প্রস্তুত হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১ বিজয়ীদের চূড়ান্ত তালিকা। এ বিষয়ে আজ রোববার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, এ বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী ডলি জহুর ও অভিনেতা ইলিয়াস কাঞ্চন।
মোট ২৭ ক্যাটাগরিতে দেওয়া হয়েছে এবারের পুরস্কার। সেরা নির্মাতা, সেরা অভিনেত্রী, সেরা চলচ্চিত্রসহ সর্বোচ্চ সাতটি বিভাগে পুরস্কার জিতে নিয়েছে রেজওয়ান শাহরিয়ার সুমিত নির্মিত ‘নোনাজলের কাব্য’। দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার জিতেছে নুরুল আলম আতিক নির্মিত সিনেমা ‘লাল মোরগের ঝুঁটি’। মোট ছয়টি বিভাগে পুরস্কার জিতেছে সিনেমাটি।
একনজরে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১’ বিজয়ীরা
আজীবন সম্মাননা: ডলি জহুর ও ইলিয়াস কাঞ্চন
সেরা চলচ্চিত্র (যৌথভাবে) : লাল মোরগের ঝুঁটি (মাতিয়া বানু শুকু) ও নোনাজলের কাব্য (রেজওয়ান শাহরিয়ার সুমিত)
সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: ধড় (আকা রেজা গালিব)
সেরা প্রামাণ্য চলচ্চিত্র: বধ্যভূমিতে একদিন (কাওসার চৌধুরী)
সেরা চলচ্চিত্র পরিচালক: রেজওয়ান শাহরিয়ার সুমিত (নোনাজলের কাব্য)
সেরা অভিনেতা (যৌথভাবে) : মো. সিয়াম আহমেদ (মৃধা বনাম মৃধা) ও মীর সাব্বির মাহমুদ (রাতজাগা ফুল)
সেরা অভিনেত্রী (যৌথভাবে) : আজমেরী হক বাঁধন (রেহানা মরিয়ম নূর) ও তাসনোভা তামান্না (নোনাজলের কাব্য)
সেরা অভিনেতা (পার্শ্ব চরিত্রে) : এম ফজলুর রহমান বাবু (নোনাজলের কাব্য)
সেরা অভিনেত্রী (পার্শ্ব চরিত্রে) : শম্পা রেজা (পদ্মাপুরাণ)
সেরা অভিনেতা (খল চরিত্রে) : মো. আবদুল মান্নান জয়রাজ (লাল মোরগের ঝুঁটি)
সেরা অভিনেতা (কৌতুক চরিত্রে) : প্রভাষ কুমার ভট্টাচার্য্য মিলন (মৃধা বনাম মৃধা)
সেরা শিশুশিল্পী: আফিয়া তাবাসসুম (রেহানা মরিয়ম নূর)
শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার: জান্নাতুল মাওয়া ঝিলিক (যা হারিয়ে যায়)
সেরা সংগীত পরিচালক: সুজেয় শ্যাম (যৈবতী কন্যার মন)
সেরা গায়ক: কে এম আবদুল্লাহ-আল-মুর্তজা মুহিন (শোনাতে এসেছি আজ-পদ্মাপুরাণ)
সেরা গায়িকা: চন্দনা মজুমদার (দেখলে ছবি পাগল হবি-পদ্মাপুরাণ)
সেরা গীতিকার: প্রয়াত গাজী মাজহারুল আনোয়ার (অন্তরে অন্তর জ্বালা-যৈবতী কন্যার মন)
সেরা সুরকার: সুজেয় শ্যাম (অন্তরে অন্তর জ্বালা-যৈবতী কন্যার মন)
সেরা কাহিনিকার: রেজওয়ান শাহরিয়ার সুমিত (নোনাজলের কাব্য)
সেরা চিত্রনাট্যকার: নূরুল আলম আতিক (লাল মোরগের ঝুঁটি)
সেরা সংলাপ রচয়িতা: তৌকীর আহমেদ (স্ফুলিঙ্গ)
সেরা সম্পাদক: সামির আহমেদ (লাল মোরগের ঝুঁটি)
সেরা শিল্প নির্দেশক: শিহাব নূরুন নবী (নোনাজলের কাব্য)
সেরা চিত্রগ্রাহক (দলগত) : সৈয়দ কাশেফ শাহবাজি, সুমন কুমার সরকার, মাজহারুল ইসলাম রাজু (লাল মোরগের ঝুঁটি)
সেরা শব্দগ্রাহক: শৈব তালুকদার (রেহানা মরিয়ম নূর)
সেরা পোশাক ও সাজসজ্জা: ইদিলা কাছরিন ফরিদ (নোনাজলের কাব্য)
সেরা মেকআপম্যান (দলগত) : মো. ফারুখ, মো. ফরহাদ রেজা মিলন (লাল মোরগের ঝুঁটি)
প্রস্তুত হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১ বিজয়ীদের চূড়ান্ত তালিকা। এ বিষয়ে আজ রোববার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, এ বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী ডলি জহুর ও অভিনেতা ইলিয়াস কাঞ্চন।
মোট ২৭ ক্যাটাগরিতে দেওয়া হয়েছে এবারের পুরস্কার। সেরা নির্মাতা, সেরা অভিনেত্রী, সেরা চলচ্চিত্রসহ সর্বোচ্চ সাতটি বিভাগে পুরস্কার জিতে নিয়েছে রেজওয়ান শাহরিয়ার সুমিত নির্মিত ‘নোনাজলের কাব্য’। দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার জিতেছে নুরুল আলম আতিক নির্মিত সিনেমা ‘লাল মোরগের ঝুঁটি’। মোট ছয়টি বিভাগে পুরস্কার জিতেছে সিনেমাটি।
একনজরে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১’ বিজয়ীরা
আজীবন সম্মাননা: ডলি জহুর ও ইলিয়াস কাঞ্চন
সেরা চলচ্চিত্র (যৌথভাবে) : লাল মোরগের ঝুঁটি (মাতিয়া বানু শুকু) ও নোনাজলের কাব্য (রেজওয়ান শাহরিয়ার সুমিত)
সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: ধড় (আকা রেজা গালিব)
সেরা প্রামাণ্য চলচ্চিত্র: বধ্যভূমিতে একদিন (কাওসার চৌধুরী)
সেরা চলচ্চিত্র পরিচালক: রেজওয়ান শাহরিয়ার সুমিত (নোনাজলের কাব্য)
সেরা অভিনেতা (যৌথভাবে) : মো. সিয়াম আহমেদ (মৃধা বনাম মৃধা) ও মীর সাব্বির মাহমুদ (রাতজাগা ফুল)
সেরা অভিনেত্রী (যৌথভাবে) : আজমেরী হক বাঁধন (রেহানা মরিয়ম নূর) ও তাসনোভা তামান্না (নোনাজলের কাব্য)
সেরা অভিনেতা (পার্শ্ব চরিত্রে) : এম ফজলুর রহমান বাবু (নোনাজলের কাব্য)
সেরা অভিনেত্রী (পার্শ্ব চরিত্রে) : শম্পা রেজা (পদ্মাপুরাণ)
সেরা অভিনেতা (খল চরিত্রে) : মো. আবদুল মান্নান জয়রাজ (লাল মোরগের ঝুঁটি)
সেরা অভিনেতা (কৌতুক চরিত্রে) : প্রভাষ কুমার ভট্টাচার্য্য মিলন (মৃধা বনাম মৃধা)
সেরা শিশুশিল্পী: আফিয়া তাবাসসুম (রেহানা মরিয়ম নূর)
শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার: জান্নাতুল মাওয়া ঝিলিক (যা হারিয়ে যায়)
সেরা সংগীত পরিচালক: সুজেয় শ্যাম (যৈবতী কন্যার মন)
সেরা গায়ক: কে এম আবদুল্লাহ-আল-মুর্তজা মুহিন (শোনাতে এসেছি আজ-পদ্মাপুরাণ)
সেরা গায়িকা: চন্দনা মজুমদার (দেখলে ছবি পাগল হবি-পদ্মাপুরাণ)
সেরা গীতিকার: প্রয়াত গাজী মাজহারুল আনোয়ার (অন্তরে অন্তর জ্বালা-যৈবতী কন্যার মন)
সেরা সুরকার: সুজেয় শ্যাম (অন্তরে অন্তর জ্বালা-যৈবতী কন্যার মন)
সেরা কাহিনিকার: রেজওয়ান শাহরিয়ার সুমিত (নোনাজলের কাব্য)
সেরা চিত্রনাট্যকার: নূরুল আলম আতিক (লাল মোরগের ঝুঁটি)
সেরা সংলাপ রচয়িতা: তৌকীর আহমেদ (স্ফুলিঙ্গ)
সেরা সম্পাদক: সামির আহমেদ (লাল মোরগের ঝুঁটি)
সেরা শিল্প নির্দেশক: শিহাব নূরুন নবী (নোনাজলের কাব্য)
সেরা চিত্রগ্রাহক (দলগত) : সৈয়দ কাশেফ শাহবাজি, সুমন কুমার সরকার, মাজহারুল ইসলাম রাজু (লাল মোরগের ঝুঁটি)
সেরা শব্দগ্রাহক: শৈব তালুকদার (রেহানা মরিয়ম নূর)
সেরা পোশাক ও সাজসজ্জা: ইদিলা কাছরিন ফরিদ (নোনাজলের কাব্য)
সেরা মেকআপম্যান (দলগত) : মো. ফারুখ, মো. ফরহাদ রেজা মিলন (লাল মোরগের ঝুঁটি)
কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা তাঁর সংগীতজীবনের ৬০ বছর পূর্ণ করেছেন। এই উপলক্ষে মাছরাঙা টেলিভিশনের স্টার নাইট অনুষ্ঠানটি সাজানো হয়েছে বিশেষ আয়োজনে। অংশ নিয়েছেন রুনা লায়লা, কথা বলেছেন তাঁর গান ও ক্যারিয়ারের নানা বিষয়ে।
১০ ঘণ্টা আগেগত কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে চমক দেখিয়েছিল ‘উৎসব’। ধুন্ধুমার অ্যাকশনের মধ্যে তানিম নূরের সিনেমাটি যেন স্বস্তির বাতাস এনে দিয়েছিল দর্শকের মাঝে। প্রথম দিন থেকেই দর্শকের আগ্রহের কেন্দ্রে ছিল নব্বইয়ের দশকের প্রেক্ষাপটে নির্মিত পারিবারিক গল্পের উৎসব সিনেমাটি।
১৯ ঘণ্টা আগেপৈতৃক সম্পত্তি নিয়ে ভাই-বোনের বিরোধ অনেক পরিবারেই দেখা যায়। অনেক সময় সম্পত্তির ভাগের জন্য নষ্ট হয়ে যায় ভাই-বোনের সম্পর্ক। সম্পর্ক আর অধিকারের এমন গল্পের সিনেমা নিয়ে আসছেন কোয়েল মল্লিক। কালীপূজা উপলক্ষে ২১ অক্টোবর মুক্তি পাবে ‘স্বার্থপর’ নামের সিনেমাটি। বানিয়েছেন অন্নপূর্ণা বসু।
২০ ঘণ্টা আগে১০ বছর পর জাজ মাল্টিমিডিয়ার সিনেমায় ফিরছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ‘অন্তর্যামী’ নামের সিনেমাটি বানাবেন সৈকত নাসির। গতকাল ফার্স্ট লুক প্রকাশ করে নতুন এই সিনেমার ঘোষণা দিয়েছে জাজ।
২০ ঘণ্টা আগে