Ajker Patrika

চারজনের বন্ধুত্বের গল্পে সুমন মৈত্রের সিনেমা ‘আবার অরণ্যে দিনরাত্রি’

আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ১৪: ৩৭
চারজনের বন্ধুত্বের গল্পে সুমন মৈত্রের সিনেমা ‘আবার অরণ্যে দিনরাত্রি’

পশ্চিমবঙ্গে আজ মুক্তি পেয়েছে সুমন মৈত্র পরিচালিত সিনেমা ‘আবার অরণ্যে দিনরাত্রি’। বন্ধুদের গল্প, বন্ধুত্বের গল্প আর অরণ্যকে ভালোবাসার গল্প বলবে সিনেমাটি। চার নারী চরিত্রকে নিয়ে আবর্তিত হয়েছে এর গল্প। ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন—পায়েল সরকার, অলিভিয়া সরকার, রূপসা মুখোপাধ্যায়, যুক্তা রক্ষিত।

তিনজন ট্রাভেল ভ্লগারকে নিয়ে গড়ে উঠেছে সিনেমার কাহিনি। নন্দিনী, এনাক্ষী এবং মিঠি রয়েছে গল্পের কেন্দ্রে। এরা ডুয়ার্সে আসে নিজেদের ট্রাভেল ব্লগ ‘মুসাফিরানা’ তৈরির কাজে। এরপর কী ঘটে, সেটাই দেখার এই ছবিতে।

পরিচালক সুমন মৈত্র আজকের পত্রিকাকে জানিয়েছেন, চার বন্ধুর অরণ্যে বেড়াতে যাওয়ার গল্প নির্মিত হয়েছে সিনেমাটি। সুমনের কথায়, ‘চারজনের বন্ধুত্বের গল্প ওঠে আসবে সিনেমাটিতে। তাঁদের স্বাধীনতার গল্প ও ভালোবাসার গল্পে আমার সিনেমা ‘‘আবার অরণ্যে দিনরাত্রি’’।

‘আবার অরণ্যে দিনরাত্রি’ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীতপরিচালনার পাশাপাশি ছবির গল্প, চিত্রনাট্য, সংলাপ সবই সুমন মৈত্রর। রবীন্দ্র সংগীত থাকছে এই ছবিতে। এ ছাড়া এর মৌলিক গান লিখেছেন অর্ণব বসু। সুর দিয়েছেন কৌস্তভ রানা সরকার এবং বাপ্পাদিত্য শুভ্র। ব্যাকগ্রাউন্ড স্কোরের দায়িত্ব সামলেছেন বাপ্পাদিত্য শুভ্র।

সিনেমাটিতে গান গেয়েছেন মধুপর্ণা গঙ্গোপাধ্যায়, সোহিনী ভট্টাচার্য, অঙ্গনা চট্টোপাধ্যায়, কৌস্তভ রানা সরকার, বাপ্পাদিত্য শুভ্র ও কিনকিনি ভট্টাচার্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত