Ajker Patrika

কথা রাখলেন পরী, শুরু করছেন ‘মা’ ছবির শুটিং

আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১৮: ২৬
কথা রাখলেন পরী, শুরু করছেন ‘মা’ ছবির শুটিং

১০ জানুয়ারি দুপুরে প্রথম জানা যায় পরীমণির সন্তানসম্ভবা হওয়ার খবর। অভিনেতা শরিফুল রাজের সঙ্গে তাঁর বিয়ের বিষয়টিও প্রকাশ পায় ওই দিন। পরী তখন বলেছিলেন, ‘আগামী দেড় বছর কোনো শুটিং করব না। এখন কেবল নতুন অতিথির অপেক্ষা। বাচ্চাকে সুন্দরভাবে পৃথিবীতে আনতে চাই।’

পরীমণির এই বিরতির সিদ্ধান্তে মাথায় হাত পড়েছিল নির্মাতাদের। কারণ সন্তানসম্ভবা হওয়ার আগে পরী যে ছবিগুলোতে চুক্তিবদ্ধ হয়েছিলেন, সেগুলো ঠিক সময়ে শেষ করতে না পারলে বিপাকে পড়বেন নির্মাতারা।

অরণ্য আনোয়ার তাঁকে নিয়ে ‘মা’ নামে একটি ছবি বানাতে চেয়েছিলেন। পরীর শিডিউল ফাঁকা না থাকায় গত বছরের শেষের দিকে ছবির অন্য শিল্পীদের নিয়ে এরই মধ্যে প্রথম লটের শুটিং করেছেন। জানুয়ারি থেকে মা ছবির শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল পরীর।

অন্যদিকে নির্মাতা রাশিদ পলাশ পরীমণিকে নিয়ে ‘প্রীতিলতা’ নামে একটি ছবির ঘোষণা দিয়েছিলেন। পরীর বিরতির ঘোষণায় বিপাকে পড়েছিলেন তিনিও।

তবে পরী অবশেষে মন নরম করেছেন। সিদ্ধান্ত নিয়েছেন, এখনই ছুটিতে যাবেন না। এ দুটি ছবির শুটিং শেষ করে তবেই নেবেন মাতৃত্বকালীন বিরতি। ফলে স্বস্তি পেয়েছেন অরণ্য আনোয়ার ও রাশিদ পলাশ।

জানা গেছে, শনিবার রাতে নির্মাতাদের সঙ্গে মিটিং করে শুটিংয়ে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন পরী। ২০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ‘মা’ ছবির দ্বিতীয় লটের শুটিং। ২২ জানুয়ারি থেকে এ ইউনিটে যোগ দেবেন অভিনেত্রী।

শনিবার রাতে নির্মাতা অরণ্য আনোয়ারের সঙ্গে মিটিং করে শুটিংয়ে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন পরীআর প্রীতিলতা ছবির জন্য শিডিউল দেবেন দুই মাস পর। ৭০ ভাগ কাজ হয়েছে ছবিটির। মার্চ মাসে পরী সময় দিলেই প্রীতিলতার বাকি শুটিং শেষ হবে।

মুক্তির অপেক্ষায় আছে পরীমণি অভিনীত একগুচ্ছ ছবি। তালিকায় আছে গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’, ‘চয়নিকা চৌধুরীর ‌‘কাগজের বউ’, আবু রায়হান জুয়েলের ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ও ইফতেখার শুভর ‘মুখোশ’।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত