Ajker Patrika

টুইটারে নিষিদ্ধ কঙ্গনা

বিনোদন প্রতিবেদক
টুইটারে নিষিদ্ধ কঙ্গনা

ঢাকা: পশ্চিমবঙ্গে বিধানসভার ভোট নিয়ে একের পর এক উস্কানিমূলক মন্তব্যের কারণে কঙ্গনার টুইটার নিষিদ্ধ করলো টুইটার কর্তৃপক্ষ। তবে তাতেও কাজ হচ্ছে না, অন্য প্লাটফর্ম থেকে চলছে কঙ্গনার উস্কানি।

টুইটার নিষিদ্ধ হওয়ার পর ইনস্টাগ্রাম থেকে এক ভিডিও বার্তায় কান্নাভেজা কণ্ঠে বলেন, ‘বন্ধুরা আমরা দেখছি, বাংলা থেকে লাগাতার ভিডিও, ছবি উঠে আসছে। যেখানে দেখা যাচ্ছে হিংসার নিদর্শন। মানুষের ঘরবাড়ি জ্বালানো হচ্ছে, গণধর্ষণ-খুন হচ্ছে। অথচ কোনও মুক্তমনা মুখ খুলছে না’।

এরপর একাধিক দেশীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম নিয়েও তোপ দাগেন কঙ্গনা। বলেন, ‘আমি বুঝতে পারছি না আমাদের দেশ নিয়ে কী ষড়যন্ত্র এরা করছেন। হিন্দুদের রক্তের কী কোনও মূল্য নেই!’

টুইটারের এক মুখপাত্র কঙ্গনার অ্যাকাউন্ট নিষিদ্ধ হওয়া নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘বারবার জানিয়েছি কোনও অ্যাকাউন্টের মাধ্যমে অনলাইনে অশান্তির সৃষ্টি করা হলে আমরা কঠোর পদক্ষেপ নেব। এই অ্যাকাউন্টটি একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের হেটফুল কনডাক্ট (ঘৃণা ছড়ানো) পলিসি ও অ্যাবিউসিভ বিহেবিয়ার (খারাপ ব্যবহার) পলিসি না মানার জন্য। আমরা নিশ্চিত করতে চাই টুইটারের সব ব্য়বহারকারীদের জন্যই এক নিয়ম মেনে চলি আমরা।’

মূলত রবিবার থেকেই টুইটারে মমতা ও পশ্চিমবঙ্গ নিয়ে একের পর এক বাজে মন্তব্য করে যাচ্ছিলেন কঙ্গনা।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত