশাবাদী শাকিব। তিনি বলেন, ‘আগে বাংলা সিনেমার টিজার ও গান নিয়ে দেশে আলোচনা হতো। এখন সারা বিশ্বের ফিল্ম ক্রিটিকসরা কথা বলেন। এর মানে বোঝা যাচ্ছে আমাদের সিনেমা বিশ্বের মানুষদের নজরে রয়েছে। আমি সব সময় এটাই চেয়েছিলাম। বরবাদ মুক্তির পর যাঁরাই দেখবেন, পছন্দ করবেন বলে আমি বিশ্বাস করি।’
সিনেমার পাশাপাশি ব্যবসায় নিয়েও ব্যস্ত সময় পার করছেন শাকিব খান। সম্প্রতি বিএসটিআইয়ের ‘হালাল’ সার্টিফিকেট পেয়েছে তাঁর কসমেটিকস ও স্কিন কেয়ার প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান।
এ উপলক্ষে গত রোববার রাজধানীর পাঁচ তারকা হোটেলে আয়োজন করা হয় এক অনুষ্ঠানের। সেখানে উপস্থিত হয়ে শাকিব খান বলেন, ‘বিএসটিআই ৩৪টি পণ্যের পরীক্ষা করে দেখেছে আমদানিকৃত এসব পণ্যের অধিকাংশই ভেজাল ও নকল। সেখানে রিমার্ক-হারল্যান সাধারণ মানুষের স্বস্তির জায়গা নিশ্চিত করছে। এই অর্জন শুধু রিমার্কের নয়, এই অর্জন পুরো বাংলাদেশের। রিমার্ক-হারল্যান বিশ্বাস করে পরিশুদ্ধতায়। আর তাই রিমার্ক-হারল্যান কাজ করছে পণ্যের হালাল সার্টিফিকেশন নিয়ে। রিমার্ক বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’
রোজার ঈদের এখনো বাকি প্রায় দুই সপ্তাহ। মুক্তির তালিকায় শোনা যাচ্ছে হাফ ডজনের বেশি সিনেমার নাম। শাকিব খানের ‘বরবাদ’, আফরান নিশোর ‘দাগি’ ও সিয়াম আহমেদের ‘জংলি’ সিনেমা তিনটি রয়েছে আলোচনার কেন্দ্রে। ঈদের সেরা সিনেমা হবে কোনটি, তা নিয়ে ইতিমধ্যে তিন নায়কের ভক্তদের মাঝে শুরু হয়েছে বাগ্যুদ্ধ। সেই বাগ্যুদ্ধ যেন আরও তাতিয়ে দিলেন শাকিব খান।
গতকাল ইনস্টাগ্রামে নতুন লুকে ছবি প্রকাশ করেন শাকিব খান। ক্যাপশনে লেখেন, ‘আমি প্রতিযোগিতা করি না, শাসন করি।’ প্রিয় নায়কের এমন কথার সঙ্গে একমত প্রকাশ করছেন শাকিবের ভক্তরা। নেটিজেনদের অনেকেই মনে করছেন, এমন কথা শুধু শাকিব খানের মুখেই মানায়। অনেকে আবার তাঁর মন্তব্য ভালোভাবে নিতে পারছেন না। কেউ কেউ মনে করছেন, ঈদের সিনেমায় প্রতিযোগিতার আভাস পেয়েই এমন মন্তব্য করেছেন শাকিব খান।
মেহেদী হাসান হৃদয়ের বরবাদ সিনেমায় শাকিব হাজির হচ্ছেন ভয়ংকররূপে। শাকিব অভিনীত চরিত্রটি গ্যাংস্টার বাবার বখে যাওয়া সন্তান। ভালোবাসার মানুষ নিতুকে পাওয়ার জন্য দুনিয়া বরবাদ করতেও রাজি সে। সিনেমাটি নিয়ে আশাবাদী শাকিব। তিনি বলেন, ‘আগে বাংলা সিনেমার টিজার ও গান নিয়ে দেশে আলোচনা হতো। এখন সারা বিশ্বের ফিল্ম ক্রিটিকসরা কথা বলেন। এর মানে বোঝা যাচ্ছে আমাদের সিনেমা বিশ্বের মানুষদের নজরে রয়েছে। আমি সব সময় এটাই চেয়েছিলাম। বরবাদ মুক্তির পর যাঁরাই দেখবেন, পছন্দ করবেন বলে আমি বিশ্বাস করি।’
সিনেমার পাশাপাশি ব্যবসায় নিয়েও ব্যস্ত সময় পার করছেন শাকিব খান। সম্প্রতি বিএসটিআইয়ের ‘হালাল’ সার্টিফিকেট পেয়েছে তাঁর কসমেটিকস ও স্কিন কেয়ার প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান।
এ উপলক্ষে গত রোববার রাজধানীর পাঁচ তারকা হোটেলে আয়োজন করা হয় এক অনুষ্ঠানের। সেখানে উপস্থিত হয়ে শাকিব খান বলেন, ‘বিএসটিআই ৩৪টি পণ্যের পরীক্ষা করে দেখেছে আমদানিকৃত এসব পণ্যের অধিকাংশই ভেজাল ও নকল। সেখানে রিমার্ক-হারল্যান সাধারণ মানুষের স্বস্তির জায়গা নিশ্চিত করছে। এই অর্জন শুধু রিমার্কের নয়, এই অর্জন পুরো বাংলাদেশের। রিমার্ক-হারল্যান বিশ্বাস করে পরিশুদ্ধতায়। আর তাই রিমার্ক-হারল্যান কাজ করছে পণ্যের হালাল সার্টিফিকেশন নিয়ে। রিমার্ক বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’
উত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
৪ ঘণ্টা আগেএকজন গর্ভবতী নারীর দীর্ঘপথ পাড়ি দিয়ে বেঁচে থাকার সংগ্রাম, সাতটি দেশের অভিবাসন-পথ পেরিয়ে বেঁচে থাকার গল্প- এটি কোনো কাল্পনিক থ্রিলার নয়, বরং বাস্তবতার ওপর নির্মিত এক সিনেম্যাটিক দলিল। বাংলাদেশি নির্মাতা আজিজুল হাসান সূর্য পরিচালিত আসন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র ‘ফিল্ডস অব ফ্রিডম’ এমন এক গল্প নিয়ে এগিয়ে
৪ ঘণ্টা আগেঅভিনয়শিল্পীদের নাম দেখে অনেকে হয়তো পরিবার নিয়ে সিরিজটি দেখার কথা ভাববেন। তবে তেমনটা না ভাবাই উত্তম। কারণ, পরিবার নিয়ে দেখতে বসলে আপনাকে পড়তে হবে বিব্রতকর পরিস্থিতিতে। আইস্ক্রিনে মুক্তি পাওয়া ‘পাপ কাহিনী’ ওয়েব সিরিজটি যেন আবার ফিরিয়ে নিয়ে গেল অশ্লীলতার অন্ধকার সময়ে।
৬ ঘণ্টা আগেএ নাটকের কেন্দ্রীয় চরিত্র শুভঙ্কর। সে এই ভোগবাদী সমাজের স্বপ্ন ও বাস্তবতার বিস্তর ফারাক নিয়ে বড় হয়ে ওঠা এক নতজানু নাগরিক। তবে সময়ের প্রয়োজন ঠিকই সে নামে রাজপথে।
৬ ঘণ্টা আগে