Ajker Patrika

যৌনশিক্ষা নিয়ে অক্ষয়ের নতুন ছবি

যৌনশিক্ষা নিয়ে অক্ষয়ের নতুন ছবি

সম্প্রতি সৌদি আরবের জেদ্দায় রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দেন অক্ষয় কুমার। উৎসবটিতে অংশ নিয়েছেন বলিউডের আরও অনেক তারকা। শাহরুখ খান, এআর রাহমান, সাইফ আলী খান, কাজল, কারিনা কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া ও সোনম কাপুরকে দেখা গেছে সেখানে। রেড কার্পেটে তাঁদের জমকালো উপস্থিতি নজর কেড়েছে সবার। ফেস্টিভ্যালেই অক্ষয় গণমাধ্যমের মুখোমুখি হন, সেখানেই তিনি তাঁর নতুন চলচ্চিত্রের ব্যাপারে গণমাধ্যমকে জানান। 

ভারতীয় গণমাধ্যম নিউজ ১৮–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

এর আগে অক্ষয় কুমার ‘প্যাডম্যান’ এবং ‘টয়লেট: এক প্রেম কথা’–এর মতো সামাজিক ছবিতে অভিনয় করেছেন। দুটি ছবিই দর্শকদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছিল। এবার তিনি যৌনশিক্ষা নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণের সঙ্গে জড়িত হয়েছেন বলে জানিয়েছেন। 

এ বিষয়ে অক্ষয় বলেন, ‘আমি যৌনশিক্ষা নিয়ে একটি সিনেমা বানাচ্ছি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। স্কুলে আমরা সব বিষয়ে শিক্ষা লাভ করে থাকি, আমি চাই পৃথিবীর সমস্ত স্কুলে যৌনশিক্ষা বিষয়টি থাকুক। কারণ এটি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়।’ 

যদিও অক্ষয় সিনেমাটির নাম প্রকাশ করেননি। অভিনেতা আরও বলেন, ‘এটি মুক্তি পেতে সময় লাগবে। এপ্রিল বা মে মাসে আমি সিনেমাটি মুক্তি দিতে চাই। আশা করি, এটি আমার সেরা চলচ্চিত্রগুলোর একটি হবে। আমি এই ধরনের সামাজিক চলচ্চিত্রে কাজ করে যেতে চাই। আবার এগুলো যখন ব্যবসায়িকভাবেও সাফল্য পায়, তখন অবশ্যই আমাকে সন্তুষ্টি দেয়।’ 

বলিউড সুপারস্টার অক্ষয় কুমারকে সর্বশেষ রাম সেতুতে দেখা গিয়েছিল। তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন জ্যাকলিন ফার্নান্দেজ ও নুসরাত ভারুচ্চা। সিনেমাটি গত ২৫ অক্টোবর মুক্তি পায়। এখন পর্যন্ত আয় করেছে মাত্র ৭২ কোটি রুপি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত