Ajker Patrika

কামরুল হাসান নাসিমের পাঁচটি একক গানের অ্যালবাম প্রকাশ

আপডেট : ৩০ জুলাই ২০২৩, ১৪: ৪৩
কামরুল হাসান নাসিমের পাঁচটি একক গানের অ্যালবাম প্রকাশ

লেখক, নির্মাতা, গবেষক, দার্শনিক, রাজনীতিক—এমন নানা পরিচয়ের বাইরে এবার নতুন এক পরিচয়ে এলেন কামরুল হাসান নাসিম। গত ২৮ জুলাই শুক্রবার আনুষ্ঠানিকভাবে একযোগে প্রকাশিত হল তাঁর পাঁচটি একক গানের অ্যালবাম।

‘বৃষ্টি’, ‘তুলনা’, ‘সুরঞ্জনা’, ‘গলা রাজা’ ও ‘ঈশ্বর’ নামের অ্যালবামগুলোতে রক, হার্ড রক, থ্রাশ মেটাল ও ক্ল্যাসিক ঘরানার ৪৫টি গান রয়েছে। প্রতিটি গানের কথা ও সুর করেছেন শিল্পী নিজেই।

অ্যালবামগুলোর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণমাধ্যম ব্যক্তিত্ব সৈয়দ ইশতিয়াক রেজা, কিংবদন্তি ক্রীড়া ব্যক্তিত্ব কায়সার হামিদ, জনপ্রিয় সংগীতশিল্পী পথিক নবী, অভিনেতা আরমান পারভেজ মুরাদ ও গণমাধ্যমকর্মী আয়শা এরিনসহ সংস্কৃতিকর্মীরা।

এদিকে গণমাধ্যম ব্যক্তিত্ব সৈয়দ ইশতিয়াক রেজা কে এইচ এন এর গান নিয়ে বলেন, ‘তাঁর গানের বক্তব্যে বিষয় বৈচিত্র্য রয়েছে। প্রেম থেকে শুরু করে সমাজ-রাজনীতির আশ্রয়-প্রশ্রয় রয়েছে।’

অভিনেতা আরমান পারভেজ মুরাদ বলেন, ‘তিনি বহুমুখী প্রতিভার অধিকারী। কখন কী করবেন, তিনিই ভালো করে জানেন। তাঁর কণ্ঠ, গানের কথা—সব মিলিয়ে নতুন কিছু। তিনি ঈশ্বর প্রদত্ত প্রতিভা।’

কামরুল হাসান নাসিমের পাঁচ গানের অ্যালবাম প্রকাশঅন্যদিকে মোড়ক উন্মোচনের পর অনুষ্ঠিত হওয়া কনসার্টে উপস্থিত হয়ে পথিক নবী বললেন, ‘যেখানে গানের আয়োজন, আনন্দের আয়োজন, সেখানে দারুণ প্রাণের উৎসবের সূচনা হয়। কে এইচ এনের এই উদ্যোগকে স্বাগত জানাই। তার গানে কোনো ভণিতা নেই। নিজস্ব ভঙ্গিমায় গানগুলো নিয়ে হাজির হয়েছেন, শ্রোতাদের সঙ্গে সংযোগ স্থাপন করতে চাইছেন—তাঁকে সাধুবাদ জানাই।’

কে এইচ এন বলেন, ‘শিল্প-সংস্কৃতির ২২টি অঙ্গনে বিচরণ করতে গিয়ে আমার মনে হয়েছে সংগীতেও আমার সাক্ষর রাখা উচিত। সংগীতের এই যাত্রায় ২ হাজার ২০০ গান নিয়ে হাজির হতে চাই। তারই যাত্রা শুরু হলো। আমরা এত দিন গান তৈরিতে সময় দিয়েছি। এখন স্টেজে পারফর্ম করার মধ্য দিয়ে নিয়মিত শ্রোতাদের সামনে আসব হয়তো।’

কামরুল হাসান নাসিম তাঁর সংগীতজীবনে কে এইচ এন নামেই পরিচয় বহন করতে চান। তাঁর গানগুলো ইউটিউব চ্যানেল কে এইচ এন টিউনে শুনতে পাওয়া যাবে। একপর্যায়ে এ-ও বললেন, ‘আজ যদি প্রথম কেউ আমার নাম শুনে থাকেন, এখন থেকে শুনতেই থাকবেন।’

মোড়ক উন্মোচন পর্ব শেষে কনসার্টে নিজের গানগুলো থেকে বেশ কয়েকটা গান পরিবেশন করেন নাসিম। অতিথি শিল্পী হিসেবে কনসার্টে গান পরিবেশন করেন পথিক নবী। কনসার্টে কে এইচ এন টিউনের রক উইংয়ের সদস্যরা পারফর্ম করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

টাঙ্গাইলে মারধরের জেরে মুখোমুখি বণিক সমিতি ও শ্রমিক সংগঠন, পাল্টাপাল্টি বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত