প্রথমবার একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক আদর আজাদ ও মানসী প্রকৃতি। ভালোবাসার একটি গল্পে পর্দা ভাগ করতে দেখা যাবে তাঁদের। আদর-প্রকৃতি জুটির সিনেমাটি ‘অগ্নিশিখা’ নামে শুটিং শুরু হলেও নির্মাণকাজ শেষে নাম পরিবর্তন হয়ে এখন ‘যন্ত্রণা’ নামে সেন্সরে যাচ্ছে।
বাপ্পি চৌধুরী ও জাহারা মিতুকে নায়ক-নায়িকা করে ‘যন্ত্রণা’ সিনেমার ঘোষণা দিয়েছিলেন অপূর্ব রানা। ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি সিনেমাটির শুটিং শুরু হয়। একই বছরের জুনের শেষ সপ্তাহে হয় দ্বিতীয় লটের শুটিংও। এরপর আর এগোতে পারেননি পরিচালক। নানা জটিলতায় দুই বছর ধরে আটকে আছে সিনেমাটি।
একই প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে আরিফুর জামান আরিফ করেছেন ‘অগ্নিশিখা’ সিনেমার শুটিং। চলতি বছরের ফেব্রুয়ারিতে সিনেমাটির দৃশ্যায়ন সম্পন্ন হয়েছে। মার্চ মাসজুড়ে চলেছে সম্পাদনা, ডাবিং ও অন্যান্য পোস্ট প্রডাকশনের কাজ। এবার সেন্সরে জমা দেওয়ার পালা। এরই মধ্যে জানা গেল, ‘অগ্নিশিখা’ এখন ‘যন্ত্রণা’ নামে সেন্সরে জমা পড়তে যাচ্ছে। অপূর্ব রানা অনুমতিও দিয়েছেন আরিফকে।
পরিচালক আরিফ জানান, রানা ভাই সিনিয়র নির্মাতা। আমি ‘অগ্নিশিখা’ নামেই সিনেমাটি মুক্তি দিতে চেয়েছিলাম। কিন্তু প্রযোজক মানতে চাইলেন না। কারণ ‘যন্ত্রণা’ সিনেমাটিও একই প্রযোজক নির্মাণ করছিলেন। তিনি চান ‘অগ্নিশিখা’র বদলে ‘যন্ত্রণা’ নামেই আমার সিনেমাটি মুক্তি পাক। বিষয়টি রানা ভাইয়ের সঙ্গে শেয়ার করি। তিনি জানিয়েছেন, প্রযোজক নাম পরিবর্তন করতে চাইলে তার কোনো আপত্তি নেই। তাই আমি পরিচালক সমিতিতে আবার নাম পরিবর্তন করে নতুনভাবে ‘যন্ত্রণা’ নামে সিনেমাটির নিবন্ধন করেছি। খুব শিগগির সিনেমাটি সেন্সরে জমা দেব।
এই সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতি পেরিয়ে নতুনভাবে বড় পর্দার জন্য কাজ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মানসী প্রকৃতি। তিনি বলেন, দীর্ঘ সময় পর নতুন সিনেমায় কাজ করছি। যদিও অনেক আগেই আমার চলচ্চিত্রে অভিষেক হয়েছে। কিন্তু বিভিন্ন কারণে নিয়মিত হতে পারিনি। তবে নাটকে নিয়মিত কাজ চালিয়ে নেই। চলচ্চিত্রের জন্য নিজেকে এখন পুরোপুরি প্রস্তুত করে মাঠে নেমেছি। আশা করছি, আমাদের প্রথম জুটির কাজ দর্শক ভালো ভাবে গ্রহণ করবে।
‘যন্ত্রণা’ সিনেমাটিতে চারটি গান রয়েছে। দুটি করে গান চারটি লিখেছেন জনপ্রিয় গীতিকার সুদীপ কুমার দীপ ও রবিন ইসলাম। গানগুলো গেয়েছেন আকাশ সেন, কনা, বেলী আফরোজ প্রমুখ। সংগীতায়োজন করেন রবিন ইসলাম। রোজার ঈদের পর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
প্রথমবার একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক আদর আজাদ ও মানসী প্রকৃতি। ভালোবাসার একটি গল্পে পর্দা ভাগ করতে দেখা যাবে তাঁদের। আদর-প্রকৃতি জুটির সিনেমাটি ‘অগ্নিশিখা’ নামে শুটিং শুরু হলেও নির্মাণকাজ শেষে নাম পরিবর্তন হয়ে এখন ‘যন্ত্রণা’ নামে সেন্সরে যাচ্ছে।
বাপ্পি চৌধুরী ও জাহারা মিতুকে নায়ক-নায়িকা করে ‘যন্ত্রণা’ সিনেমার ঘোষণা দিয়েছিলেন অপূর্ব রানা। ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি সিনেমাটির শুটিং শুরু হয়। একই বছরের জুনের শেষ সপ্তাহে হয় দ্বিতীয় লটের শুটিংও। এরপর আর এগোতে পারেননি পরিচালক। নানা জটিলতায় দুই বছর ধরে আটকে আছে সিনেমাটি।
একই প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে আরিফুর জামান আরিফ করেছেন ‘অগ্নিশিখা’ সিনেমার শুটিং। চলতি বছরের ফেব্রুয়ারিতে সিনেমাটির দৃশ্যায়ন সম্পন্ন হয়েছে। মার্চ মাসজুড়ে চলেছে সম্পাদনা, ডাবিং ও অন্যান্য পোস্ট প্রডাকশনের কাজ। এবার সেন্সরে জমা দেওয়ার পালা। এরই মধ্যে জানা গেল, ‘অগ্নিশিখা’ এখন ‘যন্ত্রণা’ নামে সেন্সরে জমা পড়তে যাচ্ছে। অপূর্ব রানা অনুমতিও দিয়েছেন আরিফকে।
পরিচালক আরিফ জানান, রানা ভাই সিনিয়র নির্মাতা। আমি ‘অগ্নিশিখা’ নামেই সিনেমাটি মুক্তি দিতে চেয়েছিলাম। কিন্তু প্রযোজক মানতে চাইলেন না। কারণ ‘যন্ত্রণা’ সিনেমাটিও একই প্রযোজক নির্মাণ করছিলেন। তিনি চান ‘অগ্নিশিখা’র বদলে ‘যন্ত্রণা’ নামেই আমার সিনেমাটি মুক্তি পাক। বিষয়টি রানা ভাইয়ের সঙ্গে শেয়ার করি। তিনি জানিয়েছেন, প্রযোজক নাম পরিবর্তন করতে চাইলে তার কোনো আপত্তি নেই। তাই আমি পরিচালক সমিতিতে আবার নাম পরিবর্তন করে নতুনভাবে ‘যন্ত্রণা’ নামে সিনেমাটির নিবন্ধন করেছি। খুব শিগগির সিনেমাটি সেন্সরে জমা দেব।
এই সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতি পেরিয়ে নতুনভাবে বড় পর্দার জন্য কাজ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মানসী প্রকৃতি। তিনি বলেন, দীর্ঘ সময় পর নতুন সিনেমায় কাজ করছি। যদিও অনেক আগেই আমার চলচ্চিত্রে অভিষেক হয়েছে। কিন্তু বিভিন্ন কারণে নিয়মিত হতে পারিনি। তবে নাটকে নিয়মিত কাজ চালিয়ে নেই। চলচ্চিত্রের জন্য নিজেকে এখন পুরোপুরি প্রস্তুত করে মাঠে নেমেছি। আশা করছি, আমাদের প্রথম জুটির কাজ দর্শক ভালো ভাবে গ্রহণ করবে।
‘যন্ত্রণা’ সিনেমাটিতে চারটি গান রয়েছে। দুটি করে গান চারটি লিখেছেন জনপ্রিয় গীতিকার সুদীপ কুমার দীপ ও রবিন ইসলাম। গানগুলো গেয়েছেন আকাশ সেন, কনা, বেলী আফরোজ প্রমুখ। সংগীতায়োজন করেন রবিন ইসলাম। রোজার ঈদের পর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
১৬ ঘণ্টা আগেবিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
১ দিন আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
১ দিন আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
১ দিন আগে