মুক্তিযুদ্ধ নিয়ে প্রখ্যাত সাহিত্যিক ও অধ্যাপক মুনতাসীর মামুনের কিশোর উপন্যাস ‘জয় বাংলা’। এই উপন্যাস অবলম্বনে ছবি বানাচ্ছেন কাজী হায়াৎ। উপন্যাসের নামেই হবে ছবির নাম। ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া ছবিটি নির্মাতা কাজী হায়াতের ৫১তম ছবি। আগামীকাল (২৫ সেপ্টেম্বর) থেকে শুরু হবে শুটিং। এতে প্রথমবারের মতো বাপ্পীর সঙ্গে জুটি বাঁধছেন জাহারা মিতু।
এই ছবির মাধ্যমে অনেক দিন পর শুটিংয়ে ফিরছেন কাজী হায়াৎ। তিনি জানান, শুটিং শুরু হবে এফডিসিতে। সপ্তাহখানেক চলবে প্রথম লটের শুটিং। শুরুর লটে বাপ্পী ও জাহারা মিতু দুজনেই থাকছেন।
লকডাউন এবং ঈদের ছুটির কারণে দীর্ঘ সময় ক্যামেরার সামনে দাঁড়াননি বাপ্পী। এই ছবির মাধ্যমে তিনিও শুটিংয়ে ফিরছেন। বাপ্পী অভিনীত ৩০টির বেশি ছবি মুক্তি পেয়েছে। এবারই প্রথম তিনি কাজী হায়াতের নির্দেশনায় কাজ করবেন। এ বিষয়ে বাপ্পী বলেন, ‘কাজী হায়াতের মতো নির্মাতার ছবিতে অভিনয় করাটা সত্যিই গর্বের। আশা করছি, আমার ক্যারিয়ারের একটা মাইলফলক হয়ে থাকবে ছবিটি। তা ছাড়া মুনতাসীর মামুন স্যারের উপন্যাসে কাজ করতে পারছি, এটাও অন্যতম পাওয়া। “জয় বাংলা”-তো বাঙালির কাছে সবচেয়ে প্রিয় স্লোগান।’
উনসত্তরের গণ-অভ্যুত্থানের পূর্বের সময় থেকে একাত্তরের ১৬ ডিসেম্বরের দিন পর্যন্ত সময় উঠে আসবে ‘জয় বাংলা’ ছবিতে। এই ছবিতে এক কিশোরীর চরিত্রে দেখা যাবে জাহারা মিতুকে। ‘আগুন’ ছবিতে শাকিব খান ও ‘কমান্ডো’ ছবিতে দেবের বিপরীতে নাম লিখিয়ে আলোচনায় এসেছেন জাহারা। তবে শুটিং শুরু হয়নি কোনো ছবিরই। জাহারা বলেন, ‘উনসত্তর থেকে একাত্তর। ছবিটির প্রেক্ষাপট এই তিন বছর সময়কার। এমন একটি প্রেক্ষাপট কেন্দ্র ছবি করতে পারাটা আমার কাছে সৌভাগ্যের বিষয়। তাই অভিনয়ের প্রস্তাব পাওয়া মাত্র আর দ্বিতীয়বার ভাবিনি।’
নির্মাতা প্রসঙ্গে জাহারা মিতু বলেন, ‘কাজী হায়াৎ আমাদের সবার ভীষণ পছন্দের নির্মাতা। আমার মাকে ছবিটির কথা জানালে তিনি নির্মাতার কথা শুনেই বললেন, “করে ফেলো। কারণ, এটা কাজী হায়াতের ছবি!” কয়েক দিন গল্প নিয়ে বসেছি, পরিচালক আমাকে খুব পছন্দ করেছেন।’
‘জয় বাংলা’ উপন্যাসটি জাহারা মিতু পড়েছেন কলেজে পড়াকালীন। তাই আগেই কিছুটা ধারণা ছিল। নতুন করে আবার পড়েছেন। মুক্তিযুদ্ধের আগের একজন কিশোরীর চিন্তাভাবনা, চলনবলন এবং এখনকার প্রজন্মের একজন মেয়ের চিন্তাভাবনা থেকে সবকিছুতে অনেক তফাত। তিনি বলেন, ‘চরিত্রের জন্য আমাকে শারীরিক ও মানসিক দুভাবেই প্রস্তুতি নিতে হচ্ছে। শেষ কয়েক দিন ওজনও কমিয়েছি।’ সম্প্রতি অপূর্ব রানার পরিচালনায় ‘যন্ত্রণা’ ছবিতেও একসঙ্গে জুটিবদ্ধ হয়ে চুক্তি করেছেন বাপ্পী-জাহারা।
মুক্তিযুদ্ধ নিয়ে প্রখ্যাত সাহিত্যিক ও অধ্যাপক মুনতাসীর মামুনের কিশোর উপন্যাস ‘জয় বাংলা’। এই উপন্যাস অবলম্বনে ছবি বানাচ্ছেন কাজী হায়াৎ। উপন্যাসের নামেই হবে ছবির নাম। ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া ছবিটি নির্মাতা কাজী হায়াতের ৫১তম ছবি। আগামীকাল (২৫ সেপ্টেম্বর) থেকে শুরু হবে শুটিং। এতে প্রথমবারের মতো বাপ্পীর সঙ্গে জুটি বাঁধছেন জাহারা মিতু।
এই ছবির মাধ্যমে অনেক দিন পর শুটিংয়ে ফিরছেন কাজী হায়াৎ। তিনি জানান, শুটিং শুরু হবে এফডিসিতে। সপ্তাহখানেক চলবে প্রথম লটের শুটিং। শুরুর লটে বাপ্পী ও জাহারা মিতু দুজনেই থাকছেন।
লকডাউন এবং ঈদের ছুটির কারণে দীর্ঘ সময় ক্যামেরার সামনে দাঁড়াননি বাপ্পী। এই ছবির মাধ্যমে তিনিও শুটিংয়ে ফিরছেন। বাপ্পী অভিনীত ৩০টির বেশি ছবি মুক্তি পেয়েছে। এবারই প্রথম তিনি কাজী হায়াতের নির্দেশনায় কাজ করবেন। এ বিষয়ে বাপ্পী বলেন, ‘কাজী হায়াতের মতো নির্মাতার ছবিতে অভিনয় করাটা সত্যিই গর্বের। আশা করছি, আমার ক্যারিয়ারের একটা মাইলফলক হয়ে থাকবে ছবিটি। তা ছাড়া মুনতাসীর মামুন স্যারের উপন্যাসে কাজ করতে পারছি, এটাও অন্যতম পাওয়া। “জয় বাংলা”-তো বাঙালির কাছে সবচেয়ে প্রিয় স্লোগান।’
উনসত্তরের গণ-অভ্যুত্থানের পূর্বের সময় থেকে একাত্তরের ১৬ ডিসেম্বরের দিন পর্যন্ত সময় উঠে আসবে ‘জয় বাংলা’ ছবিতে। এই ছবিতে এক কিশোরীর চরিত্রে দেখা যাবে জাহারা মিতুকে। ‘আগুন’ ছবিতে শাকিব খান ও ‘কমান্ডো’ ছবিতে দেবের বিপরীতে নাম লিখিয়ে আলোচনায় এসেছেন জাহারা। তবে শুটিং শুরু হয়নি কোনো ছবিরই। জাহারা বলেন, ‘উনসত্তর থেকে একাত্তর। ছবিটির প্রেক্ষাপট এই তিন বছর সময়কার। এমন একটি প্রেক্ষাপট কেন্দ্র ছবি করতে পারাটা আমার কাছে সৌভাগ্যের বিষয়। তাই অভিনয়ের প্রস্তাব পাওয়া মাত্র আর দ্বিতীয়বার ভাবিনি।’
নির্মাতা প্রসঙ্গে জাহারা মিতু বলেন, ‘কাজী হায়াৎ আমাদের সবার ভীষণ পছন্দের নির্মাতা। আমার মাকে ছবিটির কথা জানালে তিনি নির্মাতার কথা শুনেই বললেন, “করে ফেলো। কারণ, এটা কাজী হায়াতের ছবি!” কয়েক দিন গল্প নিয়ে বসেছি, পরিচালক আমাকে খুব পছন্দ করেছেন।’
‘জয় বাংলা’ উপন্যাসটি জাহারা মিতু পড়েছেন কলেজে পড়াকালীন। তাই আগেই কিছুটা ধারণা ছিল। নতুন করে আবার পড়েছেন। মুক্তিযুদ্ধের আগের একজন কিশোরীর চিন্তাভাবনা, চলনবলন এবং এখনকার প্রজন্মের একজন মেয়ের চিন্তাভাবনা থেকে সবকিছুতে অনেক তফাত। তিনি বলেন, ‘চরিত্রের জন্য আমাকে শারীরিক ও মানসিক দুভাবেই প্রস্তুতি নিতে হচ্ছে। শেষ কয়েক দিন ওজনও কমিয়েছি।’ সম্প্রতি অপূর্ব রানার পরিচালনায় ‘যন্ত্রণা’ ছবিতেও একসঙ্গে জুটিবদ্ধ হয়ে চুক্তি করেছেন বাপ্পী-জাহারা।
দীর্ঘদিনের অভিজ্ঞ অভিনেত্রী রওশন আরা বেগম ওরফে মৌ শিখা সম্প্রতি এক আবেগঘন ফেসবুক পোস্টে নিজের কাজ কমে যাওয়া এবং এর ফলে সৃষ্ট মানসিক ও অর্থনৈতিক সংকটের কথা তুলে ধরেছেন। তাঁর এই আর্তি মিডিয়াপাড়ায় অনেককেই নাড়া দিয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন, যেখানে একসময় মাসে ১৫ থেকে ২০ দিন কাজ করতেন, সেখানে গত আড়াই...
১ ঘণ্টা আগেপরিচালক মোহিত সুরির নতুন চলচ্চিত্র ‘সায়ারা’ দ্বিতীয় সপ্তাহের মতো বক্স অফিস কাঁপাচ্ছে। দেশের বক্স অফিসে ২০০ কোটি রুপি আয়ের মাইলফলক অতিক্রম করার পথে রয়েছে ছবিটি। অভিনেতা আহান পাণ্ডের অভিষেক চলচ্চিত্র ‘সায়ারা’। প্রথম সিনেমাতেই বাজিমাত করলেন তিনি। প্রেক্ষাগৃহে দারুণ ব্যবসা করছে।
৪ ঘণ্টা আগেগত বছর জুনে পথচলার চার দশক পূর্ণ করেছে দেশের ব্যান্ড ওয়ারফেজ। সে সময় দলটির প্রধান শেখ মনিরুল আলম টিপু জানিয়েছিলেন, চার দশক পূর্তি উপলক্ষে বছরব্যাপী দেশের বিভিন্ন স্থানে কনসার্টের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ভারতসহ আরও কয়েকটি দেশে কনসার্ট করার পরিকল্পনা আছে তাদের।
৭ ঘণ্টা আগেবাদল সরকারের পেশাগত নাম সুধীন্দ্রনাথ সরকার। নাটক লিখেছেন প্রায় ৬০টি। তিনি মনে করতেন, নাটক সমাজের দর্পণ হওয়া উচিত। বাংলা থিয়েটারে ষাটের দশকের শেষ দিকে ‘থার্ড থিয়েটার’ নামক একটি নতুন নাট্যধারার প্রবর্তন করেন বাদল সরকার। ‘থার্ড থিয়েটার’ সমকালে অভিনব ও ব্যতিক্রমধর্মী নাট্যরীতি হিসেবে সমাদৃত হয়।
৭ ঘণ্টা আগে