২০১৯ সালের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল জয়া আহসান অভিনীত ‘রবিবার’। এটিই এখন পর্যন্ত কলকাতায় জয়ার সর্বশেষ মুক্তি পাওয়া ছবি। ছবিটি বানিয়েছিলেন জাতীয় পুরস্কার পাওয়া নির্মাতা অতনু ঘোষ।
একই পরিচালকের কাজ দিয়ে আবারও ভারতের সিনেমা হলে ফিরছেন জয়া আহসান। ২০ আগস্ট হলে আসছে জয়া অভিনীত নতুন ছবি ‘বিনিসুতোয়’। এতে জয়া অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তীর বিপরীতে।
তবে দীর্ঘদিন পর সিনেমা হলের মুখ দেখলেও, খানিকটা মন খারাপের খবর– মাত্র একটি হলেই মুক্তি পাচ্ছে ছবিটি। এ খবর জানিয়েছেন ছবির পরিচালক অতনু ঘোষ।
তিনি বলেন, ‘এতদিন বাদে আবার সিনেমা হল খুলছে। কিন্তু এই পরিস্থতিতে কজন হলে আসবেন? ঝুঁকি নিতে নারাজ প্রযোজক। আমাদের মনে হল, যে কজন মানুষ বড়ো পর্দায় দেখতে চান তাদের একটা সুযোগ তৈরি করে দিতেই হবে।’
সেই ভাবনা থেকে একান্ত নিজস্ব উদ্যোগে ছবির প্রদর্শনী করছেন তিনি। আগামী ২০ আগস্ট শুক্রবার থেকে কলকাতার নন্দন সিনেমা হলে স্থানীয় সময় দুপুর ৩টায় ছবির প্রদর্শন শুরু হবে।
কিন্তু মাত্র একটি হলে মুক্তি দেওয়ায় দর্শকদের হতাশ হওয়ার কিছু নেই, বলছেন নির্মাতা। ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘একটু ভেবে দেখুন। এক একটা হলে রিলিজ করতে বেশ কিছু টাকা লাগে। যদি দর্শক নন্দনে ছবি দেখতে যান, ছবিটা বড়ো পর্দায় থাকবে। হয়তোবা হলের সংখ্যা বাড়তেও পারে। নাহলে কি হবে আমরা সবাই জানি।’
কী নিয়ে ‘বিনিসুতোয়’ ছবির গল্প? পরিচালক অতনু ঘোষ জানান, ছবির গল্প বোনা হয়েছে দুটি চরিত্র কাজল সরকার ও শ্রাবণী বড়ুয়াকে ঘিরে। গানের একটি রিয়েলিটি শোয়ের অডিশনে দেখা হয় দুজনের। অডিশন শেষ হওয়ার পর বাসে উঠতে গিয়ে শ্রাবণী আহত হয়। এগিয়ে আসে কাজল, তাঁকে হাসপাতালে নিয়ে যায়। এভাবে দুজনের মধ্যে তৈরি হয় যোগসূত্র। ছবিতে কাজল চরিত্রে আছেন ঋত্বিক আর শ্রাবণীর ভূমিকায় জয়া আহসান।
তবে মোটাদাগে ছবির গল্পে লুকিয়ে আছে গভীর জীবনবোধ। স্থান, সময়, পরিস্থিতি বদলের সঙ্গে সঙ্গে বদলে যায় সম্পর্কের সমীকরণ। আপাতদৃষ্টিতে যাকে দেখে সুখী মনে হয়, তার গভীরেও লুকিয়ে থাকে শূন্যতা। বাইরে থেকে দেখে তাই মানুষ চেনা কঠিন। যত সময় গড়াচ্ছে, ক্রমশ কঠিন হচ্ছে আরও। ‘বিনিসুতোয়’ জীবনের সেই বাস্তবতা তুলে আনবে।
দেখুন ‘বিনিসুতোয়’ ছবির ট্রেলার:
২০১৯ সালের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল জয়া আহসান অভিনীত ‘রবিবার’। এটিই এখন পর্যন্ত কলকাতায় জয়ার সর্বশেষ মুক্তি পাওয়া ছবি। ছবিটি বানিয়েছিলেন জাতীয় পুরস্কার পাওয়া নির্মাতা অতনু ঘোষ।
একই পরিচালকের কাজ দিয়ে আবারও ভারতের সিনেমা হলে ফিরছেন জয়া আহসান। ২০ আগস্ট হলে আসছে জয়া অভিনীত নতুন ছবি ‘বিনিসুতোয়’। এতে জয়া অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তীর বিপরীতে।
তবে দীর্ঘদিন পর সিনেমা হলের মুখ দেখলেও, খানিকটা মন খারাপের খবর– মাত্র একটি হলেই মুক্তি পাচ্ছে ছবিটি। এ খবর জানিয়েছেন ছবির পরিচালক অতনু ঘোষ।
তিনি বলেন, ‘এতদিন বাদে আবার সিনেমা হল খুলছে। কিন্তু এই পরিস্থতিতে কজন হলে আসবেন? ঝুঁকি নিতে নারাজ প্রযোজক। আমাদের মনে হল, যে কজন মানুষ বড়ো পর্দায় দেখতে চান তাদের একটা সুযোগ তৈরি করে দিতেই হবে।’
সেই ভাবনা থেকে একান্ত নিজস্ব উদ্যোগে ছবির প্রদর্শনী করছেন তিনি। আগামী ২০ আগস্ট শুক্রবার থেকে কলকাতার নন্দন সিনেমা হলে স্থানীয় সময় দুপুর ৩টায় ছবির প্রদর্শন শুরু হবে।
কিন্তু মাত্র একটি হলে মুক্তি দেওয়ায় দর্শকদের হতাশ হওয়ার কিছু নেই, বলছেন নির্মাতা। ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘একটু ভেবে দেখুন। এক একটা হলে রিলিজ করতে বেশ কিছু টাকা লাগে। যদি দর্শক নন্দনে ছবি দেখতে যান, ছবিটা বড়ো পর্দায় থাকবে। হয়তোবা হলের সংখ্যা বাড়তেও পারে। নাহলে কি হবে আমরা সবাই জানি।’
কী নিয়ে ‘বিনিসুতোয়’ ছবির গল্প? পরিচালক অতনু ঘোষ জানান, ছবির গল্প বোনা হয়েছে দুটি চরিত্র কাজল সরকার ও শ্রাবণী বড়ুয়াকে ঘিরে। গানের একটি রিয়েলিটি শোয়ের অডিশনে দেখা হয় দুজনের। অডিশন শেষ হওয়ার পর বাসে উঠতে গিয়ে শ্রাবণী আহত হয়। এগিয়ে আসে কাজল, তাঁকে হাসপাতালে নিয়ে যায়। এভাবে দুজনের মধ্যে তৈরি হয় যোগসূত্র। ছবিতে কাজল চরিত্রে আছেন ঋত্বিক আর শ্রাবণীর ভূমিকায় জয়া আহসান।
তবে মোটাদাগে ছবির গল্পে লুকিয়ে আছে গভীর জীবনবোধ। স্থান, সময়, পরিস্থিতি বদলের সঙ্গে সঙ্গে বদলে যায় সম্পর্কের সমীকরণ। আপাতদৃষ্টিতে যাকে দেখে সুখী মনে হয়, তার গভীরেও লুকিয়ে থাকে শূন্যতা। বাইরে থেকে দেখে তাই মানুষ চেনা কঠিন। যত সময় গড়াচ্ছে, ক্রমশ কঠিন হচ্ছে আরও। ‘বিনিসুতোয়’ জীবনের সেই বাস্তবতা তুলে আনবে।
দেখুন ‘বিনিসুতোয়’ ছবির ট্রেলার:
সাধারণত ‘সুপারস্টার’ কিংবা ‘মেগাস্টার’—এ ধরনের তকমা পছন্দ নয় দেবের। রঘু ডাকাত সিনেমায়ও তাঁর নামের আগে মেগাস্টার শব্দটি ব্যবহার করার বিরোধী ছিলেন তিনি।
৮ ঘণ্টা আগেনায়ক জসীমের ছেলে ‘ওন্ড’ ব্যান্ডের ভোকাল এ কে রাতুল মারা গেছেন। আজ রোববার বেলা সাড়ে ৩টার দিকে জিমে শরীরচর্চা করার সময় তিনি হৃদ্রোগে আক্রান্ত হন। এরপর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। রাতুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সংগীতশিল্পী আলিফ আলাউদ্দীনসহ একাধিকজন।
৯ ঘণ্টা আগেবলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী বিশিষ্ট ব্যবসায়ী সঞ্জয় কাপুর গত ১২ জুন মারা গেছেন। তাঁর আকস্মিক মৃত্যুর এক মাস পর, তাঁর পরিবারের ৩০ হাজার কোটি রুপির সম্পত্তি নিয়ে নতুন করে বিরোধ দেখা দিয়েছে।
৯ ঘণ্টা আগেবলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত আবারও খবরের শিরোনামে এসেছেন। তবে এবার কোনো সিনেমা নয়, শ্রাবণ মাসে পাঁঠার মাংস খাওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়েছেন তিনি। সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে অভিনেত্রী তাঁর উপবাস ও খাদ্য গ্রহণ নিয়ে ব্যক্তিগত ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন।
১০ ঘণ্টা আগে