সাভারে চলছে ইফতেখার চৌধুরীর ‘ড্রাইভার’ ছবির শুটিং। এ ওয়েব ফিল্মে ড্রাইভার হয়েছেন মোশাররফ করিম। কয়েকদিন ধরে হাফহাতা নীল শার্টে ড্রাইভারের পোশাকে শুটিং স্পটে হাজির হচ্ছেন তিনি। নাটক, সিনেমা, বিজ্ঞাপনে এ পর্যন্ত অনেক ধরনের চরিত্রে দেখা দিয়েছেন মোশাররফ। ড্রাইভার চরিত্রও যে তাঁর জন্য নতুন কিছু, তা নয়। কিন্তু ‘ড্রাইভার’ ছবির বিষয়টি কিছুটা আলাদা।
কারণ, প্রথমত এটি চলচ্চিত্র। এ বছরের শেষদিকে এসে মোশাররফ করিম বেশিমাত্রায় মনোযোগি হয়েছেন চলচ্চিত্রে। পরপর বেশকিছু ছবির খবর এসেছে তাঁর। ‘ড্রাইভার’ তার মধ্যে অন্যতম।
আর দ্বিতীয়ত, এ ছবিতে মোশাররফের সঙ্গে অভিনয় করছেন মাহিয়া মাহি। আবদুন নূর সজলও আছেন। চলচ্চিত্রের মাহি এ পর্যন্ত অনেকের সঙ্গে কাজ করলেও মোশাররফ করিমের সঙ্গে এই প্রথম। তাই বাড়তি আগ্রহ তো আছেই দর্শকদের মধ্যে।
আগ্রহ ছিল ‘ড্রাইভার’ ছবিতে মোশাররফ করিমের লুক কেমন হবে সেটি নিয়েও। ছবিতে তাঁর লুক প্রকাশ্যে এসেছে সংগীতশিল্পী বাঁধন সরকার পূজার মাধ্যমে। বুধবার দুপুরে নিজের ফেসবুক প্রোফাইলে ‘ড্রাইভার’ ছবির সেট থেকে কয়েকটি ছবি আপ করেছেন পূজা। তাতে পাওয়া গেল মোশাররফের ‘ড্রাইভার’ লুক।
সংগীতশিল্পী পূজাকে ‘ড্রাইভার’-এর সেটে দেখা গেলেও ছবিতে তিনি গাইছেন না। বললেন, ‘এ ছবিতে কোনো গান নেই। আমার নিজের একটা গানের শুটিং ছিল পাশেই। শুটিংয়ের অবসরে দেখা করতে গিয়েছিলাম। কিছুক্ষণ ছিলাম। সময়টা ভালো কেটেছে।’
‘ড্রাইভার’ ছবিটি প্রযোজনা করছে ক্ল্যাপবোর্ড এন্টারটেইনমেন্ট। দেখা যাবে বায়স্কোপে।
সাভারে চলছে ইফতেখার চৌধুরীর ‘ড্রাইভার’ ছবির শুটিং। এ ওয়েব ফিল্মে ড্রাইভার হয়েছেন মোশাররফ করিম। কয়েকদিন ধরে হাফহাতা নীল শার্টে ড্রাইভারের পোশাকে শুটিং স্পটে হাজির হচ্ছেন তিনি। নাটক, সিনেমা, বিজ্ঞাপনে এ পর্যন্ত অনেক ধরনের চরিত্রে দেখা দিয়েছেন মোশাররফ। ড্রাইভার চরিত্রও যে তাঁর জন্য নতুন কিছু, তা নয়। কিন্তু ‘ড্রাইভার’ ছবির বিষয়টি কিছুটা আলাদা।
কারণ, প্রথমত এটি চলচ্চিত্র। এ বছরের শেষদিকে এসে মোশাররফ করিম বেশিমাত্রায় মনোযোগি হয়েছেন চলচ্চিত্রে। পরপর বেশকিছু ছবির খবর এসেছে তাঁর। ‘ড্রাইভার’ তার মধ্যে অন্যতম।
আর দ্বিতীয়ত, এ ছবিতে মোশাররফের সঙ্গে অভিনয় করছেন মাহিয়া মাহি। আবদুন নূর সজলও আছেন। চলচ্চিত্রের মাহি এ পর্যন্ত অনেকের সঙ্গে কাজ করলেও মোশাররফ করিমের সঙ্গে এই প্রথম। তাই বাড়তি আগ্রহ তো আছেই দর্শকদের মধ্যে।
আগ্রহ ছিল ‘ড্রাইভার’ ছবিতে মোশাররফ করিমের লুক কেমন হবে সেটি নিয়েও। ছবিতে তাঁর লুক প্রকাশ্যে এসেছে সংগীতশিল্পী বাঁধন সরকার পূজার মাধ্যমে। বুধবার দুপুরে নিজের ফেসবুক প্রোফাইলে ‘ড্রাইভার’ ছবির সেট থেকে কয়েকটি ছবি আপ করেছেন পূজা। তাতে পাওয়া গেল মোশাররফের ‘ড্রাইভার’ লুক।
সংগীতশিল্পী পূজাকে ‘ড্রাইভার’-এর সেটে দেখা গেলেও ছবিতে তিনি গাইছেন না। বললেন, ‘এ ছবিতে কোনো গান নেই। আমার নিজের একটা গানের শুটিং ছিল পাশেই। শুটিংয়ের অবসরে দেখা করতে গিয়েছিলাম। কিছুক্ষণ ছিলাম। সময়টা ভালো কেটেছে।’
‘ড্রাইভার’ ছবিটি প্রযোজনা করছে ক্ল্যাপবোর্ড এন্টারটেইনমেন্ট। দেখা যাবে বায়স্কোপে।
দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের গুরুত্বপূর্ণ আয়োজন এশিয়ান প্রজেক্ট মার্কেট। বিভিন্ন দেশের নামীদামি প্রযোজক, সহপ্রযোজক ও পরিবেশকদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দেয় এই বাজার। মেলে আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতা।
১ ঘণ্টা আগেকোনো তারকা নেই। নায়ক-নায়িকা একেবারেই নতুন মুখ। তবু ইতিহাস গড়ল ‘সাইয়ারা’। মুক্তির আগেই সাড়ে ১২ কোটি রুপির টিকিট বিক্রি হয়েছিল। ১৮ জুলাই মুক্তি পাওয়ার পর একের পর এক রেকর্ড ভেঙে দিচ্ছে মোহিত সুরি পরিচালিত সিনেমাটি।
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে বিমানবাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। নিহত ও আহত ব্যক্তিদের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন শোবিজ তারকারা। একই সঙ্গে তাঁরা আহত ব্যক্তিদের চিকিৎসার্থে এগিয়ে আসার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন।
১৪ ঘণ্টা আগেরবি কিষাণ বলেন, ‘সে আমার দুঃসময়ের সঙ্গী। যখন আমার কিছুই ছিল না, কোনো অর্থ সম্পদ ছিল না; তখনো সে আমার সঙ্গ ছাড়েনি। সকল উত্থান পতনে একমাত্র ভরসা হয়ে সে ছিল আমার পাশে। আজ আমার যত অর্জন, যত সাফল্য; সবই তার জন্য।’
১৮ ঘণ্টা আগে