Ajker Patrika

এবার উত্তর আমেরিকার প্রেক্ষাগৃহে ‘কাজলরেখা’

আপডেট : ৩০ মে ২০২৪, ১৬: ৩৬
এবার উত্তর আমেরিকার প্রেক্ষাগৃহে ‘কাজলরেখা’

মৈমনসিংহ গীতিকার ‘কাজলরেখা’ পালা অবলম্বনে গিয়াস উদ্দিন সেলিম বানিয়েছেন ‘কাজলরেখা’। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় এবারের ঈদুল ফিতরে। সিনেমাটি এবার মুক্তি পাচ্ছে উত্তর আমেরিকার প্রেক্ষাগৃহে। আগামীকাল শুক্রবার (৩১ মে) সিনেমাটি মুক্তি পাচ্ছে যুক্তরাষ্ট্র ও কানাডায়। বিষয়টি নিশ্চিত করেছে সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো।

স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব বলেন, ‘যাঁরা প্রবাসে থাকেন, বহু ভাষার ও সংস্কৃতির মাঝে নিজের দেশকে খোঁজেন। কাজলরেখা তাঁদের মাঝে সাড়া জাগাতে পারে। মুক্তির আগেই তাঁদের মাঝে বেশ আগ্রহ দেখা যাচ্ছে।’

গত বছর মৈমনসিংহ গীতিকা প্রকাশের শতবর্ষ পূর্ণ হয়েছে। ১৯২৩ সালে দীনেশচন্দ্র সেনের সম্পাদনায় মৈমনসিংহ গীতিকা এবং এর ইংরেজি তরজমা ইস্টার্ন বেঙ্গল ব্যালাডস প্রথম খণ্ড—দুটি বই প্রকাশিত হয়। প্রকাশের পরপরই এটি দেশি-বিদেশি সাহিত্যিক মহলে আলোড়ন তোলে। বাংলা লোকসাহিত্যের সমৃদ্ধ ভান্ডারের পরিচয় পেয়ে সবাই বিস্মিত হন।

কাজলরেখা সিনেমা দৃশ্যে শরিফুল রাজ। ছবি: সংগৃহীতসিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। আরও আছেন শরিফুল রাজ, রাফিয়াত রশিদ মিথিলা, ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, খায়রুল বাসার, সাদিয়া আয়মান, শাহানা সুমী, রহমত আলী, গাউসুল আলম শাওন প্রমুখ। কাজলরেখা মিউজিক্যাল ফিল্ম। ২০টির বেশি গান আছে এতে। সিনেমার সংগীত পরিচালনায় রয়েছেন ইমন চৌধুরী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে ‘শালীন’ পোশাক-হিজাব

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামো আসছে, পে কমিশন গঠন

হলের নাম পরিবর্তনের প্রতিবাদ করায় বাকৃবির ১৫ ছাত্রীকে বহিষ্কার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত