বিনোদন ডেস্ক
গত ৭ ফেব্রুয়ারি মধ্যরাতে এক্স হ্যান্ডেলে অমিতাভ বচ্চন লেখেন—‘টাইম টু গো...’। অর্থাৎ চলে যাওয়ার সময় হয়েছে। এরপর তাঁর অনুরাগীদের মনে প্রশ্ন জাগে, কোথায় যাচ্ছেন বিগ বি! গুঞ্জন ছড়িয়ে পড়ে, অভিনয়কে বিদায় বলে দিয়েছেন বিগ বি অমিতাভ। অবশেষে মাসখানেক পর সেই রহস্য ভাঙলেন বলিউড শাহেন শাহ। জানালেন, অভিনয়কে বিদায় বলেননি, বরং অনুষ্ঠানের শুটিং শেষে বাড়ি ফেরার প্রসঙ্গে এমন কথা লিখেছিলেন তিনি।
সম্প্রতি ‘কোন বনেগা ক্রোড়পতি’র একটি পর্বের শুটিং চলাকালে এক প্রতিযোগী জানতে চান এই পোস্টের নেপথ্যের কথা। যাওয়ার সময় চলে এসেছে বলতে কী বোঝাতে চেয়েছেন অমিতাভ? প্রশ্ন শুনে অমিতাভ নীরব হয়ে যান। দর্শক আসনে থাকা এক ব্যক্তি জানতে চান, তিনি কোথায় যাচ্ছেন? অমিতাভ উত্তর দিতে যাবেন, ঠিক তখনই স্টুডিওতে উপস্থিত সবাই একযোগে বলে ওঠেন, ‘আপনি এখান থেকে কোথাও যেতে পারবেন না।’
পরিস্থিতি স্বাভাবিক করতে সেই স্ট্যাটাসের ব্যাখ্যা দেন অমিতাভ বচ্চন। তিনি বলেন, ‘রিয়েলিটি শোর সেট থেকে রাত ১টার আগে ছুটি পাওয়া যায় না। বাড়ি ফিরতে রাত ২টা বেজে যায়। গভীর রাতে বাড়ি ফেরার পথে ঘুমে চোখ বন্ধ হয়ে আসে। ওই অবস্থাতেই সেদিন লিখেছিলাম, যাওয়ার সময় হয়েছে। অর্থাৎ বাড়ি যাওয়ার সময় হয়েছে। পরের দিন আবার কাজে ফিরতে হবে। কিন্তু ঘুম জড়ানো ক্লান্ত শরীরে পুরোটা আর লিখতে পারিনি। ওই অর্ধেক পোস্ট পড়েই শঙ্কিত অনুরাগীরা।’
অমিতাভের এমন ব্যাখ্যায় স্বস্তি ফিরেছে ভক্তদের মধ্যে। উপস্থাপনার পাশাপাশি এখনো অভিনয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন অমিতাভ। জানা গেছে, শিগগির তিনি শুরু করবেন ‘কল্কি ২৮৯৮ এডি’র সিকুয়েলের শুটিং। এ ছাড়া দীপিকা পাড়ুকোনের সঙ্গে ‘দ্য ইন্টার্ন’-এর ভারতীয় রিমেকেও অভিনয় করবেন বিগ বি অমিতাভ বচ্চন।
গত ৭ ফেব্রুয়ারি মধ্যরাতে এক্স হ্যান্ডেলে অমিতাভ বচ্চন লেখেন—‘টাইম টু গো...’। অর্থাৎ চলে যাওয়ার সময় হয়েছে। এরপর তাঁর অনুরাগীদের মনে প্রশ্ন জাগে, কোথায় যাচ্ছেন বিগ বি! গুঞ্জন ছড়িয়ে পড়ে, অভিনয়কে বিদায় বলে দিয়েছেন বিগ বি অমিতাভ। অবশেষে মাসখানেক পর সেই রহস্য ভাঙলেন বলিউড শাহেন শাহ। জানালেন, অভিনয়কে বিদায় বলেননি, বরং অনুষ্ঠানের শুটিং শেষে বাড়ি ফেরার প্রসঙ্গে এমন কথা লিখেছিলেন তিনি।
সম্প্রতি ‘কোন বনেগা ক্রোড়পতি’র একটি পর্বের শুটিং চলাকালে এক প্রতিযোগী জানতে চান এই পোস্টের নেপথ্যের কথা। যাওয়ার সময় চলে এসেছে বলতে কী বোঝাতে চেয়েছেন অমিতাভ? প্রশ্ন শুনে অমিতাভ নীরব হয়ে যান। দর্শক আসনে থাকা এক ব্যক্তি জানতে চান, তিনি কোথায় যাচ্ছেন? অমিতাভ উত্তর দিতে যাবেন, ঠিক তখনই স্টুডিওতে উপস্থিত সবাই একযোগে বলে ওঠেন, ‘আপনি এখান থেকে কোথাও যেতে পারবেন না।’
পরিস্থিতি স্বাভাবিক করতে সেই স্ট্যাটাসের ব্যাখ্যা দেন অমিতাভ বচ্চন। তিনি বলেন, ‘রিয়েলিটি শোর সেট থেকে রাত ১টার আগে ছুটি পাওয়া যায় না। বাড়ি ফিরতে রাত ২টা বেজে যায়। গভীর রাতে বাড়ি ফেরার পথে ঘুমে চোখ বন্ধ হয়ে আসে। ওই অবস্থাতেই সেদিন লিখেছিলাম, যাওয়ার সময় হয়েছে। অর্থাৎ বাড়ি যাওয়ার সময় হয়েছে। পরের দিন আবার কাজে ফিরতে হবে। কিন্তু ঘুম জড়ানো ক্লান্ত শরীরে পুরোটা আর লিখতে পারিনি। ওই অর্ধেক পোস্ট পড়েই শঙ্কিত অনুরাগীরা।’
অমিতাভের এমন ব্যাখ্যায় স্বস্তি ফিরেছে ভক্তদের মধ্যে। উপস্থাপনার পাশাপাশি এখনো অভিনয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন অমিতাভ। জানা গেছে, শিগগির তিনি শুরু করবেন ‘কল্কি ২৮৯৮ এডি’র সিকুয়েলের শুটিং। এ ছাড়া দীপিকা পাড়ুকোনের সঙ্গে ‘দ্য ইন্টার্ন’-এর ভারতীয় রিমেকেও অভিনয় করবেন বিগ বি অমিতাভ বচ্চন।
বছরজুড়েই নানা আয়োজনে নতুন গান উপহার দেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। সামনে আসছে ঈদ। এরই মধ্যে ঈদ উপলক্ষে নতুন গান করছেন আসিফ। সম্প্রতি তিনি গাইলেন ‘ফিরে পাব কি আবার’ শিরোনামের একটি আধুনিক গান। আগামী রোজার ঈদে এফ এ মিউজিক ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে গানটি। গানের কথা লিখেছেন ফারুক আনোয়ার...
৩ ঘণ্টা আগেপ্রখ্যাত চিত্রশিল্পী মনিরুল ইসলাম এবং ভাস্কর নভেরা আহমেদকে নিয়ে ভিন্ন দুটি ডকুফিল্ম বানিয়েছেন অনন্যা রুমা। নাম ‘মনির: টেল অব টু কান্ট্রিস’ ও ‘নভেরা: স্মৃতির অভিযাত্রা’। ‘মনির: টেলস অব টু কান্ট্রিস’ নামের ডকুফিল্মটিতে উঠে এসেছে চিত্রশিল্পী মনিরুল ইসলামের জীবনের নানা ঘটনা, তাঁর শিল্পকর্ম, ব্যক্তিগত...
৩ ঘণ্টা আগেদীর্ঘদিন ধরে ঢাকাই সিনেমায় চলছে খলনায়কের সংকট। এক দশকের বেশি সময় মিশা সওদাগর হাল ধরে রয়েছেন। তরুণ প্রজন্মের কয়েকজন খল অভিনেতা নিজেদের প্রমাণ করার চেষ্টা করছেন। তাঁদের মধ্যে একজন জাহিদ ইসলাম। ২০১৫ সালে শিহাব শাহীন পরিচালিত ‘ছুঁয়ে দিলে মন’ দিয়ে ঢালিউডে অভিষেক হয় তাঁর। এর পর থেকে নিয়মিত অভিনয় করছেন...
৩ ঘণ্টা আগেকনসার্টপ্রেমীদের জন্য গত কয়েক মাস ভালো যায়নি। নিরাপত্তার অজুহাত দেখিয়ে বেশ কটি কনসার্ট স্থগিত করা হয়েছে। তবে আজ কনসার্টপ্রেমীদের জন্য রয়েছে আনন্দের সংবাদ। কেননা আজ ঢাকার দুই ভেন্যুতে অনুষ্ঠিত হবে দু্ইটি কনসার্ট।
১ দিন আগে