Ajker Patrika

ভালোবাসা নয়, অর্থ আর পরিচিতির জন্যই কাজ করতাম: ইমরান হাশমি

আপডেট : ১৪ মার্চ ২০২৪, ১১: ১৬
ভালোবাসা নয়, অর্থ আর পরিচিতির জন্যই কাজ করতাম: ইমরান হাশমি

বলিউড অভিনেতা ইমরান হাশমির ক্যারিয়ারের প্রথম দিকের সিনেমার সঙ্গে ইদানীংয়ের সিনেমার বিরাট তফাৎ। এই বিষয়ে তিনি নিজেও সম্প্রতি মুখ খুলেছেন। জানিয়েছেন, তাঁর ক্যারিয়ার সময়ের সঙ্গে সঙ্গে অনেকটা বদলেছে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, এই পেশার প্রতি তাঁর খুব একটা আগ্রহ বা ভালোবাসা ছিল না।

ইমরান হাশমি এখানে মূলত এসেছিলেন এই পেশার সুবিধা, অর্থ এবং খ্যাতির জন্য। তাঁর মূল পছন্দের বিষয় ছিল সাফল্য এবং পরিচিতি পাওয়া। সম্প্রতি ইনস্ট্যান্ট বলিউডকে দেওয়া একটি সাক্ষাৎকারে এসব বিষয় নিয়ে কথা বলেন ইমরান হাশমি।

বলিউড অভিনেতা ইমরান হাশমি। ছবি: সংগৃহীতইনস্ট্যান্ট বলিউডকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান বলেন, ‘আমার ক্যারিয়ারের একদম শুরুতে ৬-৭ বছর আমি মূলত বিভিন্ন সুযোগ-সুবিধাগুলোর দিকে আকর্ষিত ছিলাম। অর্থ ও পরিচিতির জন্যই আমি কাজ করতাম। পেশাটাকে যে একেবারে ভালোবাসতাম না সেটা নয়। কিন্তু পেশাটাকে মন দিয়ে ভালোবাসতাম না। আসলে ক্যারিয়ারের শুরুর দিকে মানুষ ধীরে ধীরে অভিজ্ঞতা অর্জন করেন, মজা করে এবং শেখে।’

বলিউড অভিনেতা ইমরান হাশমি। ছবি: সংগৃহীতইমরান হাশমি আরও বলেন, ‘কেউ যদি বলে সে এখানে অর্থ ও খ্যাতির জন্য আসেনি, তবে সে নিশ্চিত মিথ্যা বলছে। কারণ আমরা সবাই খ্যাতির পাগল।’ ইমরানের কথায় এই বিনোদন জগৎ যে পরিচিতি, খ্যাতি ও অর্থ দেয় সেটাকে অস্বীকার করার কোনও জায়গা নেই। যদিও একই সঙ্গে তৈরি হয়ে যায় একাধিক নিরাপত্তাহীনতার জায়গা। সাক্ষাৎকারে ইমরান হাশমি আরও জানান বর্তমানে বলিউডে নিজের জায়গা বানানো, কাজ পাওয়া আগের থেকে অনেক কঠিন হয়ে গেছে।

বলিউড অভিনেতা ইমরান হাশমি। ছবি: সংগৃহীতইমরান হাশমিকে সামনে দেখা যাবে ‘অ্যায় ওয়াতান মেরে ওয়াতান’ সিনেমায়। ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলনের পটভূমিতে নির্মিত সিনেমাটিতে তিনি রাম মনোহর লোহিয়ার চরিত্রে অভিনয় করেছেন। আর সিনেমাটিতে স্বাধীনতা সংগ্রামী ঊষা মেহতার চরিত্রে দেখা যাবে সারা আলি খানকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত