প্রযোজক জেনিফার ফেরদৌসের সঙ্গে বিরোধের জেরে এবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বারস্থ হলেন মাহিয়া মাহি। শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর তিনি আজ একটি অভিযোগপত্র দেন। মিথ্যা মামলার হুমকি ও মানহানির অভিযোগ এনে প্রযোজকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের আবেদন করেছেন মাহি।
অভিযোগপত্রে মাহি লিখেছেন, ‘সম্প্রতি ‘‘আশীর্বাদ’’ সিনেমার প্রযোজক তাহেরা ফেরদৌস জেনিফার আমার বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা অভিযোগ এনে বাজে মন্তব্য করে যাচ্ছেন। সে সব মন্তব্য ইতিমধ্যেই ইউটিউবসহ সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে ভাইরাল হয়েছে। সেই সঙ্গে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করার হুমকিও দিচ্ছে তারা। প্রযোজক জেনিফারের এই সব উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য ও জিঘাংসামূলক কর্মকাণ্ডে আমি বিব্রত। এতে আমার মানহানি হচ্ছে। শুধু তাই নয়, তার এই সব বক্তব্যে জনমনে শিল্পীদের সম্পর্কে নেতিবাচক মনোভাব পরিলক্ষিত হচ্ছে। এটা সকল চলচ্চিত্র শিল্পীদের ইমেজকে ক্ষুণ্ন করছে। আমাকে হেয় করাসহ জেনিফার ফেরদৌসের এইসব বিতর্কিত কর্মকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছি।’
প্রযোজকের বিতর্কিত কর্মকাণ্ডের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার আবেদন জানিয়ে মাহি লেখেন, ‘এমতাবস্থায় জনাবের নিকট আকুল আবেদন, প্রযোজক জেনিফার ফেরদৌসের বিতর্কিত কর্মকাণ্ডের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবেন। সেই সঙ্গে আমাকে মানহানি করার বিচার করে শিল্পীদের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার অনুরোধ জানাচ্ছি।’
ঘটনার সূত্রপাত ‘আশীর্বাদ’ সিনেমার সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে। সপ্তাহখানেক আগে সিনেমাটির মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেন প্রযোজক জেনিফার ফেরদৌস। নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক মানিক সেখানে উপস্থিত থাকলেও ছিলেন না সিনেমাটির দুই অভিনয়শিল্পী মাহিয়া মাহি ও জিয়াউল রোশান। তাঁরা কেন নেই, এমন প্রশ্ন করা হলে প্রযোজক তাঁদের বিরুদ্ধে শুটিংয়ে অসহযোগিতা করাসহ বেশ কিছু অভিযোগ আনেন।
প্রযোজকের অভিযোগের জবাবে ১৮ আগস্ট পাল্টা সংবাদ সম্মেলন করেন রোশান ও মাহি। প্রযোজকের বিরুদ্ধে সরকারি অনুদানের অর্থ আত্মসাৎ, শুটিংয়ে শিল্পীদের সঙ্গে দুর্ব্যবহার, শিল্পীদের পারিশ্রমিক না দেওয়াসহ বেশ কিছু অভিযোগ উঠে আসে মাহির বক্তব্যে। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমে মাহির বিরুদ্ধে আবারো ক্ষোভ উগরে দেন প্রযোজক জেনিফার। অবশেষে ঘটনার সুষ্ঠু সমাধান প্রত্যাশা করে শিল্পী সমিতির দ্বারস্থ হলেন অভিনেত্রী।
এদিকে আজ সন্ধ্যায় এফডিসিতে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন প্রযোজক জেনিফার। সেখানে উপস্থিত ছিলেন প্রযোজক খোরশেদ আলম খসরু, নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু, সাফি উদ্দীন সাফি, আলিমুল্লাহ খোকনসহ অনেকেই। সংবাদ সম্মেলনে প্রযোজক জেনিফার জানান, মাহিয়া মাহি, রোশান ও পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক ক্ষমা না চাইলে তাঁদের বিরুদ্ধে মামলা করবেন তিনি।
প্রযোজক জেনিফার ফেরদৌসের সঙ্গে বিরোধের জেরে এবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বারস্থ হলেন মাহিয়া মাহি। শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর তিনি আজ একটি অভিযোগপত্র দেন। মিথ্যা মামলার হুমকি ও মানহানির অভিযোগ এনে প্রযোজকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের আবেদন করেছেন মাহি।
অভিযোগপত্রে মাহি লিখেছেন, ‘সম্প্রতি ‘‘আশীর্বাদ’’ সিনেমার প্রযোজক তাহেরা ফেরদৌস জেনিফার আমার বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা অভিযোগ এনে বাজে মন্তব্য করে যাচ্ছেন। সে সব মন্তব্য ইতিমধ্যেই ইউটিউবসহ সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে ভাইরাল হয়েছে। সেই সঙ্গে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করার হুমকিও দিচ্ছে তারা। প্রযোজক জেনিফারের এই সব উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য ও জিঘাংসামূলক কর্মকাণ্ডে আমি বিব্রত। এতে আমার মানহানি হচ্ছে। শুধু তাই নয়, তার এই সব বক্তব্যে জনমনে শিল্পীদের সম্পর্কে নেতিবাচক মনোভাব পরিলক্ষিত হচ্ছে। এটা সকল চলচ্চিত্র শিল্পীদের ইমেজকে ক্ষুণ্ন করছে। আমাকে হেয় করাসহ জেনিফার ফেরদৌসের এইসব বিতর্কিত কর্মকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছি।’
প্রযোজকের বিতর্কিত কর্মকাণ্ডের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার আবেদন জানিয়ে মাহি লেখেন, ‘এমতাবস্থায় জনাবের নিকট আকুল আবেদন, প্রযোজক জেনিফার ফেরদৌসের বিতর্কিত কর্মকাণ্ডের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবেন। সেই সঙ্গে আমাকে মানহানি করার বিচার করে শিল্পীদের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার অনুরোধ জানাচ্ছি।’
ঘটনার সূত্রপাত ‘আশীর্বাদ’ সিনেমার সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে। সপ্তাহখানেক আগে সিনেমাটির মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেন প্রযোজক জেনিফার ফেরদৌস। নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক মানিক সেখানে উপস্থিত থাকলেও ছিলেন না সিনেমাটির দুই অভিনয়শিল্পী মাহিয়া মাহি ও জিয়াউল রোশান। তাঁরা কেন নেই, এমন প্রশ্ন করা হলে প্রযোজক তাঁদের বিরুদ্ধে শুটিংয়ে অসহযোগিতা করাসহ বেশ কিছু অভিযোগ আনেন।
প্রযোজকের অভিযোগের জবাবে ১৮ আগস্ট পাল্টা সংবাদ সম্মেলন করেন রোশান ও মাহি। প্রযোজকের বিরুদ্ধে সরকারি অনুদানের অর্থ আত্মসাৎ, শুটিংয়ে শিল্পীদের সঙ্গে দুর্ব্যবহার, শিল্পীদের পারিশ্রমিক না দেওয়াসহ বেশ কিছু অভিযোগ উঠে আসে মাহির বক্তব্যে। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমে মাহির বিরুদ্ধে আবারো ক্ষোভ উগরে দেন প্রযোজক জেনিফার। অবশেষে ঘটনার সুষ্ঠু সমাধান প্রত্যাশা করে শিল্পী সমিতির দ্বারস্থ হলেন অভিনেত্রী।
এদিকে আজ সন্ধ্যায় এফডিসিতে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন প্রযোজক জেনিফার। সেখানে উপস্থিত ছিলেন প্রযোজক খোরশেদ আলম খসরু, নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু, সাফি উদ্দীন সাফি, আলিমুল্লাহ খোকনসহ অনেকেই। সংবাদ সম্মেলনে প্রযোজক জেনিফার জানান, মাহিয়া মাহি, রোশান ও পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক ক্ষমা না চাইলে তাঁদের বিরুদ্ধে মামলা করবেন তিনি।
শাকিব খান অভিনীত তাণ্ডব একইসঙ্গে মুক্তি পাবে দেশের দুই ওটিটি প্ল্যাটফর্ম হইচই ও চরকিতে। আজ প্ল্যাটফর্ম দুটি এ ঘোষণা দিয়েছে। ওটিটিতে তাণ্ডব মুক্তির নির্দিষ্ট তারিখ না জানালেও প্ল্যাটফর্ম দুটি নিশ্চিত করেছে, আগস্ট মাসে ওটিটিতে আসবে সিনেমাটি।
১১ মিনিট আগেবাবার কথা অক্ষরে অক্ষরে মেনে চলেন সালমান খান। তাঁর বাবা প্রখ্যাত চিত্রনাট্যকার ও প্রযোজক সেলিম খান। ক্যারিয়ারের শুরু থেকেই বাবার পরামর্শ মেনে কাজ করছেন বলিউড ভাইজান। তাঁর ব্যক্তিজীবনেও ছাপ ফেলেছে বাবার জীবনদর্শন। তবে সম্প্রতি বাবার মুখ থেকে একটি উপদেশ শুনে বেশ আফসোসই হলো সালমানের। ভক্তদের সঙ্গে সেটা
২ ঘণ্টা আগেযুক্তরাজ্যের যে সিনেমা হলে এই ঘটনা ঘটেছে, সেখানে পবন কল্যাণ অভিনীত তেলুগু সিনেমা ‘হারি হারা ভেরা মাল্লু’র প্রদর্শনী চলছিল। হঠাৎ প্রদর্শনী থামিয়ে দেওয়া হয়। কেন সিনেমা হল নোংরা করা হচ্ছে—দর্শকদের এমন প্রশ্ন করেন হলের কর্মীরা।
৪ ঘণ্টা আগেওয়েব কনটেন্টের নিয়মিত দর্শক চিত্রাঙ্গদা সিং। এই বলিউড অভিনেত্রীর ওয়াচ লিস্টে রয়েছে সারা বিশ্বের সিনেমা-সিরিজ। বর্তমানে তিনি দেখছেন ‘ল্যান্ডম্যান’। চিত্রাঙ্গদার প্রিয় হয়ে উঠেছে সিরিজটি। অভিনেত্রী জানালেন তাঁর আরও দুই পছন্দের ওয়েব সিরিজের নাম।
৮ ঘণ্টা আগে