গত মাসে ‘প্রিয়তমা’ সিনেমার মুক্তি উপলক্ষে যুক্তরাষ্ট্রে উড়ে গেলেও সম্প্রতি একসঙ্গে সিনেমাটি দেখেছেন চিত্রনায়ক শাকিব খান ও পরিচালক হিমেল আশরাফ। নিউ ইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্স সিনেমাসে হলভর্তি দর্শকের সঙ্গে ‘প্রিয়তমা’ দেখেন তাঁরা। এদিন তাঁদের সঙ্গে বাংলাদেশের আরও শোবিজ তারকাদেরও দেখা গেছে।
সিনেমাটি দেখে আবেগতাড়িত হয়ে পড়েন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। এমনটাই জানিয়েছেন নির্মাতা হিমেল আশরাফ। সেই সঙ্গে তিনিও স্মৃতিকাতর হয়ে পড়েন।
সিনেমা শেষ করে হলের মধ্যেই করা একটি ভিডিও ক্লিপ শেয়ার করেন হিমেল আশরাফ। যেখানে তাঁর সঙ্গে আপ্লুত শাকিব খানকেও দেখা যায়। হিমেল আশরাফ ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘২০১৭ সালে ‘প্রিয়তমা’ বানানোর ঘোষণার পরে আমাকে আমেরিকায় চলে আসতে হয় জীবনের প্রয়োজনে। তারপর থেকে আজ পর্যন্ত আমাকে মিডিয়ায় ছোট করে হলেও বাঁচিয়ে রেখেছিলেন শাকিব খান। আমি দেশে উপস্থিত ছিলাম না, এর পরেও তাঁর প্রায় প্রতিটা সিনেমার অনুষ্ঠানে তিনি আমার কথা বলতেন, আমার নাম বলতেন। ‘প্রিয়তমা’ না করতে পারার পরেও তার ঘরের রাজকুমার ও মায়া নামের দুটি সিনেমায় আমার নাম ঘোষণা করার পরে মোটামুটি সবাই টিটকারি মেরে হেসেছেন।’
অতীতের তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করে হিমেল আরও লিখেছেন, ‘শাকিব ভাইকে সবাই বলতেন হিমেলকে দিয়ে হবে না, নাটকের ছেলে, নাটক বানায় ফেলবে। কেউ বলতেন ওর প্রথম সিনেমা ভালো যায় নাই, কুফা ভাই, নিয়েন না। কেউ কেউ বলেছে, শাকিব ভাই ভুল করছেন, ও তো নাটকের কিছু করতে পারে নাই, পরে বুঝবেন। ৯৯ ভাগ মানুষ শাকিব ভাইর কাছে আমার নামে নেগেটিভ মন্তব্য করতেন। কিন্তু কোনো এক অদ্ভুত কারণে উনি আমার ওপর আস্থা পেতেন। প্রায়ই বলতেন, তুই একদিন বড় ডিরেক্টর হবি হিমেল। আমি আজও জানি না তিনি আসলে কেন বলতেন এই কথা। শুধু আমাকে না, আমার অনুপস্থিতিতেও তিনি খুবই কনফিডেন্সের সঙ্গে বলতেন, হিমেল ভালো বানাবে। তার কথা শুনে মানুষ মুচকি হাসত।’
হিমেল আশরাফ আরও লিখেছেন, ‘আজ “প্রিয়তমা” দেখা শেষে তার ভেজা চোখে চোখ পড়তেই আমাকে দেখে হেসে আমার কাঁধে হাত রেখে কিছু না বলেও যেন কত কিছু বললেন। আর আমি তার বিজয়ের হাসি দেখে মনে মনে বারবার বলছিলাম, ভাইয়া থ্যাংক ইউ…।’
শাকিবের কাছে আজীবন ঋণী হয়ে থাকবেন, এমন মন্তব্য করে হিমেল আশরাফ লিখেছেন, ‘শাকিব খানের ব্যস্ত শিডিউলে হয়তো তার সঙ্গে আমার অনেক কাজ হবে না, কিন্তু একজন নির্মাতা হিমেল আশরাফ আজীবন শাকিব খানের কাছে ঋণী হয়ে থাকবে।’
প্রিয়তমায় জুটি বেঁধে অভিনয় করেছেন শাকিব খান ও কলকাতার ইধিকা পাল। ঈদের দিন (২৯ জুন) ছবিটি দেশের ১০৭টি হলে মুক্তি পায়।
এদিকে যুক্তরাষ্ট্র এবং কানাডার পর এই মাসে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ফ্রান্সে মুক্তি পেতে যাচ্ছে।
গত মাসে ‘প্রিয়তমা’ সিনেমার মুক্তি উপলক্ষে যুক্তরাষ্ট্রে উড়ে গেলেও সম্প্রতি একসঙ্গে সিনেমাটি দেখেছেন চিত্রনায়ক শাকিব খান ও পরিচালক হিমেল আশরাফ। নিউ ইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্স সিনেমাসে হলভর্তি দর্শকের সঙ্গে ‘প্রিয়তমা’ দেখেন তাঁরা। এদিন তাঁদের সঙ্গে বাংলাদেশের আরও শোবিজ তারকাদেরও দেখা গেছে।
সিনেমাটি দেখে আবেগতাড়িত হয়ে পড়েন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। এমনটাই জানিয়েছেন নির্মাতা হিমেল আশরাফ। সেই সঙ্গে তিনিও স্মৃতিকাতর হয়ে পড়েন।
সিনেমা শেষ করে হলের মধ্যেই করা একটি ভিডিও ক্লিপ শেয়ার করেন হিমেল আশরাফ। যেখানে তাঁর সঙ্গে আপ্লুত শাকিব খানকেও দেখা যায়। হিমেল আশরাফ ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘২০১৭ সালে ‘প্রিয়তমা’ বানানোর ঘোষণার পরে আমাকে আমেরিকায় চলে আসতে হয় জীবনের প্রয়োজনে। তারপর থেকে আজ পর্যন্ত আমাকে মিডিয়ায় ছোট করে হলেও বাঁচিয়ে রেখেছিলেন শাকিব খান। আমি দেশে উপস্থিত ছিলাম না, এর পরেও তাঁর প্রায় প্রতিটা সিনেমার অনুষ্ঠানে তিনি আমার কথা বলতেন, আমার নাম বলতেন। ‘প্রিয়তমা’ না করতে পারার পরেও তার ঘরের রাজকুমার ও মায়া নামের দুটি সিনেমায় আমার নাম ঘোষণা করার পরে মোটামুটি সবাই টিটকারি মেরে হেসেছেন।’
অতীতের তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করে হিমেল আরও লিখেছেন, ‘শাকিব ভাইকে সবাই বলতেন হিমেলকে দিয়ে হবে না, নাটকের ছেলে, নাটক বানায় ফেলবে। কেউ বলতেন ওর প্রথম সিনেমা ভালো যায় নাই, কুফা ভাই, নিয়েন না। কেউ কেউ বলেছে, শাকিব ভাই ভুল করছেন, ও তো নাটকের কিছু করতে পারে নাই, পরে বুঝবেন। ৯৯ ভাগ মানুষ শাকিব ভাইর কাছে আমার নামে নেগেটিভ মন্তব্য করতেন। কিন্তু কোনো এক অদ্ভুত কারণে উনি আমার ওপর আস্থা পেতেন। প্রায়ই বলতেন, তুই একদিন বড় ডিরেক্টর হবি হিমেল। আমি আজও জানি না তিনি আসলে কেন বলতেন এই কথা। শুধু আমাকে না, আমার অনুপস্থিতিতেও তিনি খুবই কনফিডেন্সের সঙ্গে বলতেন, হিমেল ভালো বানাবে। তার কথা শুনে মানুষ মুচকি হাসত।’
হিমেল আশরাফ আরও লিখেছেন, ‘আজ “প্রিয়তমা” দেখা শেষে তার ভেজা চোখে চোখ পড়তেই আমাকে দেখে হেসে আমার কাঁধে হাত রেখে কিছু না বলেও যেন কত কিছু বললেন। আর আমি তার বিজয়ের হাসি দেখে মনে মনে বারবার বলছিলাম, ভাইয়া থ্যাংক ইউ…।’
শাকিবের কাছে আজীবন ঋণী হয়ে থাকবেন, এমন মন্তব্য করে হিমেল আশরাফ লিখেছেন, ‘শাকিব খানের ব্যস্ত শিডিউলে হয়তো তার সঙ্গে আমার অনেক কাজ হবে না, কিন্তু একজন নির্মাতা হিমেল আশরাফ আজীবন শাকিব খানের কাছে ঋণী হয়ে থাকবে।’
প্রিয়তমায় জুটি বেঁধে অভিনয় করেছেন শাকিব খান ও কলকাতার ইধিকা পাল। ঈদের দিন (২৯ জুন) ছবিটি দেশের ১০৭টি হলে মুক্তি পায়।
এদিকে যুক্তরাষ্ট্র এবং কানাডার পর এই মাসে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ফ্রান্সে মুক্তি পেতে যাচ্ছে।
বাবার কথা অক্ষরে অক্ষরে মেনে চলেন সালমান খান। তাঁর বাবা প্রখ্যাত চিত্রনাট্যকার ও প্রযোজক সেলিম খান। ক্যারিয়ারের শুরু থেকেই বাবার পরামর্শ মেনে কাজ করছেন বলিউড ভাইজান। তাঁর ব্যক্তিজীবনেও ছাপ ফেলেছে বাবার জীবনদর্শন। তবে সম্প্রতি বাবার মুখ থেকে একটি উপদেশ শুনে বেশ আফসোসই হলো সালমানের। ভক্তদের সঙ্গে সেটা
১৪ মিনিট আগেযুক্তরাজ্যের যে সিনেমা হলে এই ঘটনা ঘটেছে, সেখানে পবন কল্যাণ অভিনীত তেলুগু সিনেমা ‘হারি হারা ভেরা মাল্লু’র প্রদর্শনী চলছিল। হঠাৎ প্রদর্শনী থামিয়ে দেওয়া হয়। কেন সিনেমা হল নোংরা করা হচ্ছে—দর্শকদের এমন প্রশ্ন করেন হলের কর্মীরা।
২ ঘণ্টা আগেওয়েব কনটেন্টের নিয়মিত দর্শক চিত্রাঙ্গদা সিং। এই বলিউড অভিনেত্রীর ওয়াচ লিস্টে রয়েছে সারা বিশ্বের সিনেমা-সিরিজ। বর্তমানে তিনি দেখছেন ‘ল্যান্ডম্যান’। চিত্রাঙ্গদার প্রিয় হয়ে উঠেছে সিরিজটি। অভিনেত্রী জানালেন তাঁর আরও দুই পছন্দের ওয়েব সিরিজের নাম।
৬ ঘণ্টা আগেউত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
১৬ ঘণ্টা আগে