Ajker Patrika

আগামী নির্বাচনেও মনোনয়ন চাইব, নৌকার পাশে আছি: মাহিয়া মাহি

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ২১: ৪১
Thumbnail image

আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার আশায় চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র কিনেছিলেন মাহিয়া মাহি। কিন্তু মনোনয়ন পেলেন না।

আজ রোববার নৌকার প্রার্থীদের নামের যে তালিকা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সেখানে মাহিয়া মাহির নাম নেই।

আজ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে গণভবনের গেটে সাংবাদিকদের সামনে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের।

কয়েক দিন আগেই দলীয় সিদ্ধান্তে বিএনপির সাত সংসদ সদস্য পদত্যাগ করেন। ফলে অন্য সব আসনের মতো চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-ভোলাহাট-নাচোল) আসনও শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। কমিশনের ঘোষিত তারিখ অনুযায়ী আগামী বছরের ১ ফেব্রুয়ারি জাতীয় সংসদের শূন্য সাতটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

চাঁপাইনবাবগঞ্জ-২ উপনির্বাচনে প্রার্থী হতে গত ২৯ ডিসেম্বর আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং সেদিনই তা জমা দেন।

মনোনয়ন না পাওয়ার বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আজকের পত্রিকাকে মাহিয়া মাহি বলেন, ‘নৌকার মনোনয়ন চেয়েছিলাম, কিন্তু পাইনি। নৌকার পাশে আছি, আগামী জাতীয় নির্বাচনেও মনোনয়ন চাইব। আমার এলাকার মানুষের পাশে আমি ছিলাম, আছি এবং থাকব।’

এর আগে মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে মাহি আজকের পত্রিকাকে বলেছিলেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজে একজন নারী, আর সব সময় নারী নেতৃত্বকে অগ্রাধিকার দিচ্ছেন। প্রত্যাশা করছি, প্রধানমন্ত্রী আমাকে নমিনেশন দিয়ে মানুষের জন্য কাজ করার সুযোগ দেবেন।’

রাজনীতির সঙ্গে জড়ানোর উদ্দেশ্য জানতে চাইলে মাহি তখন জানিয়েছিলেন, ‘ছোট পরিসরে এলাকায় যেসব জনকল্যাণমূলক কাজ করার চেষ্টা করে আসছি দীর্ঘদিন ধরে, সেগুলো বড় পরিসরে করার জন্যই রাজনীতিতে আসা।’

কিছুদিন আগেই বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাজশাহী বিভাগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নায়িকা মাহি।

আরও পড়ুন: 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত