ভারতের প্রখ্যাত গায়ক ও সুরকার বাপ্পি লাহিড়ীর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকালে মুম্বাইয়ের ভিলে পার্লের পবনহংস শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, এর আগে বৃহস্পতিবার ভোরে যুক্তরাষ্ট্র থেকে সপরিবারে মুম্বাই ফেরেন বাপ্পি লাহিড়ীর ছেলে বাপ্পা লাহিড়ী। ফিরেই বাবার মরদেহ কাঁধে নেন ছেলে। এ সময় কান্নায় ভেঙে পড়েন মেয়ে রিমা লাহিড়ী ও স্বজনেরা।
বৃহস্পতিবার সকালে মুম্বাইয়ের জুহুর লাহিড়ী হাউস থেকে ফুলে সজ্জিত ট্রাকে অন্তিমযাত্রা শুরু হয় ‘ডিসকো কিং’ বাপ্পি লাহিড়ীর। শেষযাত্রায় দেখা গেছে বাপ্পি লাহিড়ীর বন্ধু-অনুরাগীদের। শেষবারের মতো প্রিয় শিল্পীকে একনজর দেখতে শ্মশানের রাস্তায় ভিড় করেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। প্রিয় ‘বাপ্পি দা’কে শেষ বিদায় জানাতে উপস্থিত ছিলেন শক্তি কাপুর, অলকা ইয়াগনিক, বিদ্যা বালান, মিকা সিংয়ের মতো তারকারা।
এক মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন বাপ্পি লাহিড়ী। গত সোমবার হাসপাতাল থেকে বাড়িতে নেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু মঙ্গলবার তাঁর স্বাস্থ্যের অবনতি হয়। বুধবার মুম্বাইয়ের একটি হাসপাতালে ৬৯ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন বাপ্পি লাহিড়ী।
১৯৫২ সালের ২৭ নভেম্বর জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন বাপ্পি। পেয়েছেন একাধিক পুরস্কার ও সম্মাননা। বাবা অপরেশ লাহিড়ী ও মা বাঁশরী লাহিড়ী—দুজনেই ছিলেন সংগীতজগতের মানুষ। ফলে একমাত্র সন্তান বাপ্পি ছেলেবেলা থেকেই গানের প্রতি আকৃষ্ট ছিলেন। মা-বাবার কাছেই পান প্রথম গানের তালিম।
ভারতের প্রখ্যাত গায়ক ও সুরকার বাপ্পি লাহিড়ীর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকালে মুম্বাইয়ের ভিলে পার্লের পবনহংস শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, এর আগে বৃহস্পতিবার ভোরে যুক্তরাষ্ট্র থেকে সপরিবারে মুম্বাই ফেরেন বাপ্পি লাহিড়ীর ছেলে বাপ্পা লাহিড়ী। ফিরেই বাবার মরদেহ কাঁধে নেন ছেলে। এ সময় কান্নায় ভেঙে পড়েন মেয়ে রিমা লাহিড়ী ও স্বজনেরা।
বৃহস্পতিবার সকালে মুম্বাইয়ের জুহুর লাহিড়ী হাউস থেকে ফুলে সজ্জিত ট্রাকে অন্তিমযাত্রা শুরু হয় ‘ডিসকো কিং’ বাপ্পি লাহিড়ীর। শেষযাত্রায় দেখা গেছে বাপ্পি লাহিড়ীর বন্ধু-অনুরাগীদের। শেষবারের মতো প্রিয় শিল্পীকে একনজর দেখতে শ্মশানের রাস্তায় ভিড় করেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। প্রিয় ‘বাপ্পি দা’কে শেষ বিদায় জানাতে উপস্থিত ছিলেন শক্তি কাপুর, অলকা ইয়াগনিক, বিদ্যা বালান, মিকা সিংয়ের মতো তারকারা।
এক মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন বাপ্পি লাহিড়ী। গত সোমবার হাসপাতাল থেকে বাড়িতে নেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু মঙ্গলবার তাঁর স্বাস্থ্যের অবনতি হয়। বুধবার মুম্বাইয়ের একটি হাসপাতালে ৬৯ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন বাপ্পি লাহিড়ী।
১৯৫২ সালের ২৭ নভেম্বর জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন বাপ্পি। পেয়েছেন একাধিক পুরস্কার ও সম্মাননা। বাবা অপরেশ লাহিড়ী ও মা বাঁশরী লাহিড়ী—দুজনেই ছিলেন সংগীতজগতের মানুষ। ফলে একমাত্র সন্তান বাপ্পি ছেলেবেলা থেকেই গানের প্রতি আকৃষ্ট ছিলেন। মা-বাবার কাছেই পান প্রথম গানের তালিম।
ওয়েব কনটেন্টের নিয়মিত দর্শক চিত্রাঙ্গদা সিং। এই বলিউড অভিনেত্রীর ওয়াচ লিস্টে রয়েছে সারা বিশ্বের সিনেমা-সিরিজ। বর্তমানে তিনি দেখছেন ‘ল্যান্ডম্যান’। চিত্রাঙ্গদার প্রিয় হয়ে উঠেছে সিরিজটি। অভিনেত্রী জানালেন তাঁর আরও দুই পছন্দের ওয়েব সিরিজের নাম।
৪ ঘণ্টা আগেউত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
১৩ ঘণ্টা আগেএকজন গর্ভবতী নারীর দীর্ঘপথ পাড়ি দিয়ে বেঁচে থাকার সংগ্রাম, সাতটি দেশের অভিবাসন-পথ পেরিয়ে বেঁচে থাকার গল্প- এটি কোনো কাল্পনিক থ্রিলার নয়, বরং বাস্তবতার ওপর নির্মিত এক সিনেম্যাটিক দলিল। বাংলাদেশি নির্মাতা আজিজুল হাসান সূর্য পরিচালিত আসন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র ‘ফিল্ডস অব ফ্রিডম’ এমন এক গল্প নিয়ে এগিয়ে
১৩ ঘণ্টা আগেঅভিনয়শিল্পীদের নাম দেখে অনেকে হয়তো পরিবার নিয়ে সিরিজটি দেখার কথা ভাববেন। তবে তেমনটা না ভাবাই উত্তম। কারণ, পরিবার নিয়ে দেখতে বসলে আপনাকে পড়তে হবে বিব্রতকর পরিস্থিতিতে। আইস্ক্রিনে মুক্তি পাওয়া ‘পাপ কাহিনী’ ওয়েব সিরিজটি যেন আবার ফিরিয়ে নিয়ে গেল অশ্লীলতার অন্ধকার সময়ে।
১৫ ঘণ্টা আগে