সুন্দরবনজীবীদের কাছে পূজিত এক নারীশক্তি ‘বনবিবি’। যেসব জেলে, বাওয়ালি কিংবা মৌয়ালরা সুন্দরবনে যান জীবিকার প্রয়োজনে, তাঁদের কাছে বনবিবি হচ্ছেন সুরক্ষা দেবী। বাংলাদেশ ও ভারতের সুন্দরবন-ঘনিষ্ঠ লোকালয়ে বনবিবিকে নিয়ে ছড়িয়ে আছে নানা গল্প, উপকথা। এই চরিত্রের আবহ এবার উঠে আসছে বড় পর্দায়। কলকাতায় তৈরি হচ্ছে বনবিবিকে নিয়ে ছবি ‘বনবিবি’।
ছবিটি বানাচ্ছেন রাজদীপ ঘোষ। কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন রোহিত সৌম্য। অন্নপূর্ণা বসু ও রোহিত সৌম্যর সংলাপে নির্মিত ‘বনবিবি’ প্রযোজনা করছেন রানা সরকার ও সায়নদীপ ধর। প্রযোজক রানা সরকার জানান, ভারতে সুন্দরবন এবং সংলগ্ন অঞ্চলে ছবিটির শুটিং চলছে। চিত্রগ্রহণে আছেন সুপ্রিয় দত্ত।
‘বনবিবি’ ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন পার্নো মিত্র। ছবিতে তিনি আছেন রেশম চরিত্রে, যে একজন ‘বাঘ-বিধবা’। বছর তিনেক আগে তার স্বামীকে বাঘে নিয়ে যায়। স্বামীর মৃতদেহও খুঁজে পাওয়া যায়নি। সুন্দরবনে যেসব বিদেশি আসেন পর্যটক হয়ে, তাঁদের গাইড হিসেবে কাজ করে রেশম। সে স্বনির্ভর ও আত্মবিশ্বাসী।
‘বনবিবি’ ছবিতে আরও আছেন আর্য দাশগুপ্ত, দিব্যেন্দু ভট্টাচার্য, রূপাঞ্জনা মিত্র, মিশকা হালিম, দীপান্বিতা নাথ এবং একটি বিশেষ চরিত্রে সোহিনী সরকার। সুন্দরবন অঞ্চলের জীবন-জীবিকা, লোককথা ও অপরাধের গল্প উঠে আসবে ছবিতে। পাওয়া যাবে সব প্রতিবন্ধকতা ডিঙিয়ে নতুনভাবে বাঁচার অনুপ্রেরণা।
বনবিবির যাত্রাপালায় গান একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। তাই ‘বনবিবি’ ছবিতে থাকবে এমন কিছু গান। সংগীত পরিচালনা করবেন সৌম্যদীপ শিকদার। গান গাইবেন সাহানা বাজপেয়ী, সোমলতা আচার্য চৌধুরীর মতো শিল্পীরা।
প্রযোজক রানা সরকার আশা করছেন, ‘বনবিবি’ হবে আগামী বছরের অন্যতম আলোচিত ছবি। জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ছবিটি নিয়ে যথেষ্ট কৌতূহল তৈরি হবে বলে আশা তাঁর। কোনো ওটিটি প্ল্যাটফর্ম নয়, ‘বনবিবি’ মুক্তি পাবে বড় পর্দায়—জানিয়েছেন প্রযোজক।
সুন্দরবনজীবীদের কাছে পূজিত এক নারীশক্তি ‘বনবিবি’। যেসব জেলে, বাওয়ালি কিংবা মৌয়ালরা সুন্দরবনে যান জীবিকার প্রয়োজনে, তাঁদের কাছে বনবিবি হচ্ছেন সুরক্ষা দেবী। বাংলাদেশ ও ভারতের সুন্দরবন-ঘনিষ্ঠ লোকালয়ে বনবিবিকে নিয়ে ছড়িয়ে আছে নানা গল্প, উপকথা। এই চরিত্রের আবহ এবার উঠে আসছে বড় পর্দায়। কলকাতায় তৈরি হচ্ছে বনবিবিকে নিয়ে ছবি ‘বনবিবি’।
ছবিটি বানাচ্ছেন রাজদীপ ঘোষ। কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন রোহিত সৌম্য। অন্নপূর্ণা বসু ও রোহিত সৌম্যর সংলাপে নির্মিত ‘বনবিবি’ প্রযোজনা করছেন রানা সরকার ও সায়নদীপ ধর। প্রযোজক রানা সরকার জানান, ভারতে সুন্দরবন এবং সংলগ্ন অঞ্চলে ছবিটির শুটিং চলছে। চিত্রগ্রহণে আছেন সুপ্রিয় দত্ত।
‘বনবিবি’ ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন পার্নো মিত্র। ছবিতে তিনি আছেন রেশম চরিত্রে, যে একজন ‘বাঘ-বিধবা’। বছর তিনেক আগে তার স্বামীকে বাঘে নিয়ে যায়। স্বামীর মৃতদেহও খুঁজে পাওয়া যায়নি। সুন্দরবনে যেসব বিদেশি আসেন পর্যটক হয়ে, তাঁদের গাইড হিসেবে কাজ করে রেশম। সে স্বনির্ভর ও আত্মবিশ্বাসী।
‘বনবিবি’ ছবিতে আরও আছেন আর্য দাশগুপ্ত, দিব্যেন্দু ভট্টাচার্য, রূপাঞ্জনা মিত্র, মিশকা হালিম, দীপান্বিতা নাথ এবং একটি বিশেষ চরিত্রে সোহিনী সরকার। সুন্দরবন অঞ্চলের জীবন-জীবিকা, লোককথা ও অপরাধের গল্প উঠে আসবে ছবিতে। পাওয়া যাবে সব প্রতিবন্ধকতা ডিঙিয়ে নতুনভাবে বাঁচার অনুপ্রেরণা।
বনবিবির যাত্রাপালায় গান একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। তাই ‘বনবিবি’ ছবিতে থাকবে এমন কিছু গান। সংগীত পরিচালনা করবেন সৌম্যদীপ শিকদার। গান গাইবেন সাহানা বাজপেয়ী, সোমলতা আচার্য চৌধুরীর মতো শিল্পীরা।
প্রযোজক রানা সরকার আশা করছেন, ‘বনবিবি’ হবে আগামী বছরের অন্যতম আলোচিত ছবি। জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ছবিটি নিয়ে যথেষ্ট কৌতূহল তৈরি হবে বলে আশা তাঁর। কোনো ওটিটি প্ল্যাটফর্ম নয়, ‘বনবিবি’ মুক্তি পাবে বড় পর্দায়—জানিয়েছেন প্রযোজক।
রবি কিষাণ বলেন, ‘সে আমার দুঃসময়ের সঙ্গী। যখন আমার কিছুই ছিল না, কোনো অর্থ সম্পদ ছিল না; তখনো সে আমার সঙ্গ ছাড়েনি। সকল উত্থান পতনে একমাত্র ভরসা হয়ে সে ছিল আমার পাশে। আজ আমার যত অর্জন, যত সাফল্য; সবই তার জন্য।’
৩ ঘণ্টা আগেজাই উলফের আসল নাম সজীব সাহা। বাংলাদেশে জন্ম নেওয়া এই মার্কিন শিল্পী অনেক নামীদামি ফেস্টিভ্যালে তাঁর পারফরম্যান্স দিয়ে মুগ্ধ করেছেন শ্রোতাদের। এবার প্রথমবারের মতো বাংলাদেশে পারফর্ম করতে আসছেন জাই উলফ।
৫ ঘণ্টা আগেএক আফ্রিকান ব্রিটিশ যুবক লন্ডনের ইসকনের নিরামিষ রেস্তোরাঁয় প্রবেশ করেন। হঠাৎ ব্যাগ থেকে কেএফসির একটি বাক্স বের করেন। সেখানে দাঁড়িয়ে সবাইকে দেখিয়ে চিকেন ফ্রাই খেতে শুরু করেন।
৭ ঘণ্টা আগেবর্ষাকালে এমনিতেই কমে যায় কনসার্ট নিয়ে শিল্পিদের ব্যস্ততা। তবে গত কয়েক বছর এই সময়ে দেখা গেছে ইনডোর কনসার্টের আধিক্য। কিন্তু এ বছর প্রেক্ষাপট যেন ভিন্ন। কনসার্টের সংখ্যা কমেছে উল্লেখযোগ্যভাবে। দেশে ব্যস্ততা কমায় বিদেশে কনসার্টের দিকে মনোযোগী হচ্ছেন শিল্পীরা। নগর বাউল জেমস, মাইলস, আর্ক, অর্থহীন...
৯ ঘণ্টা আগে