প্রেম, প্রতিশোধ আর স্বপ্ন ভাঙা-গড়ার গল্প ‘মায়া: দ্য রিভেঞ্জ’। তরুণ অভিনেতা আসিফ নূর ও সেলিনা আফ্রি অভিনীত এ ওয়েব ফিল্মটি মুক্তি পাচ্ছে আজ। এরই মধ্যে ‘মায়া: দ্য রিভেঞ্জ’-এর মোশন পোস্টার, টিজার, ট্রেলার ও গান প্রকাশ পেয়েছে। দর্শকদের মাঝে সেগুলো প্রশংসিত হচ্ছে।
প্রযোজনা প্রতিষ্ঠান ফ্যান্টম ক্রিয়েশনসের ইউটিউব ও ফেসবুক পেজে আজ থেকে বিনা মূল্যে দেখা যাবে বড় আয়োজনে নির্মিত এ ছবিটি। এতে আসিফ নূরের বিপরীতে অভিনয় করেছেন সেলিনা আফ্রি। ছবিটি নির্মাণ করেছেন ফাহমিদা প্রেমা। গত বছরের শেষের দিকে ‘মায়া: দ্য রিভেঞ্জ’ দিয়েই প্রায় চার বছর বিরতি কাটিয়ে অভিনয়ে ফিরেছিলেন আসিফ নূর। এস এ হক অলীকের পরিচালনায় ‘এক পৃথিবী প্রেম’ দিয়ে বড় পর্দায় অভিনয় শুরু করেছিলেন তিনি। এ বছরের ফেব্রুয়ারিতে মুক্তি পায় আসিফ নূরের সর্বশেষ ছবি ‘পাগলের মতো ভালোবাসি’। শাহীন সুমনের পরিচালনায় এ ছবিতে আসিফের বিপরীতে ছিলেন অধরা খান।
তবে আসিফ নূর জানিয়েছেন, ওয়েব ফিল্ম ‘মায়া: দ্য রিভেঞ্জ’ তাঁর অভিনীত অন্য সব কাজের চেয়ে আলাদা। তিনি বলেন, ‘মায়া: দ্য রিভেঞ্জ আমার খুব পছন্দের একটি গল্প। এতে আমি অভিনয় করেছি আয়ান চরিত্রে। সব ধরনের দর্শকের কথা মাথায় রেখেই ইউটিউবে ছবিটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। আশা করছি, সব শ্রেণির দর্শকের ভালো লাগবে ছবিটি।’
ছবির নায়িকা সেলিনা আফ্রি বলেন, ‘এ ওয়েব ফিল্মটি আমার ক্যারিয়ারে অন্যতম কাজ হতে যাচ্ছে। এতে আমি মায়া চরিত্রে অভিনয় করেছি। প্রথম দিকে খুব সাধারণভাবে দেখা গেলেও পরবর্তী সময়ে এ চরিত্রই গল্পের মোড় ঘুরিয়ে দেবে।’
প্রেম, প্রতিশোধ আর স্বপ্ন ভাঙা-গড়ার গল্প ‘মায়া: দ্য রিভেঞ্জ’। তরুণ অভিনেতা আসিফ নূর ও সেলিনা আফ্রি অভিনীত এ ওয়েব ফিল্মটি মুক্তি পাচ্ছে আজ। এরই মধ্যে ‘মায়া: দ্য রিভেঞ্জ’-এর মোশন পোস্টার, টিজার, ট্রেলার ও গান প্রকাশ পেয়েছে। দর্শকদের মাঝে সেগুলো প্রশংসিত হচ্ছে।
প্রযোজনা প্রতিষ্ঠান ফ্যান্টম ক্রিয়েশনসের ইউটিউব ও ফেসবুক পেজে আজ থেকে বিনা মূল্যে দেখা যাবে বড় আয়োজনে নির্মিত এ ছবিটি। এতে আসিফ নূরের বিপরীতে অভিনয় করেছেন সেলিনা আফ্রি। ছবিটি নির্মাণ করেছেন ফাহমিদা প্রেমা। গত বছরের শেষের দিকে ‘মায়া: দ্য রিভেঞ্জ’ দিয়েই প্রায় চার বছর বিরতি কাটিয়ে অভিনয়ে ফিরেছিলেন আসিফ নূর। এস এ হক অলীকের পরিচালনায় ‘এক পৃথিবী প্রেম’ দিয়ে বড় পর্দায় অভিনয় শুরু করেছিলেন তিনি। এ বছরের ফেব্রুয়ারিতে মুক্তি পায় আসিফ নূরের সর্বশেষ ছবি ‘পাগলের মতো ভালোবাসি’। শাহীন সুমনের পরিচালনায় এ ছবিতে আসিফের বিপরীতে ছিলেন অধরা খান।
তবে আসিফ নূর জানিয়েছেন, ওয়েব ফিল্ম ‘মায়া: দ্য রিভেঞ্জ’ তাঁর অভিনীত অন্য সব কাজের চেয়ে আলাদা। তিনি বলেন, ‘মায়া: দ্য রিভেঞ্জ আমার খুব পছন্দের একটি গল্প। এতে আমি অভিনয় করেছি আয়ান চরিত্রে। সব ধরনের দর্শকের কথা মাথায় রেখেই ইউটিউবে ছবিটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। আশা করছি, সব শ্রেণির দর্শকের ভালো লাগবে ছবিটি।’
ছবির নায়িকা সেলিনা আফ্রি বলেন, ‘এ ওয়েব ফিল্মটি আমার ক্যারিয়ারে অন্যতম কাজ হতে যাচ্ছে। এতে আমি মায়া চরিত্রে অভিনয় করেছি। প্রথম দিকে খুব সাধারণভাবে দেখা গেলেও পরবর্তী সময়ে এ চরিত্রই গল্পের মোড় ঘুরিয়ে দেবে।’
সোশ্যাল মিডিয়ায় ছেলেকে নিয়ে নিয়মিত হাজির হন চিত্রনায়িকা পরীমনি। তবে তাঁর মেয়েকে তেমন একটা দেখা যায় না। নেটিজেনদের অনেকের ধারণা, দত্তক নিয়েছেন বলেই কন্যাকে সবার সামনে আনতে চান না নায়িকা। অবশেষ গতকাল রোববার ফেসবুকে এক পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন পরীমনি।
৭ মিনিট আগেগণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামীকাল ৫ আগস্ট বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে মূকাভিনয়ের দল মাইম আর্ট। থাকবে জুলাইয়ের কবিতা আবৃত্তি, মুক্ত আলোচনা ও ‘রক্তে আগুন লেগেছে’ মূকনাট্যের প্রদর্শনী।
৩৯ মিনিট আগেএক যুগ পর রানঝানা নতুনভাবে মুক্তি দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ইরোস ইন্টারন্যাশনাল। তবে রি-রিলিজে শেষ দৃশ্যে বদল আনা হয়েছে। এআই প্রযুক্তি ব্যবহার করে শেষ দৃশ্যে কুন্দন চরিত্রটিকে আবার জীবিত করে তোলা হয়েছে।
২ ঘণ্টা আগেধীরে ধীরে ইন্ডাস্ট্রিতে আবারও শক্ত হচ্ছিল রাজেশের অবস্থান। তবে তাঁর সাফল্যের পালে জোর হাওয়া দিল সম্প্রতি মুক্তি পাওয়া সাইয়ারা। এতে অনীত পাড্ডার বাবার চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসিত হচ্ছেন রাজেশ।
৫ ঘণ্টা আগে