কাজিনদের মাঝে সম্পর্ক আর বন্ধুত্বের গল্প নিয়ে নির্মিত হয়েছে ওয়েব সিনেমা ‘পুনর্মিলনে’। বানিয়েছেন মিজানুর রহমান আরিয়ান। এতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সিয়াম আহমেদ ও তাসনিয়া ফারিণ। কাজিনদের সম্পর্কের নানান বাঁক, আনন্দ-হাসি, অভিমান, টানাপোড়েন, সংশয় আর দ্বন্দ্বের গল্প দেখা যাবে সিনেমাটিতে।
পুনর্মিলনে দিয়ে অনেক দিন পর ওটিটির কাজে ফিরলেন সিয়াম আহমেদ। সর্বশেষ ‘টান’ ওয়েব ফিল্মে দেখা গিয়েছিল তাঁকে। মুক্তি পেয়েছিল গত বছরের শুরুতে। ওটিটিতে নিজের নতুন কাজ নিয়ে আশাবাদী সিয়াম। তিনি বলেন, ‘পুনর্মিলনে একটি বন্ধুত্বের গল্প, ভালোবাসার গল্প, সম্পর্কে ফিরে আসার গল্প। এই সিনেমা দর্শক দেখে ভালোবেসে ফেলবে। যারা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছে, যারা বন্ধু হারিয়েছে, তারা এই সিনেমা দেখে কাঁদবে। এই সিনেমাতে প্রথমবারের মতো ফারিণের সঙ্গে কাজ করা হলো। সে গুণী অভিনেত্রী।
আমরা এক হয়েছি সুন্দর একটা গল্প বলার জন্যই। আমার বিশ্বাস, দর্শক নিজেকে আবিষ্কার করবে ভালোবাসার এক পুনর্মিলনে।’
অন্যদিকে ওটিটির নিয়মিত মুখ তাসনিয়া ফারিণ। একের পর এক ওয়েব কনটেন্টে কাজ করছেন তিনি। ফারিণ এখন আছেন অস্ট্রেলিয়ায়। সেখানে ‘সামওয়ান ফলোয়িং মি’ ওয়েব সিরিজের শুটিং করছেন। পুনর্মিলনে নিয়ে ফারিণ বলেন, ‘চিত্রনাট্য পড়ার সময় নিজেকে গল্পের অংশ মনে হচ্ছিল। কাজটি করার সিদ্ধান্ত নেওয়ার জন্য তাই দ্বিতীয়বার ভাবতে হয়নি। দর্শকের মন ছুঁয়ে যাবে সিনেমাটি।’
নির্মাতা মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘পর্দায় কাজিনদের গল্প খুব বেশি দেখা যায় না। দেখার সময় দর্শকদের নস্টালজিক করে দেবে সিনেমাটি।’
পুনর্মিলনে ওয়েব সিনেমায় আরও অভিনয় করেছেন শাশ্বত দত্ত, নূর ইমরান মিঠু, তাজনূভা জাবীন, নওবা তাহিয়া, দীপ্ত দে, জান্নাতুল ফেরদৌস কাজল, টুনটুনি হামিদ, মানস বন্দ্যোপাধ্যায়, শোয়েব মনির, হামিদুর রাহমান, গোলাম ফরিদা ছন্দা, মালা ভট্টাচার্য প্রমুখ। শিগগির ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে সিনেমাটি।
কাজিনদের মাঝে সম্পর্ক আর বন্ধুত্বের গল্প নিয়ে নির্মিত হয়েছে ওয়েব সিনেমা ‘পুনর্মিলনে’। বানিয়েছেন মিজানুর রহমান আরিয়ান। এতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সিয়াম আহমেদ ও তাসনিয়া ফারিণ। কাজিনদের সম্পর্কের নানান বাঁক, আনন্দ-হাসি, অভিমান, টানাপোড়েন, সংশয় আর দ্বন্দ্বের গল্প দেখা যাবে সিনেমাটিতে।
পুনর্মিলনে দিয়ে অনেক দিন পর ওটিটির কাজে ফিরলেন সিয়াম আহমেদ। সর্বশেষ ‘টান’ ওয়েব ফিল্মে দেখা গিয়েছিল তাঁকে। মুক্তি পেয়েছিল গত বছরের শুরুতে। ওটিটিতে নিজের নতুন কাজ নিয়ে আশাবাদী সিয়াম। তিনি বলেন, ‘পুনর্মিলনে একটি বন্ধুত্বের গল্প, ভালোবাসার গল্প, সম্পর্কে ফিরে আসার গল্প। এই সিনেমা দর্শক দেখে ভালোবেসে ফেলবে। যারা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছে, যারা বন্ধু হারিয়েছে, তারা এই সিনেমা দেখে কাঁদবে। এই সিনেমাতে প্রথমবারের মতো ফারিণের সঙ্গে কাজ করা হলো। সে গুণী অভিনেত্রী।
আমরা এক হয়েছি সুন্দর একটা গল্প বলার জন্যই। আমার বিশ্বাস, দর্শক নিজেকে আবিষ্কার করবে ভালোবাসার এক পুনর্মিলনে।’
অন্যদিকে ওটিটির নিয়মিত মুখ তাসনিয়া ফারিণ। একের পর এক ওয়েব কনটেন্টে কাজ করছেন তিনি। ফারিণ এখন আছেন অস্ট্রেলিয়ায়। সেখানে ‘সামওয়ান ফলোয়িং মি’ ওয়েব সিরিজের শুটিং করছেন। পুনর্মিলনে নিয়ে ফারিণ বলেন, ‘চিত্রনাট্য পড়ার সময় নিজেকে গল্পের অংশ মনে হচ্ছিল। কাজটি করার সিদ্ধান্ত নেওয়ার জন্য তাই দ্বিতীয়বার ভাবতে হয়নি। দর্শকের মন ছুঁয়ে যাবে সিনেমাটি।’
নির্মাতা মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘পর্দায় কাজিনদের গল্প খুব বেশি দেখা যায় না। দেখার সময় দর্শকদের নস্টালজিক করে দেবে সিনেমাটি।’
পুনর্মিলনে ওয়েব সিনেমায় আরও অভিনয় করেছেন শাশ্বত দত্ত, নূর ইমরান মিঠু, তাজনূভা জাবীন, নওবা তাহিয়া, দীপ্ত দে, জান্নাতুল ফেরদৌস কাজল, টুনটুনি হামিদ, মানস বন্দ্যোপাধ্যায়, শোয়েব মনির, হামিদুর রাহমান, গোলাম ফরিদা ছন্দা, মালা ভট্টাচার্য প্রমুখ। শিগগির ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে সিনেমাটি।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ বিকেল সাড়ে ৫টার দিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে লালনসংগীতশিল্পী ফরিদা পারভীনকে। তাঁর রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। সংক্রমণ বেড়ে গেছে। কিডনি জটিলতাও রয়েছে। সব মিলিয়ে তাঁর অবস্থা আশঙ্কাজনক।
২ ঘণ্টা আগেক্রিকেট বাংলাদেশের মানুষের কাছে ভালোবাসার জায়গা। বাংলাদেশের খেলার দিন মন পড়ে থাকে খেলার মাঠে। একটা ছক্কায় গোটা দেশ উল্লাসে মেতে ওঠে, একটা উইকেটে কোটি মানুষ একসঙ্গে চিৎকার করে। বাংলাদেশ ক্রিকেটের এক গৌরবময় অধ্যায় ১৯৯৭ সালের আইসিসি ট্রফি জয়।
৪ ঘণ্টা আগেনাট্যদল জাগরণী থিয়েটারের ২১তম প্রযোজনা ‘কাদামাটি’। গত জুলাইয়ে মঞ্চে এসেছে নাটকটি। আগামীকাল ১১ সেপ্টেম্বর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দেখা যাবে এর তৃতীয় প্রদর্শনী।
৫ ঘণ্টা আগেঅনুমতি ছাড়া বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের নাম-ছবি বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। এআই নির্মিত অশ্লীল-বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তা-ই নয়, প্রযুক্তির সাহায্য নিয়ে তাঁর কণ্ঠস্বরেরও অপব্যবহার হচ্ছে। তাই ভারতীয় আইন মোতাবেক ‘ব্যক্তিত্বের অধিকার’ কার্যকর করার দাবি
১৬ ঘণ্টা আগে