‘ক্যারিয়ারের সবচেয়ে বড় সিনেমা শুরু করছি।’ বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের দাবি, ‘ভুলভুলাইয়া থ্রি’ হতে যাচ্ছে তাঁর জীবনের সবচেয়ে বড় সিনেমা। গতকাল শনিবার থেকে শুরু হয়েছে আনিজ বাজমি পরিচালিত সিনেমাটির শুটিং। আর পূজা দেওয়ার ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে কার্তিক জানিয়েছেন, সিনেমাটি তাঁর কাছে অনেক বড় কিছু হতে যাচ্ছে।
এদিকে ‘ভুলভুলাইয়া থ্রি’তে ‘মঞ্জুলিকা’ হয়ে ফিরছেন বিদ্যা বালান। ‘ভুলভুলাইয়া টু’ ছবিতেও এসেছিল মঞ্জুলিকার গল্প। সেখানে অভিনয় করেছিলেন টাবু। তবে মঞ্জুলিকার চরিত্রে দর্শকের প্রথম পছন্দ বিদ্যাই। তাই ‘ভুলভুলাইয়া থ্রি’তে বিদ্যাকেই ফিরিয়ে আনছেন পরিচালক অনীশ বাজমি।
সিনেমাটিতে কার্তিক-বিদ্যা ছাড়াও আরও দেখা যাবে তৃপ্তি দিমরিকে। মাধুরী দীক্ষিত সিনেমাটিতে অভিনয় করবেন—এমন জল্পনা থাকলেও তা ঘোষণা করা হয়নি।
২০০৭ সালে মুক্তি পেয়েছিল ‘ভুলভুলাইয়া’। যেখানে মনোবিদের ভূমিকায় দেখা গিয়েছিল অক্ষয়কে। বন্ধু সাইনি আহুজার স্ত্রী বিদ্যা বালানের ‘ভূতুড়ে’ রোগ সারাতে পুরোনো এক বাড়িতে গিয়ে নানা অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হতে দেখা যায় অক্ষয়কে।
২০২২ সালে মুক্তি পায় এই ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তি ‘ভুলভুলাইয়া টু’। এতে অভিনয় করেছেন কার্তিক, কিয়ারা ও টাবু।
‘ভুলভুলাইয়া টু’ সুপারহিট হয়। তবে এর পরও ‘ভুলভুলাইয়া থ্রি’তে অক্ষয় কুমার থাকবেন কি না, সে প্রশ্ন ওঠে। কিন্তু প্রযোজক-পরিচালক ভরসা রেখেছেন কার্তিকের ওপর। তাই হয়তো কবীর খানের পরিচালনায় ছবি করার পরেও, কার্তিকের মতে এটাই তাঁর জীবনের বিগেস্ট সিনেমা।
‘ক্যারিয়ারের সবচেয়ে বড় সিনেমা শুরু করছি।’ বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের দাবি, ‘ভুলভুলাইয়া থ্রি’ হতে যাচ্ছে তাঁর জীবনের সবচেয়ে বড় সিনেমা। গতকাল শনিবার থেকে শুরু হয়েছে আনিজ বাজমি পরিচালিত সিনেমাটির শুটিং। আর পূজা দেওয়ার ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে কার্তিক জানিয়েছেন, সিনেমাটি তাঁর কাছে অনেক বড় কিছু হতে যাচ্ছে।
এদিকে ‘ভুলভুলাইয়া থ্রি’তে ‘মঞ্জুলিকা’ হয়ে ফিরছেন বিদ্যা বালান। ‘ভুলভুলাইয়া টু’ ছবিতেও এসেছিল মঞ্জুলিকার গল্প। সেখানে অভিনয় করেছিলেন টাবু। তবে মঞ্জুলিকার চরিত্রে দর্শকের প্রথম পছন্দ বিদ্যাই। তাই ‘ভুলভুলাইয়া থ্রি’তে বিদ্যাকেই ফিরিয়ে আনছেন পরিচালক অনীশ বাজমি।
সিনেমাটিতে কার্তিক-বিদ্যা ছাড়াও আরও দেখা যাবে তৃপ্তি দিমরিকে। মাধুরী দীক্ষিত সিনেমাটিতে অভিনয় করবেন—এমন জল্পনা থাকলেও তা ঘোষণা করা হয়নি।
২০০৭ সালে মুক্তি পেয়েছিল ‘ভুলভুলাইয়া’। যেখানে মনোবিদের ভূমিকায় দেখা গিয়েছিল অক্ষয়কে। বন্ধু সাইনি আহুজার স্ত্রী বিদ্যা বালানের ‘ভূতুড়ে’ রোগ সারাতে পুরোনো এক বাড়িতে গিয়ে নানা অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হতে দেখা যায় অক্ষয়কে।
২০২২ সালে মুক্তি পায় এই ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তি ‘ভুলভুলাইয়া টু’। এতে অভিনয় করেছেন কার্তিক, কিয়ারা ও টাবু।
‘ভুলভুলাইয়া টু’ সুপারহিট হয়। তবে এর পরও ‘ভুলভুলাইয়া থ্রি’তে অক্ষয় কুমার থাকবেন কি না, সে প্রশ্ন ওঠে। কিন্তু প্রযোজক-পরিচালক ভরসা রেখেছেন কার্তিকের ওপর। তাই হয়তো কবীর খানের পরিচালনায় ছবি করার পরেও, কার্তিকের মতে এটাই তাঁর জীবনের বিগেস্ট সিনেমা।
বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
৩৪ মিনিট আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
৩৯ মিনিট আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
৪৩ মিনিট আগেকালজয়ী রূপকথা ‘স্নো হোয়াইট’কে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে স্নো হোয়াইট। ডিজনির অন্যতম ব্যয়বহুল এই মিউজিক্যাল ফ্যান্টাসি মুক্তির আগে থেকেই নানা বিতর্কে জড়িয়েছিল। গত ২১ মার্চে মুক্তির পর বিতর্ক বেড়েছে আরও।
১ ঘণ্টা আগে