গত শনিবার ঈদুল ফিতর উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আটটি সিনেমা। এর মধ্যে একটি অনন্ত জলিল ও বর্ষা অভিনীত সিনেমা ‘কিল হিম’। সুনান মুভিজের ব্যানারে সিনেমাটি প্রযোজনা ও পরিচালনা করেছেন মোহাম্মদ ইকবাল। এবার সেই মোহাম্মদ ইকবালকে হত্যার হুমকি দিলেন অজ্ঞাত একজন। আজ সোমবার সকালেই গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। যার নম্বর-১৩৮১।
সাধারণ ডায়েরি থেকে জানা যায়, গতকাল রোববার মধ্যরাত দুইটার দিকে অজ্ঞাতনামা একজন মোহাম্মদ ইকবালকে ফোন করে বড় ধরনের ক্ষতি ও গালাগালিসহ প্রাণনাশের হুমকি দেয়। এরপর আজ সকালেই তিনি ছুটে যান গুলশান থানায়। সাধারণ ডায়েরিতে তিনি সেই ফোন নম্বরটিও তুলে ধরেন।
জিডির বিষয়টি সম্পর্কে জানতে চাইলে গুলশান থানার ডিউটি অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন। বিষয়টি নিয়ে মোহাম্মদ ইকবাল বলেন, ‘কে বা কারা এই কাজটি করেছে, তা আমার জানা নেই। রাতে যেভাবে সেই লোকটি কথা বলেছে, মনে হয়েছে তারা কিছু একটা করার পরিকল্পনা করছে। তাই আমি বাধ্য হয়ে আজ থানায় গিয়েছি।’
কেন এমন হুমকি? এর পেছনে কোনো কারণ থাকতে পারে কি না, সে সম্পর্কে জানতে চাইলে ইকবাল বলেন, ‘না, কোনো কারণ আমার জানা নেই। আমার কারও সঙ্গে শত্রুতা নেই। তবে এতটুকু ধারণা করছি, আমার ঈদের ছবিটি বেশ ভালো চলছে। হয়তো কোনো পক্ষ এটা চাইছে না। এ কারণেই আমাকে ভয় দেখাচ্ছে। আমি আইনের আশ্রয় নিয়েছি। আশা করি, তারাই এর ব্যবস্থা নেবে।’
কিল হিম দিয়ে প্রথমবার নিজস্ব প্রযোজনার বাইরে অভিনয় করলেন অনন্ত জলিল। সুনান মুভিজের ব্যানারে নির্মিত ও মো. ইকবাল পরিচালনায় এ সিনেমায় অনন্ত-বর্ষা ছাড়া আরও অভিনয় করেছেন রুবেল, মিশা সওদাগর, সীমান্ত, রাহুল দেব ও অ্যামি রায় প্রমুখ।
গত শনিবার ঈদুল ফিতর উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আটটি সিনেমা। এর মধ্যে একটি অনন্ত জলিল ও বর্ষা অভিনীত সিনেমা ‘কিল হিম’। সুনান মুভিজের ব্যানারে সিনেমাটি প্রযোজনা ও পরিচালনা করেছেন মোহাম্মদ ইকবাল। এবার সেই মোহাম্মদ ইকবালকে হত্যার হুমকি দিলেন অজ্ঞাত একজন। আজ সোমবার সকালেই গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। যার নম্বর-১৩৮১।
সাধারণ ডায়েরি থেকে জানা যায়, গতকাল রোববার মধ্যরাত দুইটার দিকে অজ্ঞাতনামা একজন মোহাম্মদ ইকবালকে ফোন করে বড় ধরনের ক্ষতি ও গালাগালিসহ প্রাণনাশের হুমকি দেয়। এরপর আজ সকালেই তিনি ছুটে যান গুলশান থানায়। সাধারণ ডায়েরিতে তিনি সেই ফোন নম্বরটিও তুলে ধরেন।
জিডির বিষয়টি সম্পর্কে জানতে চাইলে গুলশান থানার ডিউটি অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন। বিষয়টি নিয়ে মোহাম্মদ ইকবাল বলেন, ‘কে বা কারা এই কাজটি করেছে, তা আমার জানা নেই। রাতে যেভাবে সেই লোকটি কথা বলেছে, মনে হয়েছে তারা কিছু একটা করার পরিকল্পনা করছে। তাই আমি বাধ্য হয়ে আজ থানায় গিয়েছি।’
কেন এমন হুমকি? এর পেছনে কোনো কারণ থাকতে পারে কি না, সে সম্পর্কে জানতে চাইলে ইকবাল বলেন, ‘না, কোনো কারণ আমার জানা নেই। আমার কারও সঙ্গে শত্রুতা নেই। তবে এতটুকু ধারণা করছি, আমার ঈদের ছবিটি বেশ ভালো চলছে। হয়তো কোনো পক্ষ এটা চাইছে না। এ কারণেই আমাকে ভয় দেখাচ্ছে। আমি আইনের আশ্রয় নিয়েছি। আশা করি, তারাই এর ব্যবস্থা নেবে।’
কিল হিম দিয়ে প্রথমবার নিজস্ব প্রযোজনার বাইরে অভিনয় করলেন অনন্ত জলিল। সুনান মুভিজের ব্যানারে নির্মিত ও মো. ইকবাল পরিচালনায় এ সিনেমায় অনন্ত-বর্ষা ছাড়া আরও অভিনয় করেছেন রুবেল, মিশা সওদাগর, সীমান্ত, রাহুল দেব ও অ্যামি রায় প্রমুখ।
অভিনয়ের পাশাপাশি অনেক তারকা বিভিন্ন ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত হন। কারও রয়েছে রেস্তোরাঁ, কেউ যুক্ত স্যালন ও পারলারের সঙ্গে, কারও রয়েছে ফ্যাশন ব্র্যান্ড। অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও যুক্ত হয়েছেন ব্যবসার সঙ্গে।
১০ ঘণ্টা আগেঅপু বিশ্বাসের পর এবার শবনম বুবলী ও ছেলে বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রে ঘুরছেন শাকিব। আজ দুপুরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তাঁদের একসঙ্গে সময় কাটানোর কয়েকটি ছবি। এরপর বিষয়টি আর গোপন রাখেননি বুবলী। তিনজনের বেশ কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘লাইফ ইন ইউএসএ’।
১১ ঘণ্টা আগেনাট্যদল বাতিঘর থিয়েটারের আলোচিত নাটক ‘র্যাডক্লিফ লাইন’ আবার ফিরছে মঞ্চে। সর্বশেষ ২০২৩ সালের আগস্টে মঞ্চস্থ হয়েছিল নাটকটি। দুই বছর পর ১৫ আগস্ট সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে আবার দেখা যাবে র্যাডক্লিফ লাইন।
১৯ ঘণ্টা আগেগতকাল প্রকাশিত হলো আসিফ আকবরের ‘যত ভালোবাসি তোরে’ গানের ভিডিও। ডিপি মিউজিক স্টেশন ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানটির ভিডিওতে মডেল হয়েছেন নয়ন সানি ও অভিনেত্রী প্রিয়া অনন্যা। ভিডিও পরিচালনা করেছেন মোহন ইসলাম।
১ দিন আগে