মুক্তিযুদ্ধ নিয়ে প্রখ্যাত সাহিত্যিক ও অধ্যাপক মুনতাসীর মামুনের কিশোর উপন্যাস ‘জয় বাংলা’। এই উপন্যাস অবলম্বনে ছবি বানাচ্ছেন কাজী হায়াৎ। উপন্যাসের নামেই হবে ছবির নাম। ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া ছবিটি নির্মাতা কাজী হায়াতের ৫১তম ছবি। আগামীকাল (২৫ সেপ্টেম্বর) থেকে শুরু হবে শুটিং। এতে প্রথমবারের মতো বাপ্পীর সঙ্গে জুটি বাঁধছেন জাহারা মিতু।
এই ছবির মাধ্যমে অনেক দিন পর শুটিংয়ে ফিরছেন কাজী হায়াৎ। তিনি জানান, শুটিং শুরু হবে এফডিসিতে। সপ্তাহখানেক চলবে প্রথম লটের শুটিং। শুরুর লটে বাপ্পী ও জাহারা মিতু দুজনেই থাকছেন।
লকডাউন এবং ঈদের ছুটির কারণে দীর্ঘ সময় ক্যামেরার সামনে দাঁড়াননি বাপ্পী। এই ছবির মাধ্যমে তিনিও শুটিংয়ে ফিরছেন। বাপ্পী অভিনীত ৩০টির বেশি ছবি মুক্তি পেয়েছে। এবারই প্রথম তিনি কাজী হায়াতের নির্দেশনায় কাজ করবেন। এ বিষয়ে বাপ্পী বলেন, ‘কাজী হায়াতের মতো নির্মাতার ছবিতে অভিনয় করাটা সত্যিই গর্বের। আশা করছি, আমার ক্যারিয়ারের একটা মাইলফলক হয়ে থাকবে ছবিটি। তা ছাড়া মুনতাসীর মামুন স্যারের উপন্যাসে কাজ করতে পারছি, এটাও অন্যতম পাওয়া। “জয় বাংলা”-তো বাঙালির কাছে সবচেয়ে প্রিয় স্লোগান।’
উনসত্তরের গণ-অভ্যুত্থানের পূর্বের সময় থেকে একাত্তরের ১৬ ডিসেম্বরের দিন পর্যন্ত সময় উঠে আসবে ‘জয় বাংলা’ ছবিতে। এই ছবিতে এক কিশোরীর চরিত্রে দেখা যাবে জাহারা মিতুকে। ‘আগুন’ ছবিতে শাকিব খান ও ‘কমান্ডো’ ছবিতে দেবের বিপরীতে নাম লিখিয়ে আলোচনায় এসেছেন জাহারা। তবে শুটিং শুরু হয়নি কোনো ছবিরই। জাহারা বলেন, ‘উনসত্তর থেকে একাত্তর। ছবিটির প্রেক্ষাপট এই তিন বছর সময়কার। এমন একটি প্রেক্ষাপট কেন্দ্র ছবি করতে পারাটা আমার কাছে সৌভাগ্যের বিষয়। তাই অভিনয়ের প্রস্তাব পাওয়া মাত্র আর দ্বিতীয়বার ভাবিনি।’
নির্মাতা প্রসঙ্গে জাহারা মিতু বলেন, ‘কাজী হায়াৎ আমাদের সবার ভীষণ পছন্দের নির্মাতা। আমার মাকে ছবিটির কথা জানালে তিনি নির্মাতার কথা শুনেই বললেন, “করে ফেলো। কারণ, এটা কাজী হায়াতের ছবি!” কয়েক দিন গল্প নিয়ে বসেছি, পরিচালক আমাকে খুব পছন্দ করেছেন।’
‘জয় বাংলা’ উপন্যাসটি জাহারা মিতু পড়েছেন কলেজে পড়াকালীন। তাই আগেই কিছুটা ধারণা ছিল। নতুন করে আবার পড়েছেন। মুক্তিযুদ্ধের আগের একজন কিশোরীর চিন্তাভাবনা, চলনবলন এবং এখনকার প্রজন্মের একজন মেয়ের চিন্তাভাবনা থেকে সবকিছুতে অনেক তফাত। তিনি বলেন, ‘চরিত্রের জন্য আমাকে শারীরিক ও মানসিক দুভাবেই প্রস্তুতি নিতে হচ্ছে। শেষ কয়েক দিন ওজনও কমিয়েছি।’ সম্প্রতি অপূর্ব রানার পরিচালনায় ‘যন্ত্রণা’ ছবিতেও একসঙ্গে জুটিবদ্ধ হয়ে চুক্তি করেছেন বাপ্পী-জাহারা।
মুক্তিযুদ্ধ নিয়ে প্রখ্যাত সাহিত্যিক ও অধ্যাপক মুনতাসীর মামুনের কিশোর উপন্যাস ‘জয় বাংলা’। এই উপন্যাস অবলম্বনে ছবি বানাচ্ছেন কাজী হায়াৎ। উপন্যাসের নামেই হবে ছবির নাম। ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া ছবিটি নির্মাতা কাজী হায়াতের ৫১তম ছবি। আগামীকাল (২৫ সেপ্টেম্বর) থেকে শুরু হবে শুটিং। এতে প্রথমবারের মতো বাপ্পীর সঙ্গে জুটি বাঁধছেন জাহারা মিতু।
এই ছবির মাধ্যমে অনেক দিন পর শুটিংয়ে ফিরছেন কাজী হায়াৎ। তিনি জানান, শুটিং শুরু হবে এফডিসিতে। সপ্তাহখানেক চলবে প্রথম লটের শুটিং। শুরুর লটে বাপ্পী ও জাহারা মিতু দুজনেই থাকছেন।
লকডাউন এবং ঈদের ছুটির কারণে দীর্ঘ সময় ক্যামেরার সামনে দাঁড়াননি বাপ্পী। এই ছবির মাধ্যমে তিনিও শুটিংয়ে ফিরছেন। বাপ্পী অভিনীত ৩০টির বেশি ছবি মুক্তি পেয়েছে। এবারই প্রথম তিনি কাজী হায়াতের নির্দেশনায় কাজ করবেন। এ বিষয়ে বাপ্পী বলেন, ‘কাজী হায়াতের মতো নির্মাতার ছবিতে অভিনয় করাটা সত্যিই গর্বের। আশা করছি, আমার ক্যারিয়ারের একটা মাইলফলক হয়ে থাকবে ছবিটি। তা ছাড়া মুনতাসীর মামুন স্যারের উপন্যাসে কাজ করতে পারছি, এটাও অন্যতম পাওয়া। “জয় বাংলা”-তো বাঙালির কাছে সবচেয়ে প্রিয় স্লোগান।’
উনসত্তরের গণ-অভ্যুত্থানের পূর্বের সময় থেকে একাত্তরের ১৬ ডিসেম্বরের দিন পর্যন্ত সময় উঠে আসবে ‘জয় বাংলা’ ছবিতে। এই ছবিতে এক কিশোরীর চরিত্রে দেখা যাবে জাহারা মিতুকে। ‘আগুন’ ছবিতে শাকিব খান ও ‘কমান্ডো’ ছবিতে দেবের বিপরীতে নাম লিখিয়ে আলোচনায় এসেছেন জাহারা। তবে শুটিং শুরু হয়নি কোনো ছবিরই। জাহারা বলেন, ‘উনসত্তর থেকে একাত্তর। ছবিটির প্রেক্ষাপট এই তিন বছর সময়কার। এমন একটি প্রেক্ষাপট কেন্দ্র ছবি করতে পারাটা আমার কাছে সৌভাগ্যের বিষয়। তাই অভিনয়ের প্রস্তাব পাওয়া মাত্র আর দ্বিতীয়বার ভাবিনি।’
নির্মাতা প্রসঙ্গে জাহারা মিতু বলেন, ‘কাজী হায়াৎ আমাদের সবার ভীষণ পছন্দের নির্মাতা। আমার মাকে ছবিটির কথা জানালে তিনি নির্মাতার কথা শুনেই বললেন, “করে ফেলো। কারণ, এটা কাজী হায়াতের ছবি!” কয়েক দিন গল্প নিয়ে বসেছি, পরিচালক আমাকে খুব পছন্দ করেছেন।’
‘জয় বাংলা’ উপন্যাসটি জাহারা মিতু পড়েছেন কলেজে পড়াকালীন। তাই আগেই কিছুটা ধারণা ছিল। নতুন করে আবার পড়েছেন। মুক্তিযুদ্ধের আগের একজন কিশোরীর চিন্তাভাবনা, চলনবলন এবং এখনকার প্রজন্মের একজন মেয়ের চিন্তাভাবনা থেকে সবকিছুতে অনেক তফাত। তিনি বলেন, ‘চরিত্রের জন্য আমাকে শারীরিক ও মানসিক দুভাবেই প্রস্তুতি নিতে হচ্ছে। শেষ কয়েক দিন ওজনও কমিয়েছি।’ সম্প্রতি অপূর্ব রানার পরিচালনায় ‘যন্ত্রণা’ ছবিতেও একসঙ্গে জুটিবদ্ধ হয়ে চুক্তি করেছেন বাপ্পী-জাহারা।
সৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
১২ ঘণ্টা আগেবিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
১৯ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
১৯ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
১৯ ঘণ্টা আগে