বলিউড খিলাড়ি অক্ষয় কুমার তাঁর চলচ্চিত্র ক্যারিয়ারের ৩০ বছর পূর্ণ করেছেন। বিশেষ এই উপলক্ষে তাঁর আপকামিং ছবি ‘পৃথ্বীরাজ’-এর টিম একটি বিশেষ পোস্টার প্রকাশ করেছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা যায়, মহামারির কারণে স্থগিত হওয়ার পর যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিত ছবিটি অবশেষে আগামী ৩ জুন মুক্তি পেতে চলেছে। যশরাজ ফিল্মস ও ‘পৃথ্বীরাজ’-এর নির্মাতারা একটি বিশেষ পোস্টার তৈরি করে অক্ষয়ের মাইলফলক উদ্যাপন করছেন। পোস্টারে ছবিটি অভিনবভাবে তৈরি করা হয়েছে। বিশেষ এ পোস্টারে অক্ষয় ৩০ বছরে যতগুলো সিনেমায় অভিনয় করেছেন তার প্রতিটি পোস্টারের ছবি যুক্ত করে ‘পৃথ্বীরাজ’ সিনেমায় অক্ষয়ের চরিত্র ফুটিয়ে তোলা হয়েছে।
টুইটারে পোস্টারটির একটি ভিডিও শেয়ার করে যশরাজ ফিল্মস লিখেছে, ‘অক্ষয় কুমার ও তাঁর সিনেমার অবিশ্বাস্য ৩০ বছর উদ্যাপন করছি! পোস্টার উন্মোচনের ভিডিওটি দেখুন। সম্রাট পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে যশরাজ ফিল্মসের ৫০ বছর উদ্যাপন করুন, ৩ জুন আপনার কাছের কোনো হলে।’
ভিডিওতে অক্ষয়কে পোস্টার উন্মোচন করতে দেখা যায়। এ সময় অভিনেতা বলেন, ‘আমার মাথায়ও আসেনি যে সিনেমায় আমার ৩০ বছর উদ্যাপন করার জন্য এমন কিছু ঘটছে। এটা দারুণ যে, আমার প্রথম ছবি ‘সৌগন্ধে’র ৩০ বছর পেরিয়ে গেছে! আমার ছবির প্রথম শট একটি ‘অ্যাকশন শট’ ছিল! এমন আয়োজনের জন্য অনেক ধন্যবাদ। এটি সত্যিই বিশেষ।’
‘পৃথ্বীরাজ’ সিনেমায় অক্ষয়কে সম্রাট পৃথ্বীরাজ চৌহানের ভূমিকায় দেখা যাবে। ছবিটি পরিচালনা করেছেন চন্দ্রপ্রকাশ দ্বিবেদী। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মিস ওয়ার্ল্ড মানুষি ছিল্লারকে।
বলিউড খিলাড়ি অক্ষয় কুমার তাঁর চলচ্চিত্র ক্যারিয়ারের ৩০ বছর পূর্ণ করেছেন। বিশেষ এই উপলক্ষে তাঁর আপকামিং ছবি ‘পৃথ্বীরাজ’-এর টিম একটি বিশেষ পোস্টার প্রকাশ করেছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা যায়, মহামারির কারণে স্থগিত হওয়ার পর যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিত ছবিটি অবশেষে আগামী ৩ জুন মুক্তি পেতে চলেছে। যশরাজ ফিল্মস ও ‘পৃথ্বীরাজ’-এর নির্মাতারা একটি বিশেষ পোস্টার তৈরি করে অক্ষয়ের মাইলফলক উদ্যাপন করছেন। পোস্টারে ছবিটি অভিনবভাবে তৈরি করা হয়েছে। বিশেষ এ পোস্টারে অক্ষয় ৩০ বছরে যতগুলো সিনেমায় অভিনয় করেছেন তার প্রতিটি পোস্টারের ছবি যুক্ত করে ‘পৃথ্বীরাজ’ সিনেমায় অক্ষয়ের চরিত্র ফুটিয়ে তোলা হয়েছে।
টুইটারে পোস্টারটির একটি ভিডিও শেয়ার করে যশরাজ ফিল্মস লিখেছে, ‘অক্ষয় কুমার ও তাঁর সিনেমার অবিশ্বাস্য ৩০ বছর উদ্যাপন করছি! পোস্টার উন্মোচনের ভিডিওটি দেখুন। সম্রাট পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে যশরাজ ফিল্মসের ৫০ বছর উদ্যাপন করুন, ৩ জুন আপনার কাছের কোনো হলে।’
ভিডিওতে অক্ষয়কে পোস্টার উন্মোচন করতে দেখা যায়। এ সময় অভিনেতা বলেন, ‘আমার মাথায়ও আসেনি যে সিনেমায় আমার ৩০ বছর উদ্যাপন করার জন্য এমন কিছু ঘটছে। এটা দারুণ যে, আমার প্রথম ছবি ‘সৌগন্ধে’র ৩০ বছর পেরিয়ে গেছে! আমার ছবির প্রথম শট একটি ‘অ্যাকশন শট’ ছিল! এমন আয়োজনের জন্য অনেক ধন্যবাদ। এটি সত্যিই বিশেষ।’
‘পৃথ্বীরাজ’ সিনেমায় অক্ষয়কে সম্রাট পৃথ্বীরাজ চৌহানের ভূমিকায় দেখা যাবে। ছবিটি পরিচালনা করেছেন চন্দ্রপ্রকাশ দ্বিবেদী। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মিস ওয়ার্ল্ড মানুষি ছিল্লারকে।
দেশের পোশাকশিল্পের ইতিহাসে এক শোকাবহ দিন ২৪ এপ্রিল। আন্তর্জাতিক শ্রমিক সংগঠন আইএলওর হিসাবমতে, ২০১৩ সালের এই দিনে সাভারে রানা প্লাজা ধসে ১ হাজার ১৩২ জন নিহত হন। আহত অবস্থায় উদ্ধার করা হয় প্রায় আড়াই হাজার মানুষকে। রানা প্লাজা ট্র্যাজেডি নিয়ে ২০১৫ সালে নির্মাতা কামার আহমাদ সাইমন বানিয়েছেন ‘একটি...
৮ ঘণ্টা আগেজনপ্রিয় গোয়েন্দা চরিত্র শার্লক হোমসের বোন এনোলা হোমস দুঁদে গোয়েন্দা। ভাইয়ের মতো এনোলারও শখ রহস্যের পেছনে ছুটে বেড়ানো। তাঁরও আছে নিজের ডিটেকটিভ এজেন্সি। এনোলার রহস্যময় অভিযানের সে গল্প উঠে এসেছে ন্যানসি স্প্রিংগারের ‘দ্য এনোলা হোমস মিস্ট্রিস’ উপন্যাসে।
৮ ঘণ্টা আগেইতিমধ্যে দেশের বাইরে মুক্তি পেয়েছে রোজার ঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ ও শাকিব খান অভিনীত ‘বরবাদ’। এবার বিদেশযাত্রা শুরু হচ্ছে ঈদে মুক্তি পাওয়া সিয়াম আহমেদ ও বুবলী অভিনীত ‘জংলি’ সিনেমার। আগামীকাল ২৫ এপ্রিল কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ৪০ থিয়েটারে মুক্তি পাচ্ছে এম রাহিম পরিচালিত...
৮ ঘণ্টা আগে২০১৯ সাল থেকে সৌদি সরকার নিয়মিত আয়োজন করে আসছে ‘রিয়াদ সিজন’। বিনোদন, সংস্কৃতি, খেলাসহ নানা আয়োজনে অংশ নিতে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিনোদনপ্রেমীরা জড়ো হন রিয়াদে। বাংলাদেশও অংশ নেয় এই আয়োজনে। এবার দেশটির দাম্মাম শহরে সুদান, ভারত, ফিলিপাইনস ও বাংলাদেশকে নিয়ে আয়োজন করা হয়েছে...
৮ ঘণ্টা আগে