বলিউড অভিনেতা ইমরান হাশমির ক্যারিয়ারের প্রথম দিকের সিনেমার সঙ্গে ইদানীংয়ের সিনেমার বিরাট তফাৎ। এই বিষয়ে তিনি নিজেও সম্প্রতি মুখ খুলেছেন। জানিয়েছেন, তাঁর ক্যারিয়ার সময়ের সঙ্গে সঙ্গে অনেকটা বদলেছে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, এই পেশার প্রতি তাঁর খুব একটা আগ্রহ বা ভালোবাসা ছিল না।
ইমরান হাশমি এখানে মূলত এসেছিলেন এই পেশার সুবিধা, অর্থ এবং খ্যাতির জন্য। তাঁর মূল পছন্দের বিষয় ছিল সাফল্য এবং পরিচিতি পাওয়া। সম্প্রতি ইনস্ট্যান্ট বলিউডকে দেওয়া একটি সাক্ষাৎকারে এসব বিষয় নিয়ে কথা বলেন ইমরান হাশমি।
ইনস্ট্যান্ট বলিউডকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান বলেন, ‘আমার ক্যারিয়ারের একদম শুরুতে ৬-৭ বছর আমি মূলত বিভিন্ন সুযোগ-সুবিধাগুলোর দিকে আকর্ষিত ছিলাম। অর্থ ও পরিচিতির জন্যই আমি কাজ করতাম। পেশাটাকে যে একেবারে ভালোবাসতাম না সেটা নয়। কিন্তু পেশাটাকে মন দিয়ে ভালোবাসতাম না। আসলে ক্যারিয়ারের শুরুর দিকে মানুষ ধীরে ধীরে অভিজ্ঞতা অর্জন করেন, মজা করে এবং শেখে।’
ইমরান হাশমি আরও বলেন, ‘কেউ যদি বলে সে এখানে অর্থ ও খ্যাতির জন্য আসেনি, তবে সে নিশ্চিত মিথ্যা বলছে। কারণ আমরা সবাই খ্যাতির পাগল।’ ইমরানের কথায় এই বিনোদন জগৎ যে পরিচিতি, খ্যাতি ও অর্থ দেয় সেটাকে অস্বীকার করার কোনও জায়গা নেই। যদিও একই সঙ্গে তৈরি হয়ে যায় একাধিক নিরাপত্তাহীনতার জায়গা। সাক্ষাৎকারে ইমরান হাশমি আরও জানান বর্তমানে বলিউডে নিজের জায়গা বানানো, কাজ পাওয়া আগের থেকে অনেক কঠিন হয়ে গেছে।
ইমরান হাশমিকে সামনে দেখা যাবে ‘অ্যায় ওয়াতান মেরে ওয়াতান’ সিনেমায়। ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলনের পটভূমিতে নির্মিত সিনেমাটিতে তিনি রাম মনোহর লোহিয়ার চরিত্রে অভিনয় করেছেন। আর সিনেমাটিতে স্বাধীনতা সংগ্রামী ঊষা মেহতার চরিত্রে দেখা যাবে সারা আলি খানকে।
বলিউড অভিনেতা ইমরান হাশমির ক্যারিয়ারের প্রথম দিকের সিনেমার সঙ্গে ইদানীংয়ের সিনেমার বিরাট তফাৎ। এই বিষয়ে তিনি নিজেও সম্প্রতি মুখ খুলেছেন। জানিয়েছেন, তাঁর ক্যারিয়ার সময়ের সঙ্গে সঙ্গে অনেকটা বদলেছে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, এই পেশার প্রতি তাঁর খুব একটা আগ্রহ বা ভালোবাসা ছিল না।
ইমরান হাশমি এখানে মূলত এসেছিলেন এই পেশার সুবিধা, অর্থ এবং খ্যাতির জন্য। তাঁর মূল পছন্দের বিষয় ছিল সাফল্য এবং পরিচিতি পাওয়া। সম্প্রতি ইনস্ট্যান্ট বলিউডকে দেওয়া একটি সাক্ষাৎকারে এসব বিষয় নিয়ে কথা বলেন ইমরান হাশমি।
ইনস্ট্যান্ট বলিউডকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান বলেন, ‘আমার ক্যারিয়ারের একদম শুরুতে ৬-৭ বছর আমি মূলত বিভিন্ন সুযোগ-সুবিধাগুলোর দিকে আকর্ষিত ছিলাম। অর্থ ও পরিচিতির জন্যই আমি কাজ করতাম। পেশাটাকে যে একেবারে ভালোবাসতাম না সেটা নয়। কিন্তু পেশাটাকে মন দিয়ে ভালোবাসতাম না। আসলে ক্যারিয়ারের শুরুর দিকে মানুষ ধীরে ধীরে অভিজ্ঞতা অর্জন করেন, মজা করে এবং শেখে।’
ইমরান হাশমি আরও বলেন, ‘কেউ যদি বলে সে এখানে অর্থ ও খ্যাতির জন্য আসেনি, তবে সে নিশ্চিত মিথ্যা বলছে। কারণ আমরা সবাই খ্যাতির পাগল।’ ইমরানের কথায় এই বিনোদন জগৎ যে পরিচিতি, খ্যাতি ও অর্থ দেয় সেটাকে অস্বীকার করার কোনও জায়গা নেই। যদিও একই সঙ্গে তৈরি হয়ে যায় একাধিক নিরাপত্তাহীনতার জায়গা। সাক্ষাৎকারে ইমরান হাশমি আরও জানান বর্তমানে বলিউডে নিজের জায়গা বানানো, কাজ পাওয়া আগের থেকে অনেক কঠিন হয়ে গেছে।
ইমরান হাশমিকে সামনে দেখা যাবে ‘অ্যায় ওয়াতান মেরে ওয়াতান’ সিনেমায়। ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলনের পটভূমিতে নির্মিত সিনেমাটিতে তিনি রাম মনোহর লোহিয়ার চরিত্রে অভিনয় করেছেন। আর সিনেমাটিতে স্বাধীনতা সংগ্রামী ঊষা মেহতার চরিত্রে দেখা যাবে সারা আলি খানকে।
বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
৩৪ মিনিট আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
৩৯ মিনিট আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
৪৩ মিনিট আগেকালজয়ী রূপকথা ‘স্নো হোয়াইট’কে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে স্নো হোয়াইট। ডিজনির অন্যতম ব্যয়বহুল এই মিউজিক্যাল ফ্যান্টাসি মুক্তির আগে থেকেই নানা বিতর্কে জড়িয়েছিল। গত ২১ মার্চে মুক্তির পর বিতর্ক বেড়েছে আরও।
১ ঘণ্টা আগে