আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার আশায় চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র কিনেছিলেন মাহিয়া মাহি। কিন্তু মনোনয়ন পেলেন না।
আজ রোববার নৌকার প্রার্থীদের নামের যে তালিকা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সেখানে মাহিয়া মাহির নাম নেই।
আজ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে গণভবনের গেটে সাংবাদিকদের সামনে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের।
কয়েক দিন আগেই দলীয় সিদ্ধান্তে বিএনপির সাত সংসদ সদস্য পদত্যাগ করেন। ফলে অন্য সব আসনের মতো চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-ভোলাহাট-নাচোল) আসনও শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। কমিশনের ঘোষিত তারিখ অনুযায়ী আগামী বছরের ১ ফেব্রুয়ারি জাতীয় সংসদের শূন্য সাতটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
চাঁপাইনবাবগঞ্জ-২ উপনির্বাচনে প্রার্থী হতে গত ২৯ ডিসেম্বর আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং সেদিনই তা জমা দেন।
মনোনয়ন না পাওয়ার বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আজকের পত্রিকাকে মাহিয়া মাহি বলেন, ‘নৌকার মনোনয়ন চেয়েছিলাম, কিন্তু পাইনি। নৌকার পাশে আছি, আগামী জাতীয় নির্বাচনেও মনোনয়ন চাইব। আমার এলাকার মানুষের পাশে আমি ছিলাম, আছি এবং থাকব।’
এর আগে মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে মাহি আজকের পত্রিকাকে বলেছিলেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজে একজন নারী, আর সব সময় নারী নেতৃত্বকে অগ্রাধিকার দিচ্ছেন। প্রত্যাশা করছি, প্রধানমন্ত্রী আমাকে নমিনেশন দিয়ে মানুষের জন্য কাজ করার সুযোগ দেবেন।’
রাজনীতির সঙ্গে জড়ানোর উদ্দেশ্য জানতে চাইলে মাহি তখন জানিয়েছিলেন, ‘ছোট পরিসরে এলাকায় যেসব জনকল্যাণমূলক কাজ করার চেষ্টা করে আসছি দীর্ঘদিন ধরে, সেগুলো বড় পরিসরে করার জন্যই রাজনীতিতে আসা।’
কিছুদিন আগেই বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাজশাহী বিভাগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নায়িকা মাহি।
আরও পড়ুন:
আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার আশায় চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র কিনেছিলেন মাহিয়া মাহি। কিন্তু মনোনয়ন পেলেন না।
আজ রোববার নৌকার প্রার্থীদের নামের যে তালিকা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সেখানে মাহিয়া মাহির নাম নেই।
আজ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে গণভবনের গেটে সাংবাদিকদের সামনে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের।
কয়েক দিন আগেই দলীয় সিদ্ধান্তে বিএনপির সাত সংসদ সদস্য পদত্যাগ করেন। ফলে অন্য সব আসনের মতো চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-ভোলাহাট-নাচোল) আসনও শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। কমিশনের ঘোষিত তারিখ অনুযায়ী আগামী বছরের ১ ফেব্রুয়ারি জাতীয় সংসদের শূন্য সাতটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
চাঁপাইনবাবগঞ্জ-২ উপনির্বাচনে প্রার্থী হতে গত ২৯ ডিসেম্বর আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং সেদিনই তা জমা দেন।
মনোনয়ন না পাওয়ার বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আজকের পত্রিকাকে মাহিয়া মাহি বলেন, ‘নৌকার মনোনয়ন চেয়েছিলাম, কিন্তু পাইনি। নৌকার পাশে আছি, আগামী জাতীয় নির্বাচনেও মনোনয়ন চাইব। আমার এলাকার মানুষের পাশে আমি ছিলাম, আছি এবং থাকব।’
এর আগে মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে মাহি আজকের পত্রিকাকে বলেছিলেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজে একজন নারী, আর সব সময় নারী নেতৃত্বকে অগ্রাধিকার দিচ্ছেন। প্রত্যাশা করছি, প্রধানমন্ত্রী আমাকে নমিনেশন দিয়ে মানুষের জন্য কাজ করার সুযোগ দেবেন।’
রাজনীতির সঙ্গে জড়ানোর উদ্দেশ্য জানতে চাইলে মাহি তখন জানিয়েছিলেন, ‘ছোট পরিসরে এলাকায় যেসব জনকল্যাণমূলক কাজ করার চেষ্টা করে আসছি দীর্ঘদিন ধরে, সেগুলো বড় পরিসরে করার জন্যই রাজনীতিতে আসা।’
কিছুদিন আগেই বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাজশাহী বিভাগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নায়িকা মাহি।
আরও পড়ুন:
ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদে শুরু থেকেই সরব হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। দুই দশকের বেশি সময় ধরে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত ও বিশেষ দূত হিসেবে কাজ করছেন তিনি। পৃথিবীর যেকোনো প্রান্তে মানুষের সঙ্গে ঘটে চলা অমানবিক ঘটনার বিরুদ্ধে...
১৬ ঘণ্টা আগেনতুন সিজন নিয়ে ফিরছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ফারজি’। জাল নোটের কারবার নিয়ে তৈরি এ সিরিজে শহিদ কাপুর ও বিজয় সেতুপতি পরস্পরকে যেভাবে টেক্কা দিয়েছিলেন, তাতে বুঁদ হয়েছিল দর্শক। টান টান উত্তেজনায় শেষ হয়েছিল ২০২৩ সালের ফেব্রুয়ারিতে আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়া ফারজির প্রথম সিজন। তখন থেকে অপেক্ষা...
১৬ ঘণ্টা আগেজাতীয় চলচ্চিত্র অনুদান নীতিমালা ২০২৫-এর ৬.৫ ধারা নিয়ে চলচ্চিত্র সংস্কার রোডম্যাপ ২০২৪-এর কমিউনিকেশন উইংয়ের পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন ১১৯ জন চলচ্চিত্র নির্মাতা ও কর্মী। এই ধারায় উল্লেখ আছে, ‘প্রস্তাবিত বাজেটের কমপক্ষে শতকরা ১০ ভাগ অর্থ প্রযোজক/প্রস্তাব দাখিলকারীর ব্যাংক হিসাবে জমা...
১৬ ঘণ্টা আগেদোহায় ‘আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫’-এ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবার সাক্ষাৎ হয়েছে। সম্মেলনের ফাঁকে হাসিমুখে একে অপরের সঙ্গে সময় কাটান তাঁরা। জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন ও যুবসম্পৃক্ততা নিয়ে আলোচনায় অংশ নিচ্ছেন দুজনেই।
১ দিন আগে