বিনোদন প্রতিবেদক, ঢাকা
আজ ২৫ অক্টোবর একসঙ্গে দুটি আলোচিত হলিউড সিনেমা মুক্তি পাচ্ছে দেশে। জনপ্রিয় সুপারহিরো সিনেমা ভেনম ফ্রাঞ্চাইজির নতুন ছবি ‘ভেনম: দ্য লাস্ট ড্যান্স’ বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে আজ। একই দিনে সিনেমাটি মুক্তি পাচ্ছে দেশের স্টার সিনেপ্লেক্সে। এ ছাড়া ১৬ অক্টোবর বিশ্বব্যাপী মুক্তি পাওয়া সাইকো হরর সিনেমা ‘স্মাইল টু’ মুক্তি পাচ্ছে আজ স্টার সিনেপ্লেক্সে।
ভেনম: দ্য লাস্ট ড্যান্স
হলিউডের জনপ্রিয় সুপারহিরো চলচ্চিত্র ভেনম ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘ভেনম: দ্য লাস্ট ড্যান্স’ মুক্তি পাওয়ার কথা ছিল ২০২৩ সালের ৮ নভেম্বর। কিন্তু হলিউডে ধর্মঘটের কারণে কাজ বন্ধ হয়ে যায় সিনেমাটির। অবশেষে আজ বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে সিনেমাটি। এটি ভেনম ট্রিলজির চূড়ান্ত পর্ব। ভেনম চরিত্রে এবারও থাকছেন টম হার্ডি। এ ছাড়া থাকছেন জুনো টেম্পল, চিওয়েটেল ইজিওফোর ও ক্লার্ক ব্যাকো। পরিচালনা করেছেন কেরি মার্সেল। চিত্রনাট্য লিখেছেন যৌথভাবে কেরি মার্সেল ও টম হার্ডি। প্রথম দুটি সিনেমা পরিচালনা করেছিলেন যথাক্রমে রুবেন ফ্লেশার ও অ্যান্ডি সার্কিস। বক্স অফিসে মোট ১.৩ বিলিয়ন আয় করেছিল সিনেমা দুটি।
স্মাইল টু
হলিউডের জনপ্রিয় সাইকো-হরর ফ্রাঞ্চাইজি ‘স্মাইল’-এর দ্বিতীয় কিস্তি ‘স্মাইল টু’। প্রথমটির মতো এই পর্বটিও পরিচালনা করেছেন পার্কার ফিন। ‘স্মাইল’ শিরোনামে প্রথম সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০২২ সালে। ১৭ মিলিয়ন ডলার বাজেটের এই সিনেমা তখন ২১৭ মিলিয়ন আয় করেছিল।
একজন পপশিল্পীকে ঘিরে তৈরি হয়েছে সিনেমার গল্প। ওই শিল্পী গান নিয়ে ট্যুরে যাওয়ার পরিকল্পনা করছে। ঠিক সেই সময় তার সঙ্গে ঘটতে থাকে একের পর এক অলৌকিক ঘটনা। এমন প্রেক্ষাপটে কী করবে পপ স্টার, কী করে রক্ষা পাবে সেই অশরীরী শক্তির হাত থেকে, কেনইবা এমন ঘটনার শিকার হলো সে? এসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে ‘স্মাইল ২’ সিনেমায়।
স্মাইল টু সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নাওমি স্কট। আরও থাকছেন সোসি বেকন, পিটার জ্যাকবসন, কাইল গ্যালনার, লুকাস গেগ প্রমুখ। ১৮ অক্টোবর যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়ার পর এখন পর্যন্ত ৫০ মিলিয়ন ডলারেরও বেশি আয় করেছে সিনেমাটি।
আজ ২৫ অক্টোবর একসঙ্গে দুটি আলোচিত হলিউড সিনেমা মুক্তি পাচ্ছে দেশে। জনপ্রিয় সুপারহিরো সিনেমা ভেনম ফ্রাঞ্চাইজির নতুন ছবি ‘ভেনম: দ্য লাস্ট ড্যান্স’ বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে আজ। একই দিনে সিনেমাটি মুক্তি পাচ্ছে দেশের স্টার সিনেপ্লেক্সে। এ ছাড়া ১৬ অক্টোবর বিশ্বব্যাপী মুক্তি পাওয়া সাইকো হরর সিনেমা ‘স্মাইল টু’ মুক্তি পাচ্ছে আজ স্টার সিনেপ্লেক্সে।
ভেনম: দ্য লাস্ট ড্যান্স
হলিউডের জনপ্রিয় সুপারহিরো চলচ্চিত্র ভেনম ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘ভেনম: দ্য লাস্ট ড্যান্স’ মুক্তি পাওয়ার কথা ছিল ২০২৩ সালের ৮ নভেম্বর। কিন্তু হলিউডে ধর্মঘটের কারণে কাজ বন্ধ হয়ে যায় সিনেমাটির। অবশেষে আজ বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে সিনেমাটি। এটি ভেনম ট্রিলজির চূড়ান্ত পর্ব। ভেনম চরিত্রে এবারও থাকছেন টম হার্ডি। এ ছাড়া থাকছেন জুনো টেম্পল, চিওয়েটেল ইজিওফোর ও ক্লার্ক ব্যাকো। পরিচালনা করেছেন কেরি মার্সেল। চিত্রনাট্য লিখেছেন যৌথভাবে কেরি মার্সেল ও টম হার্ডি। প্রথম দুটি সিনেমা পরিচালনা করেছিলেন যথাক্রমে রুবেন ফ্লেশার ও অ্যান্ডি সার্কিস। বক্স অফিসে মোট ১.৩ বিলিয়ন আয় করেছিল সিনেমা দুটি।
স্মাইল টু
হলিউডের জনপ্রিয় সাইকো-হরর ফ্রাঞ্চাইজি ‘স্মাইল’-এর দ্বিতীয় কিস্তি ‘স্মাইল টু’। প্রথমটির মতো এই পর্বটিও পরিচালনা করেছেন পার্কার ফিন। ‘স্মাইল’ শিরোনামে প্রথম সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০২২ সালে। ১৭ মিলিয়ন ডলার বাজেটের এই সিনেমা তখন ২১৭ মিলিয়ন আয় করেছিল।
একজন পপশিল্পীকে ঘিরে তৈরি হয়েছে সিনেমার গল্প। ওই শিল্পী গান নিয়ে ট্যুরে যাওয়ার পরিকল্পনা করছে। ঠিক সেই সময় তার সঙ্গে ঘটতে থাকে একের পর এক অলৌকিক ঘটনা। এমন প্রেক্ষাপটে কী করবে পপ স্টার, কী করে রক্ষা পাবে সেই অশরীরী শক্তির হাত থেকে, কেনইবা এমন ঘটনার শিকার হলো সে? এসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে ‘স্মাইল ২’ সিনেমায়।
স্মাইল টু সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নাওমি স্কট। আরও থাকছেন সোসি বেকন, পিটার জ্যাকবসন, কাইল গ্যালনার, লুকাস গেগ প্রমুখ। ১৮ অক্টোবর যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়ার পর এখন পর্যন্ত ৫০ মিলিয়ন ডলারেরও বেশি আয় করেছে সিনেমাটি।
কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে স্থান করে নিয়েছে বাংলাদেশের ‘আলী’। উৎসবে জায়গা পাওয়ায় আলী টিমের সদস্যদের শুভকামনা জানিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। পাশাপাশি উৎসবে আলী টিমের সদস্যদের আসা-যাওয়ার খরচ বহনের ঘোষণা দিয়েছে মন্ত্রণালয়।
৮ ঘণ্টা আগেশোবিজের অনেকে দাবি করছেন, জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে সম্মুখ যোদ্ধা ছিলেন ইরেশ যাকের। আন্দোলনের পক্ষে থাকার পরও এই অভিনেতার বিরুদ্ধে হত্যা মামলা হওয়ায় হতাশা প্রকাশ করেছেন তাঁরা।
৮ ঘণ্টা আগেঅভিনেতা ইরেশ যাকেরের বিরুদ্ধে হত্যা মামলা হওয়ার বিষয়টি খুবই উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। আজ সোমবার (২৮ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
৯ ঘণ্টা আগেহাঁটুর চোট নিয়ে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হন পরেশ রাওয়াল। সেখানে তাঁকে দেখতে যান বলিউড অভিনেতা অজয় দেবগনের বাবা অ্যাকশন কোরিওগ্রাফার বীরু দেবগন। সেখানে পরেশকে নিজের মূত্র পানের পরামর্শ দেন তিনি।
১৬ ঘণ্টা আগে