বিনোদন প্রতিবেদক, ঢাকা
মুক্তিযুদ্ধ নিয়ে প্রখ্যাত সাহিত্যিক ও অধ্যাপক মুনতাসীর মামুনের কিশোর উপন্যাস ‘জয় বাংলা’। এই উপন্যাস অবলম্বনে ছবি বানাচ্ছেন কাজী হায়াৎ। উপন্যাসের নামেই হবে ছবির নাম। ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া ছবিটি নির্মাতা কাজী হায়াতের ৫১তম ছবি। আগামীকাল (২৫ সেপ্টেম্বর) থেকে শুরু হবে শুটিং। এতে প্রথমবারের মতো বাপ্পীর সঙ্গে জুটি বাঁধছেন জাহারা মিতু।
এই ছবির মাধ্যমে অনেক দিন পর শুটিংয়ে ফিরছেন কাজী হায়াৎ। তিনি জানান, শুটিং শুরু হবে এফডিসিতে। সপ্তাহখানেক চলবে প্রথম লটের শুটিং। শুরুর লটে বাপ্পী ও জাহারা মিতু দুজনেই থাকছেন।
লকডাউন এবং ঈদের ছুটির কারণে দীর্ঘ সময় ক্যামেরার সামনে দাঁড়াননি বাপ্পী। এই ছবির মাধ্যমে তিনিও শুটিংয়ে ফিরছেন। বাপ্পী অভিনীত ৩০টির বেশি ছবি মুক্তি পেয়েছে। এবারই প্রথম তিনি কাজী হায়াতের নির্দেশনায় কাজ করবেন। এ বিষয়ে বাপ্পী বলেন, ‘কাজী হায়াতের মতো নির্মাতার ছবিতে অভিনয় করাটা সত্যিই গর্বের। আশা করছি, আমার ক্যারিয়ারের একটা মাইলফলক হয়ে থাকবে ছবিটি। তা ছাড়া মুনতাসীর মামুন স্যারের উপন্যাসে কাজ করতে পারছি, এটাও অন্যতম পাওয়া। “জয় বাংলা”-তো বাঙালির কাছে সবচেয়ে প্রিয় স্লোগান।’
উনসত্তরের গণ-অভ্যুত্থানের পূর্বের সময় থেকে একাত্তরের ১৬ ডিসেম্বরের দিন পর্যন্ত সময় উঠে আসবে ‘জয় বাংলা’ ছবিতে। এই ছবিতে এক কিশোরীর চরিত্রে দেখা যাবে জাহারা মিতুকে। ‘আগুন’ ছবিতে শাকিব খান ও ‘কমান্ডো’ ছবিতে দেবের বিপরীতে নাম লিখিয়ে আলোচনায় এসেছেন জাহারা। তবে শুটিং শুরু হয়নি কোনো ছবিরই। জাহারা বলেন, ‘উনসত্তর থেকে একাত্তর। ছবিটির প্রেক্ষাপট এই তিন বছর সময়কার। এমন একটি প্রেক্ষাপট কেন্দ্র ছবি করতে পারাটা আমার কাছে সৌভাগ্যের বিষয়। তাই অভিনয়ের প্রস্তাব পাওয়া মাত্র আর দ্বিতীয়বার ভাবিনি।’
নির্মাতা প্রসঙ্গে জাহারা মিতু বলেন, ‘কাজী হায়াৎ আমাদের সবার ভীষণ পছন্দের নির্মাতা। আমার মাকে ছবিটির কথা জানালে তিনি নির্মাতার কথা শুনেই বললেন, “করে ফেলো। কারণ, এটা কাজী হায়াতের ছবি!” কয়েক দিন গল্প নিয়ে বসেছি, পরিচালক আমাকে খুব পছন্দ করেছেন।’
‘জয় বাংলা’ উপন্যাসটি জাহারা মিতু পড়েছেন কলেজে পড়াকালীন। তাই আগেই কিছুটা ধারণা ছিল। নতুন করে আবার পড়েছেন। মুক্তিযুদ্ধের আগের একজন কিশোরীর চিন্তাভাবনা, চলনবলন এবং এখনকার প্রজন্মের একজন মেয়ের চিন্তাভাবনা থেকে সবকিছুতে অনেক তফাত। তিনি বলেন, ‘চরিত্রের জন্য আমাকে শারীরিক ও মানসিক দুভাবেই প্রস্তুতি নিতে হচ্ছে। শেষ কয়েক দিন ওজনও কমিয়েছি।’ সম্প্রতি অপূর্ব রানার পরিচালনায় ‘যন্ত্রণা’ ছবিতেও একসঙ্গে জুটিবদ্ধ হয়ে চুক্তি করেছেন বাপ্পী-জাহারা।
মুক্তিযুদ্ধ নিয়ে প্রখ্যাত সাহিত্যিক ও অধ্যাপক মুনতাসীর মামুনের কিশোর উপন্যাস ‘জয় বাংলা’। এই উপন্যাস অবলম্বনে ছবি বানাচ্ছেন কাজী হায়াৎ। উপন্যাসের নামেই হবে ছবির নাম। ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া ছবিটি নির্মাতা কাজী হায়াতের ৫১তম ছবি। আগামীকাল (২৫ সেপ্টেম্বর) থেকে শুরু হবে শুটিং। এতে প্রথমবারের মতো বাপ্পীর সঙ্গে জুটি বাঁধছেন জাহারা মিতু।
এই ছবির মাধ্যমে অনেক দিন পর শুটিংয়ে ফিরছেন কাজী হায়াৎ। তিনি জানান, শুটিং শুরু হবে এফডিসিতে। সপ্তাহখানেক চলবে প্রথম লটের শুটিং। শুরুর লটে বাপ্পী ও জাহারা মিতু দুজনেই থাকছেন।
লকডাউন এবং ঈদের ছুটির কারণে দীর্ঘ সময় ক্যামেরার সামনে দাঁড়াননি বাপ্পী। এই ছবির মাধ্যমে তিনিও শুটিংয়ে ফিরছেন। বাপ্পী অভিনীত ৩০টির বেশি ছবি মুক্তি পেয়েছে। এবারই প্রথম তিনি কাজী হায়াতের নির্দেশনায় কাজ করবেন। এ বিষয়ে বাপ্পী বলেন, ‘কাজী হায়াতের মতো নির্মাতার ছবিতে অভিনয় করাটা সত্যিই গর্বের। আশা করছি, আমার ক্যারিয়ারের একটা মাইলফলক হয়ে থাকবে ছবিটি। তা ছাড়া মুনতাসীর মামুন স্যারের উপন্যাসে কাজ করতে পারছি, এটাও অন্যতম পাওয়া। “জয় বাংলা”-তো বাঙালির কাছে সবচেয়ে প্রিয় স্লোগান।’
উনসত্তরের গণ-অভ্যুত্থানের পূর্বের সময় থেকে একাত্তরের ১৬ ডিসেম্বরের দিন পর্যন্ত সময় উঠে আসবে ‘জয় বাংলা’ ছবিতে। এই ছবিতে এক কিশোরীর চরিত্রে দেখা যাবে জাহারা মিতুকে। ‘আগুন’ ছবিতে শাকিব খান ও ‘কমান্ডো’ ছবিতে দেবের বিপরীতে নাম লিখিয়ে আলোচনায় এসেছেন জাহারা। তবে শুটিং শুরু হয়নি কোনো ছবিরই। জাহারা বলেন, ‘উনসত্তর থেকে একাত্তর। ছবিটির প্রেক্ষাপট এই তিন বছর সময়কার। এমন একটি প্রেক্ষাপট কেন্দ্র ছবি করতে পারাটা আমার কাছে সৌভাগ্যের বিষয়। তাই অভিনয়ের প্রস্তাব পাওয়া মাত্র আর দ্বিতীয়বার ভাবিনি।’
নির্মাতা প্রসঙ্গে জাহারা মিতু বলেন, ‘কাজী হায়াৎ আমাদের সবার ভীষণ পছন্দের নির্মাতা। আমার মাকে ছবিটির কথা জানালে তিনি নির্মাতার কথা শুনেই বললেন, “করে ফেলো। কারণ, এটা কাজী হায়াতের ছবি!” কয়েক দিন গল্প নিয়ে বসেছি, পরিচালক আমাকে খুব পছন্দ করেছেন।’
‘জয় বাংলা’ উপন্যাসটি জাহারা মিতু পড়েছেন কলেজে পড়াকালীন। তাই আগেই কিছুটা ধারণা ছিল। নতুন করে আবার পড়েছেন। মুক্তিযুদ্ধের আগের একজন কিশোরীর চিন্তাভাবনা, চলনবলন এবং এখনকার প্রজন্মের একজন মেয়ের চিন্তাভাবনা থেকে সবকিছুতে অনেক তফাত। তিনি বলেন, ‘চরিত্রের জন্য আমাকে শারীরিক ও মানসিক দুভাবেই প্রস্তুতি নিতে হচ্ছে। শেষ কয়েক দিন ওজনও কমিয়েছি।’ সম্প্রতি অপূর্ব রানার পরিচালনায় ‘যন্ত্রণা’ ছবিতেও একসঙ্গে জুটিবদ্ধ হয়ে চুক্তি করেছেন বাপ্পী-জাহারা।
আজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
৩০ মিনিট আগেঅভিনেতা হিসেবে তিনি যে দুর্দান্ত, তা বলা বাহুল্য। বলিউডে দুই যুগের বেশি সময় ধরে রাজত্ব করছেন তিনি। সেই বোমান ইরানি এবার দাঁড়ালেন ক্যামেরার পেছনে। প্রথমবারের মতো হাজির হলেন পরিচালক হিসেবে। বানিয়েছেন ‘দ্য মেহতা বয়েজ’। ৭ ফেব্রুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিনেমাটি। সম্প্রতি প্রকাশ পেয়েছে...
৪০ মিনিট আগেনব্বইয়ের দশকে ঢাকার মঞ্চের কয়েকজন তরুণ নাট্যপ্রেমী গড়ে তোলেন ‘প্রাচ্যনাট’ নামের নতুন নাট্যদল। নামটি দিয়েছিলেন প্রখ্যাত নাট্যকার ও গবেষক সেলিম আল দীন। ১৯৯৭ সালের ২১ ফেব্রুয়ারি দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সেই থেকে দলটি যেমন নতুন নতুন নাটক উপহার দিয়েছে, তেমনি নাট্যকর্মী সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ...
৪২ মিনিট আগেমিউজিক ট্যুরের ইতিহাসে সবচেয়ে বেশি দর্শক উপস্থিতির রেকর্ড গড়ল ব্রিটিশ রক ব্যান্ড কোল্ড প্লে। গত ২৬ জানুয়ারি ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১ লাখ ৩৪ হাজার জন দর্শক এসেছিলেন কোল্ড প্লের কনসার্টে। এটাই এখন পর্যন্ত কোনো মিউজিক ট্যুরের কনসার্টে সবচেয়ে বেশি দর্শক উপস্থিতি। সেই সুবাদে গিনেস...
১৩ ঘণ্টা আগে