বিনোদন ডেস্ক
পশ্চিমবঙ্গের জনপ্রিয় সাউন্ড রেকর্ডিস্ট অনুপ মুখোপাধ্যায় মারা গেছেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গতকাল শুক্রবার ভোরে নিজ বাসভবনে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান ৭০ বছর বয়সী প্রখ্যাত এই শব্দশিল্পী। সত্যজিৎ রায়, মৃণাল সেন, গৌতম ঘোষসহ পশ্চিমবঙ্গের জনপ্রিয় পরিচালকদের সঙ্গে কাজ করেছেন তিনি।
নির্মাতা অতনু ঘোষ এদিন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘অনুপ মুখোপাধ্যায়। বাংলা তথা ভারতীয় সিনেমার শব্দ ঘিরে যে নামটা বেশ কয়েক দশক ধরে ওতপ্রোতভাবে জুড়ে আছে। চারবার জাতীয় পুরস্কার পেয়েছেন। সত্যজিৎ রায়, তপন সিংহ থেকে শুরু করে কত অসংখ্য পুরোনো-নতুন, নামী-অনামী নির্দেশকের ছবিতে কাজ করেছেন। আমিও তাঁদের মধ্যে একজন। পাঁচটা ছবিতে অনুপদার সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে। ভাবছিলাম, যা যা শিখেছি, তার মধ্যে কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
হরনাথ চক্রবর্তীর একাধিক সিনেমার সাউন্ড ডিজাইনারও ছিলেন প্রয়াত অনুপ মুখোপাধ্যায়। পরিচালক লিখেছেন, ‘আমার যত হিট সিনেমা অনুপদার সঙ্গে। ‘প্রতিবাদ’, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’—সবই। আগে লুপ ডাবিং হতো, পরে রিল ডাবিং এল। অনুপদার থেকে কাজ শিখেছি। কলকাতায় প্রথম ডিজিটাল মিক্সিং স্টুডিও তৈরি করেছিলেন। সত্যজিৎ রায়, মৃণাল সেন একটা সময় অনুপ ছাড়া কাজই করতেন না। ওর চলে যাওয়াটা খুবই মর্মান্তিক।’
বাংলাদেশের অভিনেতা শাহেদ আলী ফেসবুকে স্মরণ করেছেন অনুপ মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করার স্মৃতি। তিনি লিখেছেন, ‘শব্দশিল্পী অনুপ মুখোপাধ্যায়ের সঙ্গে ‘মনের মানুষ’ সিনেমায় কাজ করার স্মৃতি সারা জীবন মনে থাকবে। একটা বিশাল ইনস্টিটিউট চলে গেলেন আজ। ভালো থাকবেন অনুপদা।’
উল্লেখ্য, সম্প্রতি সত্যজিৎ রায়ের ছেলে সন্দীপ রায়ের ‘নয়ন রহস্য’ সিনেমার ডাবিং শেষ করেছিলেন অনুপ। বাকিটা অসম্পূর্ণই রয়ে গেছে। না ফেরার দেশে পারি দিলেন টালিউডের শব্দের কারিগর।
পশ্চিমবঙ্গের জনপ্রিয় সাউন্ড রেকর্ডিস্ট অনুপ মুখোপাধ্যায় মারা গেছেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গতকাল শুক্রবার ভোরে নিজ বাসভবনে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান ৭০ বছর বয়সী প্রখ্যাত এই শব্দশিল্পী। সত্যজিৎ রায়, মৃণাল সেন, গৌতম ঘোষসহ পশ্চিমবঙ্গের জনপ্রিয় পরিচালকদের সঙ্গে কাজ করেছেন তিনি।
নির্মাতা অতনু ঘোষ এদিন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘অনুপ মুখোপাধ্যায়। বাংলা তথা ভারতীয় সিনেমার শব্দ ঘিরে যে নামটা বেশ কয়েক দশক ধরে ওতপ্রোতভাবে জুড়ে আছে। চারবার জাতীয় পুরস্কার পেয়েছেন। সত্যজিৎ রায়, তপন সিংহ থেকে শুরু করে কত অসংখ্য পুরোনো-নতুন, নামী-অনামী নির্দেশকের ছবিতে কাজ করেছেন। আমিও তাঁদের মধ্যে একজন। পাঁচটা ছবিতে অনুপদার সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে। ভাবছিলাম, যা যা শিখেছি, তার মধ্যে কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
হরনাথ চক্রবর্তীর একাধিক সিনেমার সাউন্ড ডিজাইনারও ছিলেন প্রয়াত অনুপ মুখোপাধ্যায়। পরিচালক লিখেছেন, ‘আমার যত হিট সিনেমা অনুপদার সঙ্গে। ‘প্রতিবাদ’, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’—সবই। আগে লুপ ডাবিং হতো, পরে রিল ডাবিং এল। অনুপদার থেকে কাজ শিখেছি। কলকাতায় প্রথম ডিজিটাল মিক্সিং স্টুডিও তৈরি করেছিলেন। সত্যজিৎ রায়, মৃণাল সেন একটা সময় অনুপ ছাড়া কাজই করতেন না। ওর চলে যাওয়াটা খুবই মর্মান্তিক।’
বাংলাদেশের অভিনেতা শাহেদ আলী ফেসবুকে স্মরণ করেছেন অনুপ মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করার স্মৃতি। তিনি লিখেছেন, ‘শব্দশিল্পী অনুপ মুখোপাধ্যায়ের সঙ্গে ‘মনের মানুষ’ সিনেমায় কাজ করার স্মৃতি সারা জীবন মনে থাকবে। একটা বিশাল ইনস্টিটিউট চলে গেলেন আজ। ভালো থাকবেন অনুপদা।’
উল্লেখ্য, সম্প্রতি সত্যজিৎ রায়ের ছেলে সন্দীপ রায়ের ‘নয়ন রহস্য’ সিনেমার ডাবিং শেষ করেছিলেন অনুপ। বাকিটা অসম্পূর্ণই রয়ে গেছে। না ফেরার দেশে পারি দিলেন টালিউডের শব্দের কারিগর।
গত শুক্রবার রাতে গুলশানের একটি পাঁচতারকা হোটেলে গান গাওয়ার সময় মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। এখন তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন তাঁর মেয়ে বাঁধন।
২ ঘণ্টা আগেসিনেমা অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমীর খান। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন...
৬ ঘণ্টা আগেআজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
৬ ঘণ্টা আগেঅভিনেতা হিসেবে তিনি যে দুর্দান্ত, তা বলা বাহুল্য। বলিউডে দুই যুগের বেশি সময় ধরে রাজত্ব করছেন তিনি। সেই বোমান ইরানি এবার দাঁড়ালেন ক্যামেরার পেছনে। প্রথমবারের মতো হাজির হলেন পরিচালক হিসেবে। বানিয়েছেন ‘দ্য মেহতা বয়েজ’। ৭ ফেব্রুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিনেমাটি। সম্প্রতি প্রকাশ পেয়েছে...
৭ ঘণ্টা আগে