Ajker Patrika

জয়ার নতুন ছবি মুক্তির অপেক্ষায়

খায়রুল বাসার নির্ঝর, ঢাকা
জয়ার নতুন ছবি মুক্তির অপেক্ষায়

সিঁথিতে সিঁদুর, কপালে ছোট্ট টিপ, চোখে চশমা, হাতে পলা, আটপৌরে শাড়ি, শান্ত বাঙালি চেহারা—‘বিনিসুতোয়’ ছবিতে এভাবেই দেখা দেবেন জয়া আহসান। এ ছবির যিনি পরিচালক, অতনু ঘোষ, ভারতে তাঁর নামডাক আছে। জাতীয় পুরস্কারও পেয়েছেন। তাঁর সঙ্গে জয়া প্রথম অভিনয় করেন ‘রবিবার’ ছবিতে, নায়ক ছিলেন প্রসেনজিৎ। ২০১৯ সালের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল ছবিটি। এটিই এখন পর্যন্ত কলকাতায় জয়ার সর্বশেষ মুক্তি পাওয়া ছবি। একই পরিচালকের কাজ দিয়ে আবারও ভারতের সিনেমা হলে ফেরা হচ্ছে জয়া আহসানের। ২০ আগস্ট হলে আসছে ছবিটি।

‘বিনিসুতোয়’ ছবির দৃশ্য‘বিনিসুতোয়’ মুক্তি পাওয়ার কথা ছিল আরও আগে। কিন্তু করোনার ধাক্কায় বারবার পিছিয়েছে মুক্তির তারিখ। এর মধ্যে অবশ্য বেশ কিছু ভালো খবর বয়ে এনেছে ছবিটি।

৪০তম হাওয়াই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একমাত্র ভারতীয় ছবি হিসেবে দেখানো হয়েছে ‘বিনিসুতোয়’। ভারতের একাধিক উৎসবে পেয়েছে পুরস্কার, প্রশংসা। এ ছাড়া ইতালি, ফ্রান্স, স্পেনসহ বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসব ঘুরে, প্রশংসা–পদক নিয়ে এসেছে ঋত্বিক চক্রবর্তী–জয়া আহসান অভিনীত ‘বিনিসুতোয়’।

জয়া আহসানকী নিয়ে এই ছবির গল্প? পরিচালক অতনু ঘোষ জানান, ছবির গল্প বোনা হয়েছে দুটি চরিত্র কাজল সরকার ও শ্রাবণী বড়ুয়াকে ঘিরে। গানের একটি রিয়েলিটি শোয়ের অডিশনে দেখা হয় দুজনের। অডিশন শেষ হওয়ার পর বাসে উঠতে গিয়ে শ্রাবণী আহত হয়। এগিয়ে আসে কাজল, তাঁকে হাসপাতালে নিয়ে যায়। এভাবে দুজনের মধ্যে তৈরি হয় যোগসূত্র। ছবিতে কাজল চরিত্রে আছেন ঋত্বিক আর শ্রাবণীর ভূমিকায় জয়া আহসান।

তবে মোটাদাগে ছবির গল্পে লুকিয়ে আছে গভীর জীবনবোধ। স্থান, সময়, পরিস্থিতি বদলের সঙ্গে সঙ্গে বদলে যায় সম্পর্কের সমীকরণ। আপাতদৃষ্টিতে যাকে দেখে সুখী মনে হয়, তার গভীরেও লুকিয়ে থাকে শূন্যতা। বাইরে থেকে দেখে তাই মানুষ চেনা কঠিন। যত সময় গড়াচ্ছে, ক্রমশ কঠিন হচ্ছে আরও। ‘বিনিসুতোয়’ জীবনের সেই বাস্তবতা তুলে আনবে।

জয়া আহসানছবিতে অভিনয়ের পাশাপাশি গানও গেয়েছেন জয়া আহসান। প্রখ্যাত সংগীত পরিচালক দেবজ্যোতি মিশ্রর সংগীত আয়োজনে রবীন্দ্রনাথের ‘সুখের মাঝে তোমায় দেখেছি’ গানটি শোনা যাবে জয়ার কণ্ঠে। দর্শকের জন্য সেটা বাড়তি পাওনা তো বটেই।

‘বিনিসুতোয়’ ছবির শুটিং হয়েছে কলকাতা ও টাকিতে। জয়া জানান, কলকাতায় শুটিংয়ের জন্য এমন সব লোকেশন খুঁজে বের করা হয়েছে, যেখানে আগে কোনো ছবির শুটিং হয়নি। ক্যামেরা চালিয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সিনেমাটোগ্রাফার আপ্পু প্রভাকর।

জয়া আহসান‘বিনিসুতোয়’ ছবির নির্মাতা অতনু ঘোষ বলেন, ‘এই মুহূর্তের সবচেয়ে সংবেদনশীল, প্রতিভাবান দুই অভিনেতা–অভিনেত্রী ঋত্বিক আর জয়া। দুজনকে একসঙ্গে ফ্রেমবন্দী করার ইচ্ছা ছিল বহুদিন থেকে। এবার ইচ্ছে পূরণ হলো।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত