বিনোদন প্রতিবেদক, ঢাকা
কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্প অবলম্বনে ‘নকশীকাঁথার জমিন’ নামের সিনেমা বানিয়েছেন আকরাম খান। একাত্তরে প্রান্তিক দুই নারীর সংগ্রামের গল্প নিয়ে তৈরি সিনেমাটি মুক্তি পায় গত ২৭ ডিসেম্বর। এবার সব শ্রেণির নারীদের জন্য আয়োজন করা হয়েছে সিনেমার বিশেষ প্রদর্শনীর।
আজ রাজধানীর বসুন্ধরা সিটির শপিং মলের স্টার সিনেপ্লেক্সে বিকেল ৪টা ১৫ মিনিটে শুরু হবে নকশীকাঁথার জমিন সিনেমার এই প্রদর্শনী। বিশেষ প্রদর্শনীর কথা জানিয়ে ফেসবুকে একটি গুগল ফরমের লিংক শেয়ার করেছেন নির্মাতা। যাঁরা এই ফরম পূরণ করবেন, তাঁরা দেখতে পারবেন প্রদর্শনীটি।
নির্মাতা আকরাম খান বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে নারীর বঞ্চনা, ত্যাগ ও সংগ্রামের আখ্যান চলচ্চিত্রে খুব বেশি উঠে আসেনি। নকশীকাঁথার জমিন চলচ্চিত্রটি মুক্তিযুদ্ধের ইতিহাসে উপেক্ষিত প্রান্তিক নারীদের বয়ান। বাংলাদেশের নারীদের, বিশেষ করে শ্রমজীবী নারীদের মুক্তির সংগ্রাম এখনো চলছে। নারীদের সংগ্রামকে সম্মান জানিয়ে ও তাঁদের অনুপ্রাণিত করতে এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা।’
নকশীকাঁথার জমিন সিনেমার গল্পে দেখা যাবে, দুই বোন রাহেলা ও সালেহার বিয়ে হয় একটি পরিবারের দুই ভাই জবর ও সবরের সঙ্গে। মুক্তিযুদ্ধের সময় জবর যোগ দেয় রাজাকার বাহিনীতে, কিন্তু তার ছেলে সাহেবালী অংশ নেয় মুক্তিবাহিনীতে। অন্যদিকে, সবর যোগ দেয় মুক্তিবাহিনীতে, কিন্তু তার ছেলে রাহেলিল্লাহ নাম লেখায় রাজাকার বাহিনীতে। পরিবারের পুরুষদের এই মতবিরোধ আর দ্বন্দ্বের মাঝে দুই নারীর নির্বাক প্রতিবাদ আর সংগ্রামের গল্প ফুটে উঠেছে এই সিনেমায়।
দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও ফারিহা শামস সেঁওতি, দুই ভাইয়ের চরিত্রে আছেন ইরেশ যাকের ও রওনক হাসান। আরও আছেন দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি প্রমুখ।
কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্প অবলম্বনে ‘নকশীকাঁথার জমিন’ নামের সিনেমা বানিয়েছেন আকরাম খান। একাত্তরে প্রান্তিক দুই নারীর সংগ্রামের গল্প নিয়ে তৈরি সিনেমাটি মুক্তি পায় গত ২৭ ডিসেম্বর। এবার সব শ্রেণির নারীদের জন্য আয়োজন করা হয়েছে সিনেমার বিশেষ প্রদর্শনীর।
আজ রাজধানীর বসুন্ধরা সিটির শপিং মলের স্টার সিনেপ্লেক্সে বিকেল ৪টা ১৫ মিনিটে শুরু হবে নকশীকাঁথার জমিন সিনেমার এই প্রদর্শনী। বিশেষ প্রদর্শনীর কথা জানিয়ে ফেসবুকে একটি গুগল ফরমের লিংক শেয়ার করেছেন নির্মাতা। যাঁরা এই ফরম পূরণ করবেন, তাঁরা দেখতে পারবেন প্রদর্শনীটি।
নির্মাতা আকরাম খান বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে নারীর বঞ্চনা, ত্যাগ ও সংগ্রামের আখ্যান চলচ্চিত্রে খুব বেশি উঠে আসেনি। নকশীকাঁথার জমিন চলচ্চিত্রটি মুক্তিযুদ্ধের ইতিহাসে উপেক্ষিত প্রান্তিক নারীদের বয়ান। বাংলাদেশের নারীদের, বিশেষ করে শ্রমজীবী নারীদের মুক্তির সংগ্রাম এখনো চলছে। নারীদের সংগ্রামকে সম্মান জানিয়ে ও তাঁদের অনুপ্রাণিত করতে এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা।’
নকশীকাঁথার জমিন সিনেমার গল্পে দেখা যাবে, দুই বোন রাহেলা ও সালেহার বিয়ে হয় একটি পরিবারের দুই ভাই জবর ও সবরের সঙ্গে। মুক্তিযুদ্ধের সময় জবর যোগ দেয় রাজাকার বাহিনীতে, কিন্তু তার ছেলে সাহেবালী অংশ নেয় মুক্তিবাহিনীতে। অন্যদিকে, সবর যোগ দেয় মুক্তিবাহিনীতে, কিন্তু তার ছেলে রাহেলিল্লাহ নাম লেখায় রাজাকার বাহিনীতে। পরিবারের পুরুষদের এই মতবিরোধ আর দ্বন্দ্বের মাঝে দুই নারীর নির্বাক প্রতিবাদ আর সংগ্রামের গল্প ফুটে উঠেছে এই সিনেমায়।
দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও ফারিহা শামস সেঁওতি, দুই ভাইয়ের চরিত্রে আছেন ইরেশ যাকের ও রওনক হাসান। আরও আছেন দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি প্রমুখ।
ওয়েব কনটেন্টের নিয়মিত দর্শক চিত্রাঙ্গদা সিং। এই বলিউড অভিনেত্রীর ওয়াচ লিস্টে রয়েছে সারা বিশ্বের সিনেমা-সিরিজ। বর্তমানে তিনি দেখছেন ‘ল্যান্ডম্যান’। চিত্রাঙ্গদার প্রিয় হয়ে উঠেছে সিরিজটি। অভিনেত্রী জানালেন তাঁর আরও দুই পছন্দের ওয়েব সিরিজের নাম।
১ ঘণ্টা আগেউত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
১১ ঘণ্টা আগেএকজন গর্ভবতী নারীর দীর্ঘপথ পাড়ি দিয়ে বেঁচে থাকার সংগ্রাম, সাতটি দেশের অভিবাসন-পথ পেরিয়ে বেঁচে থাকার গল্প- এটি কোনো কাল্পনিক থ্রিলার নয়, বরং বাস্তবতার ওপর নির্মিত এক সিনেম্যাটিক দলিল। বাংলাদেশি নির্মাতা আজিজুল হাসান সূর্য পরিচালিত আসন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র ‘ফিল্ডস অব ফ্রিডম’ এমন এক গল্প নিয়ে এগিয়ে
১১ ঘণ্টা আগেঅভিনয়শিল্পীদের নাম দেখে অনেকে হয়তো পরিবার নিয়ে সিরিজটি দেখার কথা ভাববেন। তবে তেমনটা না ভাবাই উত্তম। কারণ, পরিবার নিয়ে দেখতে বসলে আপনাকে পড়তে হবে বিব্রতকর পরিস্থিতিতে। আইস্ক্রিনে মুক্তি পাওয়া ‘পাপ কাহিনী’ ওয়েব সিরিজটি যেন আবার ফিরিয়ে নিয়ে গেল অশ্লীলতার অন্ধকার সময়ে।
১২ ঘণ্টা আগে