বিনোদন ডেস্ক, ঢাকা
আলোচিত ইরানি নির্মাতা মোহাম্মদ রাসুলফ তাঁর চলচ্চিত্রে বরাবরই তুলে ধরেছেন ইরানের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি। এ কারণে একাধিকবার কারাবরণ করতে হয়েছে তাঁকে। ২০১৭ সালে তাঁর পাসপোর্ট বাতিল করে সরকার। গত বছর কান চলচ্চিত্র উৎসবের বিচারক নির্বাচিত হওয়ার পরও ইরান সরকারের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে তিনি অংশ নিতে পারেননি।
এবারের ৭৭তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে রাসুলফের নতুন সিনেমা ‘দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ’। উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে পাম দরের জন্য লড়বে সিনেমাটি। এই সিনেমায় ইরানের বিচারব্যবস্থার চিত্র তুলে ধরেছেন রাসুলফ। তাই ইরান সরকার কান ফিল্ম ফেস্টিভ্যাল থেকে সিনেমাটি সরিয়ে নেওয়ার জন্য প্রবল চাপ সৃষ্টি করে। কিন্তু ও পথে হাঁটেননি রাসুলফ। আর তাই তাঁকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। সেই সঙ্গে চাবুক মারা, জরিমানা এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশও দেওয়া হয়েছে।
সাজা ঘোষণার পর আত্মগোপনে চলে যান রাসুলফ। একপর্যায়ে ইরান থেকে পালিয়ে ইউরোপে আশ্রয় নেন তিনি। ১৩ মে ইরান থেকে পালানোর কথা ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে নিশ্চিত করেন রাসুলফ। দ্য গার্ডিয়ানের কাছে তিনি হেঁটে একটি ‘ক্লান্তিকর এবং অত্যন্ত বিপজ্জনক’ যাত্রার কথা তুলে ধরেন।
নিজের সিনেমার প্রিমিয়ারে অংশ নেওয়ার জন্য ২৩ মে কানে পৌঁছেছেন নির্মাতা। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রাসুলফ এখন কানে আছেন। চলচ্চিত্র উৎসবের আয়োজকদের তিনি বলেছেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না যে আমি এখানে দাঁড়িয়ে আছি।’
কান চলচ্চিত্র উৎসবে রাসুলফকে স্বাগত জানিয়েছে উৎসব কর্তৃপক্ষ। উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমক্স এএফপিকে বলেন, ‘একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে এখানে তাঁকে (রাসুলফ) স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। উৎসবপ্রিয় এবং স্বাধীনতা প্রেমী ইরানিদের জন্য আমাদের আনন্দ হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘বিশ্বের সব শিল্পীর প্রতি কান চলচ্চিত্র উৎসবের সমর্থন পুনঃ নিশ্চিত করতে চাই, শিল্পের প্রকাশে যাঁরা সহিংসতা ও প্রতিশোধপরায়ণতার শিকার হচ্ছেন, আমরা তাঁদের পাশে আছি।’
মোহাম্মদ রাসুলফ সম্প্রতি এএফপিকে জানিয়েছেন, ইরানের চলচ্চিত্র নির্মাতাদের ‘নিরাপত্তা ও মঙ্গল’ নিয়ে সব সময় ভয়ে থাকেন তিনি। এক বিবৃতিতে তিনি বলেন, বিশ্ব চলচ্চিত্রের সবাইকে এই (ইরানি) নির্মাতাদের প্রতি জোরাল সমর্থন দিতে হবে।
মোহাম্মদ রাসুলফ ২০২০ সালে ‘দ্য ইজ নো ইভিল’ সিনেমার জন্য বার্লিন চলচ্চিত্র উৎসবের শীর্ষ পুরস্কার গোল্ডেন বিয়ার জেতেন এবং ২০১৭ সালে ‘আ ম্যান অব ইন্টেগ্রিটি’ সিনেমার জন্য কানের আঁ সার্তে রিগা বিভাগে পুরস্কার জেতেন।
আলোচিত ইরানি নির্মাতা মোহাম্মদ রাসুলফ তাঁর চলচ্চিত্রে বরাবরই তুলে ধরেছেন ইরানের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি। এ কারণে একাধিকবার কারাবরণ করতে হয়েছে তাঁকে। ২০১৭ সালে তাঁর পাসপোর্ট বাতিল করে সরকার। গত বছর কান চলচ্চিত্র উৎসবের বিচারক নির্বাচিত হওয়ার পরও ইরান সরকারের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে তিনি অংশ নিতে পারেননি।
এবারের ৭৭তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে রাসুলফের নতুন সিনেমা ‘দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ’। উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে পাম দরের জন্য লড়বে সিনেমাটি। এই সিনেমায় ইরানের বিচারব্যবস্থার চিত্র তুলে ধরেছেন রাসুলফ। তাই ইরান সরকার কান ফিল্ম ফেস্টিভ্যাল থেকে সিনেমাটি সরিয়ে নেওয়ার জন্য প্রবল চাপ সৃষ্টি করে। কিন্তু ও পথে হাঁটেননি রাসুলফ। আর তাই তাঁকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। সেই সঙ্গে চাবুক মারা, জরিমানা এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশও দেওয়া হয়েছে।
সাজা ঘোষণার পর আত্মগোপনে চলে যান রাসুলফ। একপর্যায়ে ইরান থেকে পালিয়ে ইউরোপে আশ্রয় নেন তিনি। ১৩ মে ইরান থেকে পালানোর কথা ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে নিশ্চিত করেন রাসুলফ। দ্য গার্ডিয়ানের কাছে তিনি হেঁটে একটি ‘ক্লান্তিকর এবং অত্যন্ত বিপজ্জনক’ যাত্রার কথা তুলে ধরেন।
নিজের সিনেমার প্রিমিয়ারে অংশ নেওয়ার জন্য ২৩ মে কানে পৌঁছেছেন নির্মাতা। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রাসুলফ এখন কানে আছেন। চলচ্চিত্র উৎসবের আয়োজকদের তিনি বলেছেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না যে আমি এখানে দাঁড়িয়ে আছি।’
কান চলচ্চিত্র উৎসবে রাসুলফকে স্বাগত জানিয়েছে উৎসব কর্তৃপক্ষ। উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমক্স এএফপিকে বলেন, ‘একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে এখানে তাঁকে (রাসুলফ) স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। উৎসবপ্রিয় এবং স্বাধীনতা প্রেমী ইরানিদের জন্য আমাদের আনন্দ হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘বিশ্বের সব শিল্পীর প্রতি কান চলচ্চিত্র উৎসবের সমর্থন পুনঃ নিশ্চিত করতে চাই, শিল্পের প্রকাশে যাঁরা সহিংসতা ও প্রতিশোধপরায়ণতার শিকার হচ্ছেন, আমরা তাঁদের পাশে আছি।’
মোহাম্মদ রাসুলফ সম্প্রতি এএফপিকে জানিয়েছেন, ইরানের চলচ্চিত্র নির্মাতাদের ‘নিরাপত্তা ও মঙ্গল’ নিয়ে সব সময় ভয়ে থাকেন তিনি। এক বিবৃতিতে তিনি বলেন, বিশ্ব চলচ্চিত্রের সবাইকে এই (ইরানি) নির্মাতাদের প্রতি জোরাল সমর্থন দিতে হবে।
মোহাম্মদ রাসুলফ ২০২০ সালে ‘দ্য ইজ নো ইভিল’ সিনেমার জন্য বার্লিন চলচ্চিত্র উৎসবের শীর্ষ পুরস্কার গোল্ডেন বিয়ার জেতেন এবং ২০১৭ সালে ‘আ ম্যান অব ইন্টেগ্রিটি’ সিনেমার জন্য কানের আঁ সার্তে রিগা বিভাগে পুরস্কার জেতেন।
বাংলা নতুন বছরের শুরুতে আগামীকাল শুক্রবার নিজেদের নন্দিত নাটক ‘খনা’ মঞ্চে নিয়ে আসছে বটতলা। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটির ৯২তম মঞ্চায়ন হবে সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে।
৪ মিনিট আগেস্বাধীন বাংলাদেশের শুরু থেকেই ঢাকাই সিনেমার সঙ্গে জড়িত সোহেল রানা। বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘ওরা ১১ জন’-এর প্রযোজক হিসেবে চলচ্চিত্রজগতে প্রবেশ করেন মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা। সিনেমাটি ১৯৭২ সালে মুক্তি পায়। অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ এর দুই বছর
১০ ঘণ্টা আগেসোলস ব্যান্ডের আত্মপ্রকাশ চট্টগ্রামে ১৯৭৩ সালে। তবে ব্যান্ডটির কার্যক্রম শুরু হয় তারও এক বছর আগে (১৯৭২)। সাজেদ উল আলমের নেতৃত্বে কয়েক তরুণ ‘সুরেলা’ নামের একটি ব্যান্ড গঠন করে। ১৯৭৩ সালে ব্যান্ডের নাম পরিবর্তন করে রাখা হয় ‘সোলস’। সাজেদ, লুলু ও রনি ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য। এরপর আর থেমে থাকতে হয়নি...
১০ ঘণ্টা আগেএক বছরের বেশি সময় ধরে বলিউডে চর্চা চলছে ডন সিনেমার সিকুয়েল নিয়ে। অমিতাভ ও শাহরুখের পর ডনের ভূমিকায় রণবীর সিংয়ের নাম ঘোষণা হওয়ার পর থেকেই আলোচনায় উঠে এসেছে ‘ডন থ্রি’। সিনেমার নায়িকা নিয়েও জল্পনা তুঙ্গে। প্রথমে শোনা গিয়েছিল প্রিয়াঙ্কার পরিবর্তে ডন থ্রিতে নায়িকা হচ্ছেন কিয়ারা আদভানি। মাতৃত্বকালীন...
১০ ঘণ্টা আগে