বিনোদন প্রতিবেদক, ঢাকা
এবার রোজার ঈদেও মুক্তির তালিকায় শোনা যাচ্ছে হাফ ডজনের বেশি সিনেমার নাম। সবচেয়ে বেশি আলোচনায় আছে শাকিব খানের ‘বরবাদ’, সিয়াম আহমেদের ‘জংলি’ ও আফরান নিশোর ‘দাগি’। কোন সিনেমা সেরা হবে তা নিয়ে নায়কদের ভক্তদের মধ্যে বাক্যুদ্ধ শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই তিন সিনেমার একটি বিষয়ে দারুণ মিল রয়েছে। সেটি হলো, তিন সিনেমাতেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম। সিনেমা তিনটি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। তবে এক ঈদে একাধিক সিনেমা মুক্তি পাওয়ায় চাপের মধ্যে আছেন বলেও জানালেন।
ঈদের তিন সিনেমা নিয়ে শহীদুজ্জামান সেলিম বলেন, ‘তিনটিই ভালো গল্পের সিনেমা। বরবাদের গল্প একেবারে চেনা। দেখার পর অনেকেই বলবে, এটা নিয়ে আরও আগে সিনেমা বানানো দরকার ছিল। এত দিন হয়তো কেউ সাহস পায়নি। অন্যদিকে প্রেমের গল্পে তৈরি হয়েছে দাগি। এর মধ্যে নানা ঘাত-প্রতিঘাত সবকিছুই আছে। আর জংলির গল্পটি খুব মানবিক। সবদিক দিয়ে বিবেচনা করলে তিনটি সিনেমার প্রধান হলো গল্প। এতে যাঁরা অভিনয় করেছেন তাঁরাও স্বনামধন্য। তাঁরা সবাই অনেক পরিশ্রম করেছেন।’
একসঙ্গে তিনটি সিনেমা মুক্তি পাওয়া নিয়ে সেলিম বলেন, ‘যেহেতু তিনটি সিনেমা মুক্তি পাচ্ছে, তাই এবার নিজের সঙ্গে নিজের একটা যুদ্ধ আছে। দুটি সিনেমাতে উকিলের চরিত্রে দেখা যাবে আমাকে। দুই উকিলকে কতটুকু আলাদা করতে পারব, এ চ্যালেঞ্জটা ছিল। ইচ্ছা করেই চ্যালেঞ্জটা নিয়েছি। চাইলেই একটা সিনেমা না করে দিতে পারতাম। একজন অভিনেতার দক্ষতা তখনই সে প্রমাণ করতে পারবে, যখন দুটি চরিত্রকে আলাদা করতে পারবে। এ কারণে দুই সিনেমায় একই রকম চরিত্রে অভিনয় করেছি। এখন দর্শকেরা বিচার করবেন, এই চ্যালেঞ্জটা উতরে যেতে পেরেছি কি না।’
চরিত্র ধারণের চ্যালেঞ্জ নিলেও এ জন্য সময়টা খুব কম পাওয়া যায়, জানালেন শহীদুজ্জামান সেলিম। তিনি বলেন, ‘অন্যান্য ইন্ডাস্ট্রিতে একটা সিনেমার জন্য একজন অভিনেতা কমপক্ষে তিন থেকে ছয় মাস অনুশীলন করেন। ওই চরিত্রের মধ্যে থেকে যাওয়ার চেষ্টা করেন। আমিও থাকতাম। ওই পরিমাণ পারিশ্রমিক ও সুযোগ-সুবিধা যদি থাকত। কিন্তু এখানে তো সেই সুযোগ নেই। আমাকে অতি অল্প সময়ের মধ্যে নিজেকে গঠন করতে হয়, অভিনয় করতে হয়। আবার শূন্যে মিলিয়ে গিয়ে আরেকটা চরিত্র গঠন করতে হয়। এটা অনেক বড় চ্যালেঞ্জ।’
এবার রোজার ঈদেও মুক্তির তালিকায় শোনা যাচ্ছে হাফ ডজনের বেশি সিনেমার নাম। সবচেয়ে বেশি আলোচনায় আছে শাকিব খানের ‘বরবাদ’, সিয়াম আহমেদের ‘জংলি’ ও আফরান নিশোর ‘দাগি’। কোন সিনেমা সেরা হবে তা নিয়ে নায়কদের ভক্তদের মধ্যে বাক্যুদ্ধ শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই তিন সিনেমার একটি বিষয়ে দারুণ মিল রয়েছে। সেটি হলো, তিন সিনেমাতেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম। সিনেমা তিনটি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। তবে এক ঈদে একাধিক সিনেমা মুক্তি পাওয়ায় চাপের মধ্যে আছেন বলেও জানালেন।
ঈদের তিন সিনেমা নিয়ে শহীদুজ্জামান সেলিম বলেন, ‘তিনটিই ভালো গল্পের সিনেমা। বরবাদের গল্প একেবারে চেনা। দেখার পর অনেকেই বলবে, এটা নিয়ে আরও আগে সিনেমা বানানো দরকার ছিল। এত দিন হয়তো কেউ সাহস পায়নি। অন্যদিকে প্রেমের গল্পে তৈরি হয়েছে দাগি। এর মধ্যে নানা ঘাত-প্রতিঘাত সবকিছুই আছে। আর জংলির গল্পটি খুব মানবিক। সবদিক দিয়ে বিবেচনা করলে তিনটি সিনেমার প্রধান হলো গল্প। এতে যাঁরা অভিনয় করেছেন তাঁরাও স্বনামধন্য। তাঁরা সবাই অনেক পরিশ্রম করেছেন।’
একসঙ্গে তিনটি সিনেমা মুক্তি পাওয়া নিয়ে সেলিম বলেন, ‘যেহেতু তিনটি সিনেমা মুক্তি পাচ্ছে, তাই এবার নিজের সঙ্গে নিজের একটা যুদ্ধ আছে। দুটি সিনেমাতে উকিলের চরিত্রে দেখা যাবে আমাকে। দুই উকিলকে কতটুকু আলাদা করতে পারব, এ চ্যালেঞ্জটা ছিল। ইচ্ছা করেই চ্যালেঞ্জটা নিয়েছি। চাইলেই একটা সিনেমা না করে দিতে পারতাম। একজন অভিনেতার দক্ষতা তখনই সে প্রমাণ করতে পারবে, যখন দুটি চরিত্রকে আলাদা করতে পারবে। এ কারণে দুই সিনেমায় একই রকম চরিত্রে অভিনয় করেছি। এখন দর্শকেরা বিচার করবেন, এই চ্যালেঞ্জটা উতরে যেতে পেরেছি কি না।’
চরিত্র ধারণের চ্যালেঞ্জ নিলেও এ জন্য সময়টা খুব কম পাওয়া যায়, জানালেন শহীদুজ্জামান সেলিম। তিনি বলেন, ‘অন্যান্য ইন্ডাস্ট্রিতে একটা সিনেমার জন্য একজন অভিনেতা কমপক্ষে তিন থেকে ছয় মাস অনুশীলন করেন। ওই চরিত্রের মধ্যে থেকে যাওয়ার চেষ্টা করেন। আমিও থাকতাম। ওই পরিমাণ পারিশ্রমিক ও সুযোগ-সুবিধা যদি থাকত। কিন্তু এখানে তো সেই সুযোগ নেই। আমাকে অতি অল্প সময়ের মধ্যে নিজেকে গঠন করতে হয়, অভিনয় করতে হয়। আবার শূন্যে মিলিয়ে গিয়ে আরেকটা চরিত্র গঠন করতে হয়। এটা অনেক বড় চ্যালেঞ্জ।’
বাবা নিখোঁজ হওয়ার বিষয়ে প্রসূন আজাদ সাংবাদিকদের বলেন, ‘বাবাকে কোথাও খুঁজে পাচ্ছি না। তিনি মালিবাগের বাসা থেকে লুঙ্গি আর পাঞ্জাবি পরে বের হন গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে। মা ভেবেছেন এলাকায় ঘোরাঘুরি করে বাসায়ই তো ফিরবে। তবে তিনি এখনো বাসায় আসেননি। মোবাইলও বাসায় রেখে যাওয়ায় তাঁর সন্ধান পাওয়া...
৩ ঘণ্টা আগে১৭ জুলাই প্রকাশিত হলো ওয়ারফেজের পলাশ নূরের ফিচারিংয়ে ‘খুঁজি তোমায়’ শিরোনামের গান। এতে কণ্ঠ দিয়েছেন মাইলসের হামিন আহমেদ। মাইলস ব্যান্ডের দলপ্রধানের পাশাপাশি বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশনের (বামবা) সভাপতির দায়িত্ব পালন করছেন হামিন।
১২ ঘণ্টা আগেদুই বাংলায় একের পর এক সিনেমা মুক্তি পাচ্ছে জয়া আহসানের। গত কোরবানির ঈদে দেশের হলে মুক্তি পায় তাঁর জোড়া সিনেমা ‘তাণ্ডব’ ও ‘উৎসব’। গতকাল পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ‘ডিয়ার মা’।
১২ ঘণ্টা আগেকয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়ার পর বাংলাদেশের সিনেমা ‘মাস্তুল’ এবার আমন্ত্রণ পেল ভারতের চতুর্থ ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতায়। ভাসমান জীবনের গল্প নিয়ে সিনেমাটি বানিয়েছেন মোহাম্মদ নূরুজ্জামান।
১ দিন আগে