পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি আরাভ খানের দুবাইয়ে স্বর্ণের দোকান উদ্বোধনের বিষয়টি গত দুই দিন ধরেই দেশের অন্যতম আলোচনার বিষয়। স্থানীয় সময় গত বুধবার রাত ৮টায় জমকালো আয়োজনে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আরাভ জুয়েলার্স উদ্বোধন করেন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। তিনি ছাড়াও বিনোদন জগতের একঝাঁক তারকা দুবাইয়ে সেই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এর পরই সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়ায় আরাভ খান জনপ্রিয় চিত্রনায়ক আমিন খানের ছোট ভাই।
আসলেই কি আরাভ আমিন খানের ছোট ভাই? চিত্রনায়ক আমিন খানের সঙ্গে কথা বলে জানা যায় তথ্যটি ভুয়া। পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি আরাভ খানের সঙ্গে আমিন খানের কোনো সম্পর্ক নেই। এই আলোচনার সূত্র খুঁজতে গিয়ে পাওয়া যায় অন্য তথ্য। আমিন খানের ছোট ভাই আশরাফুল ইসলামের ডাকনাম আরাভ খান। বন্ধু ও পরিচিত মহলে তিনি আরাভ খান নামেও পরিচিত। আমিন খান জানান, আশরাফুল আলম একজন বিজ্ঞাপন নির্মাতা। বানিয়েছেন বেশ কিছু নাটক ও টেলিছবি।
তবে তাঁর ক্যারিয়ার শুরু হয় একটি সিনেমায় অভিনয়ের মাধ্যমে। পরিচালক এ কিউ খোকন পরিচালিত সিনেমার নাম ‘ভালোবাসলে দোষ কি তাতে’। সেই সিনেমায় পরিচালকের কথায় তিনি আরাভ খান নাম ব্যবহার করেন। তার পর থেকে আশরাফুল নামের চেয়ে আরাভ খান নামেই বেশি পরিচিত হয়ে ওঠেন তিনি।
এ বিষয়ে আজকের পত্রিকাকে আমিন খান বলেন, ‘পুরো এক অস্বস্তিতে আছি। অনেকেই ফোন দিচ্ছেন এ বিষয়ে। কী যে এক ঝামেলায় পড়লাম। আসলে দুবাইয়ের আরাভ খান আমার ভাই নন। আমার ভাইয়ের নাম আশরাফুল ইসলাম। সে এখন দুবাইয়ে না, বিজ্ঞাপনের শুটিংয়ে দেশেই আছে। সে একটি সিনেমায় অভিনয় করেছিল। সেই সিনেমায় পরিচালকের কথায় আরাভ খান নাম ব্যবহার করে।’
এই সম্পর্কিত আরও পড়ুন:
পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি আরাভ খানের দুবাইয়ে স্বর্ণের দোকান উদ্বোধনের বিষয়টি গত দুই দিন ধরেই দেশের অন্যতম আলোচনার বিষয়। স্থানীয় সময় গত বুধবার রাত ৮টায় জমকালো আয়োজনে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আরাভ জুয়েলার্স উদ্বোধন করেন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। তিনি ছাড়াও বিনোদন জগতের একঝাঁক তারকা দুবাইয়ে সেই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এর পরই সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়ায় আরাভ খান জনপ্রিয় চিত্রনায়ক আমিন খানের ছোট ভাই।
আসলেই কি আরাভ আমিন খানের ছোট ভাই? চিত্রনায়ক আমিন খানের সঙ্গে কথা বলে জানা যায় তথ্যটি ভুয়া। পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি আরাভ খানের সঙ্গে আমিন খানের কোনো সম্পর্ক নেই। এই আলোচনার সূত্র খুঁজতে গিয়ে পাওয়া যায় অন্য তথ্য। আমিন খানের ছোট ভাই আশরাফুল ইসলামের ডাকনাম আরাভ খান। বন্ধু ও পরিচিত মহলে তিনি আরাভ খান নামেও পরিচিত। আমিন খান জানান, আশরাফুল আলম একজন বিজ্ঞাপন নির্মাতা। বানিয়েছেন বেশ কিছু নাটক ও টেলিছবি।
তবে তাঁর ক্যারিয়ার শুরু হয় একটি সিনেমায় অভিনয়ের মাধ্যমে। পরিচালক এ কিউ খোকন পরিচালিত সিনেমার নাম ‘ভালোবাসলে দোষ কি তাতে’। সেই সিনেমায় পরিচালকের কথায় তিনি আরাভ খান নাম ব্যবহার করেন। তার পর থেকে আশরাফুল নামের চেয়ে আরাভ খান নামেই বেশি পরিচিত হয়ে ওঠেন তিনি।
এ বিষয়ে আজকের পত্রিকাকে আমিন খান বলেন, ‘পুরো এক অস্বস্তিতে আছি। অনেকেই ফোন দিচ্ছেন এ বিষয়ে। কী যে এক ঝামেলায় পড়লাম। আসলে দুবাইয়ের আরাভ খান আমার ভাই নন। আমার ভাইয়ের নাম আশরাফুল ইসলাম। সে এখন দুবাইয়ে না, বিজ্ঞাপনের শুটিংয়ে দেশেই আছে। সে একটি সিনেমায় অভিনয় করেছিল। সেই সিনেমায় পরিচালকের কথায় আরাভ খান নাম ব্যবহার করে।’
এই সম্পর্কিত আরও পড়ুন:
গত শনিবার ছিল প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর ৬৩তম জন্মদিন। এ উপলক্ষে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। ‘আইয়ুব বাচ্চু সেলিব্রেটিং লাইফ, লিগ্যাসি অ্যান্ড চলো বদলে যাই’ শীর্ষক অনুষ্ঠানে স্মরণ করা হয় আইয়ুব বাচ্চুকে।
১২ মিনিট আগে২০২১ সালে ‘স্ফুলিঙ্গ’ সিনেমার পর আর পরিচালনায় পাওয়া যায়নি তৌকীর আহমেদকে। এ সময়টায় মঞ্চে নির্দেশনা দিলেও ভিজ্যুয়াল কোনো কনটেন্ট বানাননি। বিরতি কাটিয়ে আবারও পরিচালনায় ফিরেছেন তৌকীর। গতকাল থেকে বিটিভিতে শুরু হয়েছে তাঁর রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক ‘ধূসর সময়’-এর প্রচার।
১৬ মিনিট আগেকালজয়ী রূপকথা স্নো হোয়াইটকে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে ‘স্নো হোয়াইট’। এতে স্নো হোয়াইট চরিত্রে র্যাচেল জেগলার আর ইভিল কুইন চরিত্রে অভিনয় করেছেন গাল গাদত।
২৫ মিনিট আগেমির্জাপুর ওয়েব সিরিজের গল্প আসছে বড় পর্দায়। খুন, জখম, রক্তের বন্যা, হিংসা, গদির লোভ ও ক্ষমতার লড়াইয়ের এই গল্প এবার দেখা যাবে অন্যভাবে। গত বছর ‘মির্জাপুর দ্য ফিল্ম’-এর ঘোষণা আসার পর থেকে এই ক্রাইম ড্রামার অপেক্ষায় দর্শকেরা। এবার সেই অপেক্ষায় নতুন মাত্রা যোগ করল দুই তারকার নাম।
২৮ মিনিট আগে