বিনোদন ডেস্ক
করণ জোহর পরিচালিত সিনেমা ‘রকি অওর রানি কি প্রেম কাহানি’ মুক্তি পেয়েছে গত ২৮ জুলাই। বক্স অফিসে এখনো ভালো চলছে রণবীর সিং ও আলিয়া ভাট অভিনীত সিনেমাটি। বাঙালি-অবাঙালি দুই পরিবারের গল্প-প্রেমের পাশাপাশি সিনেমাটিতে দুই বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র ও শাবানা আজমির চুম্বনদৃশ্য নিয়ে হয়েছে আলোচনা–সমালোচনা। এবার এক সাক্ষাৎকারে ধর্মেন্দ্রপত্নী হেমাকে বলতে শোনা গেল, সুযোগ পেলে তিনিও পর্দায় চুমু খেতে পিছপা হবেন না!
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ধর্মেন্দ্র ও শাবানা আজমির মতো পর্দায় চুম্বনে স্বাচ্ছন্দ্য বোধ করবেন কি না—এমন প্রশ্ন করা হলে হেমা মালিনি জবাব দেন, ‘অবশ্যই। কেন করব না? যদি সেটা সিনেমার সঙ্গে সম্পর্কিত থাকে। যদি চিত্রনাট্যের সঙ্গে যায়, তাহলে আমিও চুমু খাব।’ যদিও হেমা জানান, করণ জোহরের ‘রকি অওর রানি কি প্রেম কাহানি’ সিনেমাটি এখনো দেখে উঠতে পারেননি তিনি।
এর আগেও শাবানা আর ধর্মেন্দ্রর চুমু নিয়ে প্রশ্ন করা হলে হেমা প্রতিক্রিয়ায় জানিয়েছিলেন, ‘আমি নিশ্চিত যে দর্শকেরা সিনেমাটি পছন্দ করেছে। আমি ধর্মাজির জন্য খুব খুশি, কারণ তিনি ক্যামেরার সামনে থাকতে পছন্দ করেন। এটা তাঁর খুব পছন্দের।’
এর আগে নিউজ ১৮কে দেওয়া এক সাক্ষাৎকারে ধর্মেন্দ্র চুম্বনের বিষয়ে বলেন, ‘আমি শুনছি যে শাবানা ও আমার চুম্বন দৃশ্য দর্শকদের অবাক করে দিয়েছে এবং একই সঙ্গে তাঁরা এটির প্রশংসাও করেছেন। আবার অনেকে সমালোচনাও করেছেন। আমার মনে হয় মানুষ এটা আশা করেনি, তাই এ দৃশ্য নিয়ে আলোচনা চলছে।’
‘শোলে’, ‘রাজিয়া সুলতান’ এবং ‘সীতা অর গীতা’র মতো ছবিতে ধর্মেন্দ্রর সঙ্গে অভিনয় করেছেন হেমা। ১৯৮০ সালে দুজনের বিয়ে হয়। তাঁদের দুই মেয়ে এশা ও অহনা দেওল। এর মধ্যে এশা কাজ করেছেন বলিউডে। হেমা মালিনিকে শেষবার পর্দায় দেখা গেছে ২০০০ সালে সিমলা মিরচিতে।
করণ জোহর পরিচালিত সিনেমা ‘রকি অওর রানি কি প্রেম কাহানি’ মুক্তি পেয়েছে গত ২৮ জুলাই। বক্স অফিসে এখনো ভালো চলছে রণবীর সিং ও আলিয়া ভাট অভিনীত সিনেমাটি। বাঙালি-অবাঙালি দুই পরিবারের গল্প-প্রেমের পাশাপাশি সিনেমাটিতে দুই বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র ও শাবানা আজমির চুম্বনদৃশ্য নিয়ে হয়েছে আলোচনা–সমালোচনা। এবার এক সাক্ষাৎকারে ধর্মেন্দ্রপত্নী হেমাকে বলতে শোনা গেল, সুযোগ পেলে তিনিও পর্দায় চুমু খেতে পিছপা হবেন না!
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ধর্মেন্দ্র ও শাবানা আজমির মতো পর্দায় চুম্বনে স্বাচ্ছন্দ্য বোধ করবেন কি না—এমন প্রশ্ন করা হলে হেমা মালিনি জবাব দেন, ‘অবশ্যই। কেন করব না? যদি সেটা সিনেমার সঙ্গে সম্পর্কিত থাকে। যদি চিত্রনাট্যের সঙ্গে যায়, তাহলে আমিও চুমু খাব।’ যদিও হেমা জানান, করণ জোহরের ‘রকি অওর রানি কি প্রেম কাহানি’ সিনেমাটি এখনো দেখে উঠতে পারেননি তিনি।
এর আগেও শাবানা আর ধর্মেন্দ্রর চুমু নিয়ে প্রশ্ন করা হলে হেমা প্রতিক্রিয়ায় জানিয়েছিলেন, ‘আমি নিশ্চিত যে দর্শকেরা সিনেমাটি পছন্দ করেছে। আমি ধর্মাজির জন্য খুব খুশি, কারণ তিনি ক্যামেরার সামনে থাকতে পছন্দ করেন। এটা তাঁর খুব পছন্দের।’
এর আগে নিউজ ১৮কে দেওয়া এক সাক্ষাৎকারে ধর্মেন্দ্র চুম্বনের বিষয়ে বলেন, ‘আমি শুনছি যে শাবানা ও আমার চুম্বন দৃশ্য দর্শকদের অবাক করে দিয়েছে এবং একই সঙ্গে তাঁরা এটির প্রশংসাও করেছেন। আবার অনেকে সমালোচনাও করেছেন। আমার মনে হয় মানুষ এটা আশা করেনি, তাই এ দৃশ্য নিয়ে আলোচনা চলছে।’
‘শোলে’, ‘রাজিয়া সুলতান’ এবং ‘সীতা অর গীতা’র মতো ছবিতে ধর্মেন্দ্রর সঙ্গে অভিনয় করেছেন হেমা। ১৯৮০ সালে দুজনের বিয়ে হয়। তাঁদের দুই মেয়ে এশা ও অহনা দেওল। এর মধ্যে এশা কাজ করেছেন বলিউডে। হেমা মালিনিকে শেষবার পর্দায় দেখা গেছে ২০০০ সালে সিমলা মিরচিতে।
মেয়ের বিষয়ে একই পথে হাঁটলেন আলিয়া ভাট। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছোট্ট মেয়ের রাহার সব ছবি সরিয়ে ফেলেছেন এ অভিনেত্রী। এ নিয়ে ভক্তদের মনে উদ্রেক ঘটেছে আফসোস, হতাশার! আবার এ সিদ্ধান্তকে সাধুবাদও জানিয়েছেন অনেকেই। সব মিলিয়ে এ নিয়ে সরগরম নেটপাড়া। তবে এ বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু বলেননি...
২ ঘণ্টা আগেবিশ্বের সর্বোচ্চ আয়কারী অভিনেতা-অভিনেত্রীদের তালিকা প্রকাশ করেছে প্রখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বস। আর ২০২৪ সালের জন্য প্রকাশিত এই তালিকায় ডোয়াইন জনসন চার বছর পর আবারও শীর্ষে ফিরেছেন। গত বছরে তিনি বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে রায়ান রেনল্ডস ও জেরি সাইনফেল্ডের মতো তারকাদের পেছনে ফেলে শীর্ষ স্থান দখল...
৪ ঘণ্টা আগেভারতের জনপ্রিয় সংগীত শিল্পী শ্রেয়া ঘোষালের এক্স হ্যান্ডেল (টুইটার) হ্যাক হয়েছে। বিগত ১৬ দিন ধরে তাঁর অ্যাকাউন্ট সাইবার হ্যাকারদের কবলে রয়েছে। বারবার চেষ্টার পরও এক্স হ্যান্ডেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেননি তিনি। অবশেষে ভক্তদের জন্য সতর্কবার্তা দিয়েছেন এ কণ্ঠশিল্পী। তাঁর এক্স হ্যান্ডেল...
৫ ঘণ্টা আগেঅভিনেতা নিলয় আলমগীরের পশুপ্রেমের কথা তাঁর কাছের মানুষ কমবেশি সবাই জানেন। মাঝেমধ্যেই তিনি পথপশুদের জন্য খাবারের ব্যবস্থা করেন। কয়েক দিন আগেও সেন্ট মার্টিনের কুকুরগুলোর জন্য খাবার সংগ্রহের উদ্যোগ নিয়েছিলেন নিলয়। কারণ ওই সময়টায় দ্বীপটিতে পর্যটকদের প্রবেশ বন্ধ ছিল। এবার নাটকেও দেখা মিলবে নিলয়ের...
৭ ঘণ্টা আগে