বিনোদন প্রতিবেদক, ঢাকা
গত রোববার রাতে সাংহাই ফিল্ম আর্ট সেন্টারে অনুষ্ঠিত হলো কামার আহমাদ সাইমনের নতুন সিনেমা ‘শিকলবাহা’র ওয়ার্ল্ড প্রিমিয়ার। এশিয়ার অন্যতম চলচ্চিত্র উৎসব সাংহাইয়ের মূল প্রতিযোগিতায় এবার জায়গা করে নিয়েছে সিনেমাটি। উৎসবে যোগ দিতে সাংহাই পৌঁছেছেন পরিচালক কামার আহমাদ সাইমন, প্রযোজক সারা আফরীন ও সিনেমার অভিনেত্রী ফৌজিয়া করিম অণু।
প্রিমিয়ারের আগে গত শনিবার মূল প্রতিযোগিতার কুশলী হিসেবে চীনের প্রাচীনতম এই চলচ্চিত্র উৎসবের লালগালিচায় হেঁটেছেন কামার, সারা ও অণু। গত রোববার রাতে প্রিমিয়ার শেষে পরিচালক কামার আহমাদ সাইমন, প্রযোজক সারা আফরীন ও অভিনেত্রী ফৌজিয়া করিম অণু দর্শকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।
এ ছাড়া সিনেমাটি নিয়ে তাঁদের একটি সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে। চলতি বছর ১০৫টি দেশ থেকে ৩ হাজার ৭০০টির বেশি ছবির মধ্যে মাত্র ১৪টি ছবি সাংহাইয়ের মূল প্রতিযোগিতা বিভাগ ‘গোল্ডেন গবলেট’-এ মনোনীত হয়েছে।
সিনেমার প্রিমিয়ারের পর গতকাল ঈদের সকালটা চমক দিয়ে শুরু হয় অণুর। ঈদের সকালে তাঁর ঘুম ভেঙেছে সাংহাই ক্রাউন প্লাজা হোটেলের রিসেপশনের ফোনে। একগুচ্ছ গোলাপের সঙ্গে একটি মুকুট আর কার্ড এসেছে তাঁর নামে, যেখানে লেখা আছে ‘আপনার ১ নম্বর ভক্ত।’
অণু বলেন, ‘জীবনের প্রথম সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার, তা–ও সাংহাইয়ের মূল প্রতিযোগিতায়—ঈদের আগের রাতে হলভর্তি দর্শক ছিল। এমনিতেই রাতটা একটা ঘোরের মধ্যে কেটেছে, তারপর ঈদের সকালে এই গোলাপের তোড়া! এর অনুভূতি জানানোর ভাষা নেই আমার।’
ইউরোপের অন্যতম সম্মানিত চলচ্চিত্র প্রযোজনা সংস্থা জার্মানির উইডেম্যান ব্রোস ও বাংলাদেশের স্টুডিও বিগিংয়ের যৌথ প্রযোজনায় নির্মিত ছবি শিকলবাহা। ২০১৪ সালে কানের লা ফ্যাব্রিক সিনেমা দ্যু মুন্দেতে নির্বাচিত ১০টির মধ্যে ছিল এই ছবির চিত্রনাট্য। তখন সিনেমাটির নাম ছিল শঙ্খধ্বনি। উল্লেখ্য, এই ছবির জন্যই পরপর দুই বছর বার্লিন চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতামূলক প্রেস্টিজ গ্র্যান্ট ওয়ার্ল্ড সিনেমা তহবিলের জন্য নির্বাচিত হয়েছিলেন কামার। এ ছাড়া গোটেবার্গ চলচ্চিত্র উৎসবের স্ক্রিপ্ট গ্রান্ট ও জাতীয় চলচ্চিত্র অনুদান পেয়েছিল শিকলবাহা।
গত রোববার রাতে সাংহাই ফিল্ম আর্ট সেন্টারে অনুষ্ঠিত হলো কামার আহমাদ সাইমনের নতুন সিনেমা ‘শিকলবাহা’র ওয়ার্ল্ড প্রিমিয়ার। এশিয়ার অন্যতম চলচ্চিত্র উৎসব সাংহাইয়ের মূল প্রতিযোগিতায় এবার জায়গা করে নিয়েছে সিনেমাটি। উৎসবে যোগ দিতে সাংহাই পৌঁছেছেন পরিচালক কামার আহমাদ সাইমন, প্রযোজক সারা আফরীন ও সিনেমার অভিনেত্রী ফৌজিয়া করিম অণু।
প্রিমিয়ারের আগে গত শনিবার মূল প্রতিযোগিতার কুশলী হিসেবে চীনের প্রাচীনতম এই চলচ্চিত্র উৎসবের লালগালিচায় হেঁটেছেন কামার, সারা ও অণু। গত রোববার রাতে প্রিমিয়ার শেষে পরিচালক কামার আহমাদ সাইমন, প্রযোজক সারা আফরীন ও অভিনেত্রী ফৌজিয়া করিম অণু দর্শকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।
এ ছাড়া সিনেমাটি নিয়ে তাঁদের একটি সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে। চলতি বছর ১০৫টি দেশ থেকে ৩ হাজার ৭০০টির বেশি ছবির মধ্যে মাত্র ১৪টি ছবি সাংহাইয়ের মূল প্রতিযোগিতা বিভাগ ‘গোল্ডেন গবলেট’-এ মনোনীত হয়েছে।
সিনেমার প্রিমিয়ারের পর গতকাল ঈদের সকালটা চমক দিয়ে শুরু হয় অণুর। ঈদের সকালে তাঁর ঘুম ভেঙেছে সাংহাই ক্রাউন প্লাজা হোটেলের রিসেপশনের ফোনে। একগুচ্ছ গোলাপের সঙ্গে একটি মুকুট আর কার্ড এসেছে তাঁর নামে, যেখানে লেখা আছে ‘আপনার ১ নম্বর ভক্ত।’
অণু বলেন, ‘জীবনের প্রথম সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার, তা–ও সাংহাইয়ের মূল প্রতিযোগিতায়—ঈদের আগের রাতে হলভর্তি দর্শক ছিল। এমনিতেই রাতটা একটা ঘোরের মধ্যে কেটেছে, তারপর ঈদের সকালে এই গোলাপের তোড়া! এর অনুভূতি জানানোর ভাষা নেই আমার।’
ইউরোপের অন্যতম সম্মানিত চলচ্চিত্র প্রযোজনা সংস্থা জার্মানির উইডেম্যান ব্রোস ও বাংলাদেশের স্টুডিও বিগিংয়ের যৌথ প্রযোজনায় নির্মিত ছবি শিকলবাহা। ২০১৪ সালে কানের লা ফ্যাব্রিক সিনেমা দ্যু মুন্দেতে নির্বাচিত ১০টির মধ্যে ছিল এই ছবির চিত্রনাট্য। তখন সিনেমাটির নাম ছিল শঙ্খধ্বনি। উল্লেখ্য, এই ছবির জন্যই পরপর দুই বছর বার্লিন চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতামূলক প্রেস্টিজ গ্র্যান্ট ওয়ার্ল্ড সিনেমা তহবিলের জন্য নির্বাচিত হয়েছিলেন কামার। এ ছাড়া গোটেবার্গ চলচ্চিত্র উৎসবের স্ক্রিপ্ট গ্রান্ট ও জাতীয় চলচ্চিত্র অনুদান পেয়েছিল শিকলবাহা।
বছরজুড়েই নানা আয়োজনে নতুন গান উপহার দেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। সামনে আসছে ঈদ। এরই মধ্যে ঈদ উপলক্ষে নতুন গান করছেন আসিফ। সম্প্রতি তিনি গাইলেন ‘ফিরে পাব কি আবার’ শিরোনামের একটি আধুনিক গান। আগামী রোজার ঈদে এফ এ মিউজিক ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে গানটি। গানের কথা লিখেছেন ফারুক আনোয়ার...
৩ ঘণ্টা আগেপ্রখ্যাত চিত্রশিল্পী মনিরুল ইসলাম এবং ভাস্কর নভেরা আহমেদকে নিয়ে ভিন্ন দুটি ডকুফিল্ম বানিয়েছেন অনন্যা রুমা। নাম ‘মনির: টেল অব টু কান্ট্রিস’ ও ‘নভেরা: স্মৃতির অভিযাত্রা’। ‘মনির: টেলস অব টু কান্ট্রিস’ নামের ডকুফিল্মটিতে উঠে এসেছে চিত্রশিল্পী মনিরুল ইসলামের জীবনের নানা ঘটনা, তাঁর শিল্পকর্ম, ব্যক্তিগত...
৩ ঘণ্টা আগেগত ৭ ফেব্রুয়ারি মধ্যরাতে এক্স হ্যান্ডেলে অমিতাভ বচ্চন লেখেন—‘টাইম টু গো...’। অর্থাৎ চলে যাওয়ার সময় হয়েছে। এরপর তাঁর অনুরাগীদের মনে প্রশ্ন জাগে, কোথায় যাচ্ছেন বিগ বি! গুঞ্জন ছড়িয়ে পড়ে, অভিনয়কে বিদায় বলে দিয়েছেন বিগ বি অমিতাভ। অবশেষে মাসখানেক পর সেই রহস্য ভাঙলেন বলিউড শাহেন শাহ। জানালেন...
৪ ঘণ্টা আগেদীর্ঘদিন ধরে ঢাকাই সিনেমায় চলছে খলনায়কের সংকট। এক দশকের বেশি সময় মিশা সওদাগর হাল ধরে রয়েছেন। তরুণ প্রজন্মের কয়েকজন খল অভিনেতা নিজেদের প্রমাণ করার চেষ্টা করছেন। তাঁদের মধ্যে একজন জাহিদ ইসলাম। ২০১৫ সালে শিহাব শাহীন পরিচালিত ‘ছুঁয়ে দিলে মন’ দিয়ে ঢালিউডে অভিষেক হয় তাঁর। এর পর থেকে নিয়মিত অভিনয় করছেন...
৪ ঘণ্টা আগে