Ajker Patrika

কে এই শাহরুখ খান? আমি শাহরুখকে চিনি না: আসামের মুখ্যমন্ত্রী

আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ১৭: ৪১
কে এই শাহরুখ খান? আমি শাহরুখকে চিনি না: আসামের মুখ্যমন্ত্রী

মুক্তির আগেই নানান বিতর্কে জড়িয়েছে শাহরুখের নতুন ছবি ‘পাঠান’। ভারতের নানা প্রান্তে এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। ‘হ্যাশট্যাগ বয়কট পাঠান’ এখন টুইটারের ট্রেন্ডিংয়ে। সম্প্রতি আসামের বজরং দলের সদস্যরা ‘পাঠান’ চলচ্চিত্রের প্রদর্শন আটকাতে গুয়াহাটির একটি সিনেমা হলে হামলা চালায়। এই ঘটনা প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে নতুন বিতর্কে জড়িয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

এই ঘটনা প্রসঙ্গে সংবাদমাধ্যমে আসামের মুখ্যমন্ত্রী বলেন, ‘কে এই শাহরুখ খান? আমি তো তাঁর সম্পর্কে বা তাঁর সিনেমা ‘‘পাঠান’’ সম্পর্কে কিছুই জানি না।’ ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদন থেকে এ খবর জানা যায়।

গত শুক্রবার ভারতের গুয়াহাটির নারেঙ্গী এলাকার সিনেমা হলে ‘পাঠান’ না আনতে দলবল নিয়ে যায় বজরং দলের সদস্যরা। ‘পাঠান’ এখানে চালানো যাবে না বলে তাঁরা ঘোষণা দেন। এ সময় পাশেই বজরং দলের অন্য শাখার সদস্যরা ‘পাঠান’–এর পোস্টার ছিঁড়ে ফেলে এবং আগুন ধরিয়ে দেন। এই ঘটনায় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ভারতের সংবাদমাধ্যমে বলেন, ‘খান তো এ সমস্যা সম্পর্কে আমাকে ফোন দেননি। বলিউডের অনেকেই তো আমাকে ফোন দেন। তিনি যদি এ বিষয়ে আমাকে কিছু বলতেন, অবশ্যই আমি বিষয়টা দেখতাম।’ এ সময় তিনি আবার বলেন, ‘কে এই শাহরুখ খান, আমি শাহরুখকে চিনি না।’

হিমন্ত বিশ্বশর্মা আরও বলেন, ‘রাজ্যের মানুষের হিন্দি ভাষার চলচ্চিত্র নিয়ে নয়, আসামে কী হচ্ছে, সেসব নিয়ে ভাবা উচিত। আসামের চলচ্চিত্র ‘‘ডাক্তার বেজবরুরা পার্ট-২ ’’ মুক্তি পাবে শিগগিরই। চলচ্চিত্রের পরিচালক ব্রোজেন বরুয়া গত বছর মারা গেছেন। তাঁর চলচ্চিত্রটি আমাদের দর্শকদের দেখা উচিত। এগুলো নিয়ে ভাবা উচিত।’ সংবাদমাধ্যমে তিনি আরও বলেন, ‘পাঠান’ ঘিরে আইনশৃঙ্খলার কোনো লঙ্ঘন হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

‘পাঠান’ নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

‘পাঠান’ চলচ্চিত্রের বিষয়ে রাম কদম, নরোত্তম মিশ্রর মতো সর্বভারতীয় বিজেপি নেতাদেরও মন্তব্য আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। এই পরিস্থিতিতে দলীয় নেতাদের উদ্দেশে চলচ্চিত্রটি নিয়ে অপ্রয়োজনীয় মন্তব্য না করার পরামর্শ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজধানী দিল্লিতে গত ১৬ ও ১৭ জানুয়ারি বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকেই এই বিষয়ে কথা বলেছেন মোদি। তাঁকে বলতে শোনা যায়, ‘কিছু মানুষ কিছু চলচ্চিত্র নিয়ে বিবৃতি দিচ্ছেন। আর সেগুলো সারা দিন ধরে টিভি ও মিডিয়াতে দেখানো হচ্ছে।’ এই বিষয়ে ‘অপ্রয়োজনীয় মন্তব্য’ থেকে বিরত থাকার পরামর্শ দেন তিনি।

হিমন্ত বিশ্বশর্মা

চার বছর বিরতির পর ‘পাঠান’ দিয়ে নতুন করে ফিরছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। যশরাজ ফিল্মসের প্রযোজনায় ‘পাঠান’ ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। আগামী ২৫ জানুয়ারি হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় এই ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত