Ajker Patrika

মঞ্চে উঠতেই ‘ভুয়া’ চিৎকার দর্শকের, দ্রুত বেরিয়ে গেলেন জায়েদ খান

আপডেট : ২৭ জুন ২০২৩, ১১: ৫৯
মঞ্চে উঠতেই ‘ভুয়া’ চিৎকার দর্শকের, দ্রুত বেরিয়ে গেলেন জায়েদ খান

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার (২৫ জুন) রাতে নিউইয়র্কের জ্যামাইকার অ্যামাজুরা হলে ২১ তম ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের প্রথম পর্ব মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়। সেখানে অংশ নিতে বাংলাদেশ থেকে উড়ে গিয়েছিলেন দেশের একঝাঁক তারকা অভিনেতা ও সংগীতশিল্পী। সেখানে পারফর্ম করার জন্য ঢাকা থেকে সেই বহরে ছিলেন আলোচিত নায়ক জায়েদ খান। রাত সাড়ে নয়টায় পারফর্ম করার জন্য মঞ্চে ওঠেন তিনি। কিন্তু তার নাম ঘোষণা করতেই হল ভর্তি হাজারো দর্শক ভুয়া ভুয়া ধ্বনি তোলেন। এ সময় তিনি মঞ্চ ত্যাগ করতে বাধ্য হোন।

ঢাকা থেকে যাওয়া তারকাশিল্পী মোশাররফ করিম চঞ্চল চৌধুরী, মেহের আফরোজ শাওন, জেমস, তাহসান এবং চিরকুট ব্যান্ডের শিল্পী সুমীসহ একঝাঁক তারকা শিল্পী বিভিন্ন পরিবেশনায় অংশ নেন। হাজারেরও বেশি দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন। কিন্তু দর্শকেরা বাঁধ সাধেন অনুষ্ঠানের শেষভাগে এসে।

উপস্থাপক ও অভিনেতা সাজু খাদেম জায়েদ খানকে মঞ্চে আহ্বান জানালে শত শত দর্শক একসঙ্গে তাকে ‘ভুয়া’ বলে চিৎকার করতে থাকেন। এতে বিব্রত হন তিনি। কয়েকবার মঞ্চ থেকে বেরিয়েও যান।

ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের মঞ্চে জায়েদ খানতখন বাধ্য হয়ে অনুষ্ঠানের আয়োজক শো-টাইম মিউজিকের কর্ণধার আলমগীর আলম খান দর্শকের উদ্দেশ্যে বলেন, ‘বাড়িতে অতিথি এলে তাকে সম্মান করতে হয়। নিশ্চয়ই আমরা সেটা করব।’

এরপর জায়েদ খান নবাগত নায়িকা প্রিয়ামনিকে সঙ্গে নিয়ে মঞ্চে আসেন। কথা ছিল তিনি প্রিয়ামনির সঙ্গে নাচবেন। এরপরও দর্শকেরা তাকে ‘ভুয়া’ বলতে থাকেন। কিন্তু জায়েদ খান তাতে কর্ণপাত না করে নাচের বদলে একটি গানের কয়েক লাইন গেয়ে মঞ্চ ছেড়ে যান।

জানা গেছে, ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের দ্বিতীয় পর্ব ফিল্ম অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হবে পয়লা জুলাই যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায়। এ দিন ঢাকা থেকে যাওয়া একঝাঁক তারকাশিল্পী অংশ নেবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত