Ajker Patrika

আজ থেকে বিনা মূল্যে আসিফ-আফ্রির ‘মায়া’

আজ থেকে বিনা মূল্যে আসিফ-আফ্রির ‘মায়া’

প্রেম, প্রতিশোধ আর স্বপ্ন ভাঙা-গড়ার গল্প ‘মায়া: দ্য রিভেঞ্জ’। তরুণ অভিনেতা আসিফ নূর ও সেলিনা আফ্রি অভিনীত এ ওয়েব ফিল্মটি মুক্তি পাচ্ছে আজ। এরই মধ্যে ‘মায়া: দ্য রিভেঞ্জ’-এর মোশন পোস্টার, টিজার, ট্রেলার ও গান প্রকাশ পেয়েছে। দর্শকদের মাঝে সেগুলো প্রশংসিত হচ্ছে।

প্রযোজনা প্রতিষ্ঠান ফ্যান্টম ক্রিয়েশনসের ইউটিউব ও ফেসবুক পেজে আজ থেকে বিনা মূল্যে দেখা যাবে বড় আয়োজনে নির্মিত এ ছবিটি। এতে আসিফ নূরের বিপরীতে অভিনয় করেছেন সেলিনা আফ্রি। ছবিটি নির্মাণ করেছেন ফাহমিদা প্রেমা। গত বছরের শেষের দিকে ‘মায়া: দ্য রিভেঞ্জ’ দিয়েই প্রায় চার বছর বিরতি কাটিয়ে অভিনয়ে ফিরেছিলেন আসিফ নূর। এস এ হক অলীকের পরিচালনায় ‘এক পৃথিবী প্রেম’ দিয়ে বড় পর্দায় অভিনয় শুরু করেছিলেন তিনি। এ বছরের ফেব্রুয়ারিতে মুক্তি পায় আসিফ নূরের সর্বশেষ ছবি ‘পাগলের মতো ভালোবাসি’। শাহীন সুমনের পরিচালনায় এ ছবিতে আসিফের বিপরীতে ছিলেন অধরা খান।

 ‘মায়া: দ্য রিভেঞ্জ’ ওয়েব ফিল্মে অভিনয় করেছেন আসিফ নূর ও সেলিনা আফ্রিতবে আসিফ নূর জানিয়েছেন, ওয়েব ফিল্ম ‘মায়া: দ্য রিভেঞ্জ’ তাঁর অভিনীত অন্য সব কাজের চেয়ে আলাদা। তিনি বলেন, ‘মায়া: দ্য রিভেঞ্জ আমার খুব পছন্দের একটি গল্প। এতে আমি অভিনয় করেছি আয়ান চরিত্রে। সব ধরনের দর্শকের কথা মাথায় রেখেই ইউটিউবে ছবিটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। আশা করছি, সব শ্রেণির দর্শকের ভালো লাগবে ছবিটি।’

 ‘মায়া: দ্য রিভেঞ্জ’ ওয়েব ফিল্মে অভিনয় করেছেন আসিফ নূর ও সেলিনা আফ্রিছবির নায়িকা সেলিনা আফ্রি বলেন, ‘এ ওয়েব ফিল্মটি আমার ক্যারিয়ারে অন্যতম কাজ হতে যাচ্ছে। এতে আমি মায়া চরিত্রে অভিনয় করেছি। প্রথম দিকে খুব সাধারণভাবে দেখা গেলেও পরবর্তী সময়ে এ চরিত্রই গল্পের মোড় ঘুরিয়ে দেবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

মেয়াদোত্তীর্ণ ঠিকাদারের নিয়ন্ত্রণে সার্ভার, ঝুলে আছে ৭ লাখ ড্রাইভিং লাইসেন্স

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত