অভিনয়ের জাদুতে প্রতিবারই ভক্তদের মুগ্ধ করে এসেছেন বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকি। এরই ধারাবাহিকতায় গত বছরের শেষে প্রকাশ্যে এসেছিল আসন্ন সিনেমা ‘হাড্ডি’তে তাঁর ভিন্নধর্মী লুক! যেখানে একেবারেই অদেখা এক লুকে দেখা মিলেছিল তাঁর। আর এবার প্রকাশ্যে এসেছে আসন্ন সেই সিনেমার ট্রেলার। যেখানে তাঁর লুক বেশ প্রশংসা কুড়াচ্ছে।
ট্রেলারে নওয়াজুদ্দিনকে রূপান্তরকামীর বেশে একের পর এক খুন কর দেখা গেছে। যা দেখে রীতিমতো গা শিওরে উঠেছে অনুরাগীদের। ‘হাড্ডি’র ট্রেলারে নওয়াজের দুর্ধর্ষ লুক মুক্তির কয়েক ঘণ্টার মাঝেই যথেষ্ট শোরগোল পড়েছে।
দুই মিনিট ১৭ সেকেন্ডের ট্রেলারে পুরোদস্তুর ভিন্ন রূপে ধরা দিয়েছেন নওয়াজ। পরনে শাড়ি, গলা ও কানে ভারী গয়না, ঠোঁটে গাঢ় লিপস্টিক, টিপ আর আলগা খোঁপায় গুঁজে রাখা একটি ছুরি-এ এক অন্য নওয়াজুদ্দিন। ট্রেলারে নওয়াজুদ্দিনের পাশাপাশি খলনায়কের ভূমিকায় দেখা গেছে নির্মাতা অনুরাগ কাশ্যপকেও।
‘হাড্ডি’র ঝলক সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে নওয়াজ লিখেছেন, ‘এর আগে কখনো এ রকম হাড়হিম করা প্রতিশোধ দেখেছেন?’
নওয়াজুদ্দিনের ‘হাড্ডি’ সিনেমায় নওয়াজের মায়ের ভূমিকায় দেখা গেছে ইলা অরুণকে। আগামী ৭ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভ এ মুক্তি পাবে এই সিনেমাটি। এতে আরও অভিনয় করেছেন–মুহম্মদ জিশান আইয়ুব, সৌরভ সচদেভা, শ্রীধর দুবে, রাজেশ কুমার, বিপিন শর্মা এবং সহর্ষ শুক্লা।
নওয়াজুদ্দিনকে শেষবার ‘হিরোপান্তি ২’ ও ‘টিকু ওয়েডস শেরু’ সিনেমায় দেখা গেছে।
অভিনয়ের জাদুতে প্রতিবারই ভক্তদের মুগ্ধ করে এসেছেন বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকি। এরই ধারাবাহিকতায় গত বছরের শেষে প্রকাশ্যে এসেছিল আসন্ন সিনেমা ‘হাড্ডি’তে তাঁর ভিন্নধর্মী লুক! যেখানে একেবারেই অদেখা এক লুকে দেখা মিলেছিল তাঁর। আর এবার প্রকাশ্যে এসেছে আসন্ন সেই সিনেমার ট্রেলার। যেখানে তাঁর লুক বেশ প্রশংসা কুড়াচ্ছে।
ট্রেলারে নওয়াজুদ্দিনকে রূপান্তরকামীর বেশে একের পর এক খুন কর দেখা গেছে। যা দেখে রীতিমতো গা শিওরে উঠেছে অনুরাগীদের। ‘হাড্ডি’র ট্রেলারে নওয়াজের দুর্ধর্ষ লুক মুক্তির কয়েক ঘণ্টার মাঝেই যথেষ্ট শোরগোল পড়েছে।
দুই মিনিট ১৭ সেকেন্ডের ট্রেলারে পুরোদস্তুর ভিন্ন রূপে ধরা দিয়েছেন নওয়াজ। পরনে শাড়ি, গলা ও কানে ভারী গয়না, ঠোঁটে গাঢ় লিপস্টিক, টিপ আর আলগা খোঁপায় গুঁজে রাখা একটি ছুরি-এ এক অন্য নওয়াজুদ্দিন। ট্রেলারে নওয়াজুদ্দিনের পাশাপাশি খলনায়কের ভূমিকায় দেখা গেছে নির্মাতা অনুরাগ কাশ্যপকেও।
‘হাড্ডি’র ঝলক সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে নওয়াজ লিখেছেন, ‘এর আগে কখনো এ রকম হাড়হিম করা প্রতিশোধ দেখেছেন?’
নওয়াজুদ্দিনের ‘হাড্ডি’ সিনেমায় নওয়াজের মায়ের ভূমিকায় দেখা গেছে ইলা অরুণকে। আগামী ৭ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভ এ মুক্তি পাবে এই সিনেমাটি। এতে আরও অভিনয় করেছেন–মুহম্মদ জিশান আইয়ুব, সৌরভ সচদেভা, শ্রীধর দুবে, রাজেশ কুমার, বিপিন শর্মা এবং সহর্ষ শুক্লা।
নওয়াজুদ্দিনকে শেষবার ‘হিরোপান্তি ২’ ও ‘টিকু ওয়েডস শেরু’ সিনেমায় দেখা গেছে।
সৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
৯ ঘণ্টা আগেবিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
১৫ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
১৫ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
১৫ ঘণ্টা আগে