বিনোদন ডেস্ক
২০০৬ সালে পারভিন শাহিনকে বিয়ে করেন অভিনেতা ইমরান হাশমি। বিয়ের ৪ বছর পর ২০১০-এর ফেব্রুয়ারিতে তাঁদের জীবনে আসে প্রথম সন্তান আয়ান। তারপর সব ঠিকঠাকই চলছিল। কিন্তু ২০১৪ সালে ১৫ জানুয়ারি ইমরান ও পারভিনের জীবনে কঠিনতম একটা দিন। সেদিন ক্যানসার ধরা পড়ে আয়ানের।
ভয়াবহ ১০ বছর। ২০১৪ থেকে ২০১৯ সাল। ৫ বছর ধরে কেবল একটাই ভয়, সন্তানহারা হবেন না তো? একরত্তির হাসি, কান্না, আদর হাওয়ায় মিশে যাবে না তো? ইমরান হাশমির কাছে সেই ৫টি বছর যেন এমনই ছিল। ২০১৯-এ ছেলে আয়ানের ক্যানসার মুক্ত হওয়ার কথা জানান ইমরান হাশমি।
সন্তান আয়ানের রোগনির্ণয়ের ১০ বছর পূর্তিতে এক্সে (টুইটার) সবাইকে ধন্যবাদ দিয়েছেন অভিনেতা। ভালোবাসা ও প্রার্থনা নিয়ে পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। ইমরান হাশমি লিখেছেন, ‘আজ আয়ানের রোগনির্ণয়ের ১০ বছর। আমাদের জীবনের সবচেয়ে কঠিন সময়। কিন্তু বিশ্বাস এবং আশা দিয়ে, আমরা তা অতিক্রম করেছি। আরও গুরুত্বপূর্ণ, আয়ান এটি কাটিয়ে উঠেছে এবং শক্ত হয়ে দাঁড়াতে চলেছে। আপনাদের ভালোবাসা ও প্রার্থনা নিয়ে আমাদের পাশে দাঁড়ানোর জন্য অসীম কৃতজ্ঞতা।’
ছেলের ক্যানসার জয় এবং তাঁর ও স্ত্রী পারভিনের আতঙ্কের জীবনকাহিনি নিয়ে ইমরান একটি বইও লিখেছিলেন। যেখানে তিনি আয়ানকে যোদ্ধা হিসেবে উল্লেখ করেন। বইয়ের নাম দেন ‘দ্য কিস অব লাইফ: আ সুপারহিরো অ্যান্ড মাই সন ডিফিডেট ক্যানসার।’
পারভিন বা ইমরান জানেন না, কী করে তাঁরা সেই লড়াইটা লড়েছিলেন। এখন মনে পড়লে ভাবেন, একমাত্র একটাই আশা ছিল, ছেলে সেরে উঠবে। সেই মানসিক বলেই এত দূর এগিয়ে এসেছেন তাঁরা।
ইমরানের মতে, তাঁদের থেকে অনেক কঠিন লড়াইটা লড়েছে তাঁদের ছেলে। শারীরিক, মানসিক কষ্ট তাকেই পেতে হয়েছে। তাই সে যোদ্ধা।
এদিকে ইমরানের ছেলের ক্যানসার ধরা পড়ার পর প্রতিদিন তাঁদের খোঁজ নিতেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। ইমরানকে আশ্বাস দিয়েছিলেন, যেকোনো দরকারে তিনি পাশে থাকবেন। সে কথা নিজের বইতে লিখেছিলেন ইমরান।
২০০৬ সালে পারভিন শাহিনকে বিয়ে করেন অভিনেতা ইমরান হাশমি। বিয়ের ৪ বছর পর ২০১০-এর ফেব্রুয়ারিতে তাঁদের জীবনে আসে প্রথম সন্তান আয়ান। তারপর সব ঠিকঠাকই চলছিল। কিন্তু ২০১৪ সালে ১৫ জানুয়ারি ইমরান ও পারভিনের জীবনে কঠিনতম একটা দিন। সেদিন ক্যানসার ধরা পড়ে আয়ানের।
ভয়াবহ ১০ বছর। ২০১৪ থেকে ২০১৯ সাল। ৫ বছর ধরে কেবল একটাই ভয়, সন্তানহারা হবেন না তো? একরত্তির হাসি, কান্না, আদর হাওয়ায় মিশে যাবে না তো? ইমরান হাশমির কাছে সেই ৫টি বছর যেন এমনই ছিল। ২০১৯-এ ছেলে আয়ানের ক্যানসার মুক্ত হওয়ার কথা জানান ইমরান হাশমি।
সন্তান আয়ানের রোগনির্ণয়ের ১০ বছর পূর্তিতে এক্সে (টুইটার) সবাইকে ধন্যবাদ দিয়েছেন অভিনেতা। ভালোবাসা ও প্রার্থনা নিয়ে পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। ইমরান হাশমি লিখেছেন, ‘আজ আয়ানের রোগনির্ণয়ের ১০ বছর। আমাদের জীবনের সবচেয়ে কঠিন সময়। কিন্তু বিশ্বাস এবং আশা দিয়ে, আমরা তা অতিক্রম করেছি। আরও গুরুত্বপূর্ণ, আয়ান এটি কাটিয়ে উঠেছে এবং শক্ত হয়ে দাঁড়াতে চলেছে। আপনাদের ভালোবাসা ও প্রার্থনা নিয়ে আমাদের পাশে দাঁড়ানোর জন্য অসীম কৃতজ্ঞতা।’
ছেলের ক্যানসার জয় এবং তাঁর ও স্ত্রী পারভিনের আতঙ্কের জীবনকাহিনি নিয়ে ইমরান একটি বইও লিখেছিলেন। যেখানে তিনি আয়ানকে যোদ্ধা হিসেবে উল্লেখ করেন। বইয়ের নাম দেন ‘দ্য কিস অব লাইফ: আ সুপারহিরো অ্যান্ড মাই সন ডিফিডেট ক্যানসার।’
পারভিন বা ইমরান জানেন না, কী করে তাঁরা সেই লড়াইটা লড়েছিলেন। এখন মনে পড়লে ভাবেন, একমাত্র একটাই আশা ছিল, ছেলে সেরে উঠবে। সেই মানসিক বলেই এত দূর এগিয়ে এসেছেন তাঁরা।
ইমরানের মতে, তাঁদের থেকে অনেক কঠিন লড়াইটা লড়েছে তাঁদের ছেলে। শারীরিক, মানসিক কষ্ট তাকেই পেতে হয়েছে। তাই সে যোদ্ধা।
এদিকে ইমরানের ছেলের ক্যানসার ধরা পড়ার পর প্রতিদিন তাঁদের খোঁজ নিতেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। ইমরানকে আশ্বাস দিয়েছিলেন, যেকোনো দরকারে তিনি পাশে থাকবেন। সে কথা নিজের বইতে লিখেছিলেন ইমরান।
গত শুক্রবার রাতে গুলশানের একটি পাঁচতারকা হোটেলে গান গাওয়ার সময় মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। এখন তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন তাঁর মেয়ে বাঁধন।
১ ঘণ্টা আগেসিনেমা অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমীর খান। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন...
৫ ঘণ্টা আগেআজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
৫ ঘণ্টা আগেঅভিনেতা হিসেবে তিনি যে দুর্দান্ত, তা বলা বাহুল্য। বলিউডে দুই যুগের বেশি সময় ধরে রাজত্ব করছেন তিনি। সেই বোমান ইরানি এবার দাঁড়ালেন ক্যামেরার পেছনে। প্রথমবারের মতো হাজির হলেন পরিচালক হিসেবে। বানিয়েছেন ‘দ্য মেহতা বয়েজ’। ৭ ফেব্রুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিনেমাটি। সম্প্রতি প্রকাশ পেয়েছে...
৫ ঘণ্টা আগে