Ajker Patrika

কিল হিম সিনেমার পরিচালককে হত্যার হুমকি, থানায় জিডি

আপডেট : ২৪ এপ্রিল ২০২৩, ১৬: ৫৯
কিল হিম সিনেমার পরিচালককে হত্যার হুমকি, থানায় জিডি

গত শনিবার ঈদুল ফিতর উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আটটি সিনেমা। এর মধ্যে একটি অনন্ত জলিল ও বর্ষা অভিনীত সিনেমা ‘কিল হিম’। সুনান মুভিজের ব্যানারে সিনেমাটি প্রযোজনা ও পরিচালনা করেছেন মোহাম্মদ ইকবাল। এবার সেই মোহাম্মদ ইকবালকে হত্যার হুমকি দিলেন অজ্ঞাত একজন। আজ সোমবার সকালেই গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। যার নম্বর-১৩৮১।

সাধারণ ডায়েরি থেকে জানা যায়, গতকাল রোববার মধ্যরাত দুইটার দিকে অজ্ঞাতনামা একজন মোহাম্মদ ইকবালকে ফোন করে বড় ধরনের ক্ষতি ও গালাগালিসহ প্রাণনাশের হুমকি দেয়। এরপর আজ সকালেই তিনি ছুটে যান গুলশান থানায়। সাধারণ ডায়েরিতে তিনি সেই ফোন নম্বরটিও তুলে ধরেন।

জিডির বিষয়টি সম্পর্কে জানতে চাইলে গুলশান থানার ডিউটি অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন। বিষয়টি নিয়ে মোহাম্মদ ইকবাল বলেন, ‘কে বা কারা এই কাজটি করেছে, তা আমার জানা নেই। রাতে যেভাবে সেই লোকটি কথা বলেছে, মনে হয়েছে তারা কিছু একটা করার পরিকল্পনা করছে। তাই আমি বাধ্য হয়ে আজ থানায় গিয়েছি।’

কেন এমন হুমকি? এর পেছনে কোনো কারণ থাকতে পারে কি না, সে সম্পর্কে জানতে চাইলে ইকবাল বলেন, ‘না, কোনো কারণ আমার জানা নেই। আমার কারও সঙ্গে শত্রুতা নেই। তবে এতটুকু ধারণা করছি, আমার ঈদের ছবিটি বেশ ভালো চলছে। হয়তো কোনো পক্ষ এটা চাইছে না। এ কারণেই আমাকে ভয় দেখাচ্ছে। আমি আইনের আশ্রয় নিয়েছি। আশা করি, তারাই এর ব্যবস্থা নেবে।’

কিল হিম দিয়ে প্রথমবার নিজস্ব প্রযোজনার বাইরে অভিনয় করলেন অনন্ত জলিল। সুনান মুভিজের ব্যানারে নির্মিত ও মো. ইকবাল পরিচালনায় এ সিনেমায় অনন্ত-বর্ষা ছাড়া আরও অভিনয় করেছেন রুবেল, মিশা সওদাগর, সীমান্ত, রাহুল দেব ও অ্যামি রায় প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত