Ajker Patrika

সাহসী দৃশ্যে অভিনয় নিয়ে অকপট দীপিকা

আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ০৯: ১৪
সাহসী দৃশ্যে অভিনয় নিয়ে অকপট দীপিকা

‘গেহরাইয়া’ আসছে। সঙ্গে নিয়ে আসছে একঝাঁক কৌতুহল আর বিতর্ক। তার যথেষ্ট কারণও আছে অবশ্য। এ সিনেমার ট্রেলারে দেখা গেছে দীপিকা পাড়ুকোন ও সিদ্ধান্ত চতুর্বেদীর অন্তরঙ্গ রসায়ন। সেটা নিয়েই যত কৌতুহল, যত বিতর্ক। বিয়ের পর প্রথমবার এমন সাহসী চরিত্রে দেখা মিলল দীপিকার।

‘গেহরাইয়া’ মুক্তি পাচ্ছে আগামী ১১ ফেব্রুয়ারি, আমাজন প্রাইমে। মুক্তির আগে প্রচার-প্রচারণা নিয়ে ভীষণ ব্যস্ত সময় কাটাচ্ছেন দীপিকাসহ পুরো টিম। সম্প্রতি এক ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে দীপিকা জানিয়েছেন, এমন সাহসী যৌন দৃশ্যে অভিনয় করা মোটেই সহজ ছিল না। ‘গেহরাইয়া’ সিনেমায় যৌনতাকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, ভারতীয় সিনেমায় আগে তেমনটি হয়নি। তাই পরিচালক যদি শুটিং সেটে সেই পরিবেশ তৈরি না করতে পারতেন, তাহলে ব্যাপারটি ভীষণ কঠিন হতো।

দীপিকা জানিয়েছেন, সিনেমার অন্তরঙ্গ দৃশ্যগুলো নির্মাতা কেন রাখছেন, বা কতখানি দরকারি— সেটি আগে থেকেই জানতেন দীপিকা। তিনি বলেন, ‘স্রেফ হুজুগ তোলার জন্য কিংবা দর্শকের দৃষ্টি আকর্ষণ করার জন্য ঘনিষ্ঠ দৃশ্য রাখেননি নির্মাতা, এটি আমি জানতাম। যা করছেন, চিত্রনাট্যের প্রয়োজনেই করছেন। তাই দৃশ্যগুলোতে অভিনয় করা আমার জন্য সহজ হয়েছে।’

‘গেহরাইয়া’ সিনেমার পোস্টারসম্পর্কই ‘গেহরাইয়া’ সিনেমার মূল উপজীব্য। আলিশা (দীপিকা) ও করণের (ধৈর্য্য) অসুখী দাম্পত্য। আলিশার এমন জীবনে স্বস্তির পরশ বুলিয়ে আসে জায়েন (সিদ্ধান্ত)। সম্পর্কে আলিশার চাচাতো বোন টিয়ার হবু বর সে। তবে শুরু থেকেই অসম বয়সী আলিশার প্রতি টান জায়েনের। পরিবার, সমাজ সবকিছুকে ভুলে পরস্পরের ঘনিষ্ঠ হয়ে ওঠে তারা।

‘গেহরাইয়া’ ছবিতে থাকছেন নাসিরুদ্দিন শাহ, রজত কাপুরের মতো অভিনেতারাও। সিনেমাটির নির্মাতা শকুন বাত্রা বলেন, ‘এটা শুধু একটি সিনেমা নয়। মানুষের সম্পর্কের ভিতরে ঢুকে পড়ার একটা জার্নি। কীভাবে আমরা সম্পর্ক আর আবেগের বেড়াজালে আটকে পড়ি, কীভাবে আমাদের প্রতিটি পদক্ষেপ নিজেদের জীবনকে প্রভাবিত করে—সেগুলোই দেখানো হয়েছে এ সিনেমায়।’

দেখুন ‘গেহরাইয়া’ সিনেমার ট্রেলার:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত