‘গেহরাইয়া’ আসছে। সঙ্গে নিয়ে আসছে একঝাঁক কৌতুহল আর বিতর্ক। তার যথেষ্ট কারণও আছে অবশ্য। এ সিনেমার ট্রেলারে দেখা গেছে দীপিকা পাড়ুকোন ও সিদ্ধান্ত চতুর্বেদীর অন্তরঙ্গ রসায়ন। সেটা নিয়েই যত কৌতুহল, যত বিতর্ক। বিয়ের পর প্রথমবার এমন সাহসী চরিত্রে দেখা মিলল দীপিকার।
‘গেহরাইয়া’ মুক্তি পাচ্ছে আগামী ১১ ফেব্রুয়ারি, আমাজন প্রাইমে। মুক্তির আগে প্রচার-প্রচারণা নিয়ে ভীষণ ব্যস্ত সময় কাটাচ্ছেন দীপিকাসহ পুরো টিম। সম্প্রতি এক ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে দীপিকা জানিয়েছেন, এমন সাহসী যৌন দৃশ্যে অভিনয় করা মোটেই সহজ ছিল না। ‘গেহরাইয়া’ সিনেমায় যৌনতাকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, ভারতীয় সিনেমায় আগে তেমনটি হয়নি। তাই পরিচালক যদি শুটিং সেটে সেই পরিবেশ তৈরি না করতে পারতেন, তাহলে ব্যাপারটি ভীষণ কঠিন হতো।
দীপিকা জানিয়েছেন, সিনেমার অন্তরঙ্গ দৃশ্যগুলো নির্মাতা কেন রাখছেন, বা কতখানি দরকারি— সেটি আগে থেকেই জানতেন দীপিকা। তিনি বলেন, ‘স্রেফ হুজুগ তোলার জন্য কিংবা দর্শকের দৃষ্টি আকর্ষণ করার জন্য ঘনিষ্ঠ দৃশ্য রাখেননি নির্মাতা, এটি আমি জানতাম। যা করছেন, চিত্রনাট্যের প্রয়োজনেই করছেন। তাই দৃশ্যগুলোতে অভিনয় করা আমার জন্য সহজ হয়েছে।’
সম্পর্কই ‘গেহরাইয়া’ সিনেমার মূল উপজীব্য। আলিশা (দীপিকা) ও করণের (ধৈর্য্য) অসুখী দাম্পত্য। আলিশার এমন জীবনে স্বস্তির পরশ বুলিয়ে আসে জায়েন (সিদ্ধান্ত)। সম্পর্কে আলিশার চাচাতো বোন টিয়ার হবু বর সে। তবে শুরু থেকেই অসম বয়সী আলিশার প্রতি টান জায়েনের। পরিবার, সমাজ সবকিছুকে ভুলে পরস্পরের ঘনিষ্ঠ হয়ে ওঠে তারা।
‘গেহরাইয়া’ ছবিতে থাকছেন নাসিরুদ্দিন শাহ, রজত কাপুরের মতো অভিনেতারাও। সিনেমাটির নির্মাতা শকুন বাত্রা বলেন, ‘এটা শুধু একটি সিনেমা নয়। মানুষের সম্পর্কের ভিতরে ঢুকে পড়ার একটা জার্নি। কীভাবে আমরা সম্পর্ক আর আবেগের বেড়াজালে আটকে পড়ি, কীভাবে আমাদের প্রতিটি পদক্ষেপ নিজেদের জীবনকে প্রভাবিত করে—সেগুলোই দেখানো হয়েছে এ সিনেমায়।’
দেখুন ‘গেহরাইয়া’ সিনেমার ট্রেলার:
‘গেহরাইয়া’ আসছে। সঙ্গে নিয়ে আসছে একঝাঁক কৌতুহল আর বিতর্ক। তার যথেষ্ট কারণও আছে অবশ্য। এ সিনেমার ট্রেলারে দেখা গেছে দীপিকা পাড়ুকোন ও সিদ্ধান্ত চতুর্বেদীর অন্তরঙ্গ রসায়ন। সেটা নিয়েই যত কৌতুহল, যত বিতর্ক। বিয়ের পর প্রথমবার এমন সাহসী চরিত্রে দেখা মিলল দীপিকার।
‘গেহরাইয়া’ মুক্তি পাচ্ছে আগামী ১১ ফেব্রুয়ারি, আমাজন প্রাইমে। মুক্তির আগে প্রচার-প্রচারণা নিয়ে ভীষণ ব্যস্ত সময় কাটাচ্ছেন দীপিকাসহ পুরো টিম। সম্প্রতি এক ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে দীপিকা জানিয়েছেন, এমন সাহসী যৌন দৃশ্যে অভিনয় করা মোটেই সহজ ছিল না। ‘গেহরাইয়া’ সিনেমায় যৌনতাকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, ভারতীয় সিনেমায় আগে তেমনটি হয়নি। তাই পরিচালক যদি শুটিং সেটে সেই পরিবেশ তৈরি না করতে পারতেন, তাহলে ব্যাপারটি ভীষণ কঠিন হতো।
দীপিকা জানিয়েছেন, সিনেমার অন্তরঙ্গ দৃশ্যগুলো নির্মাতা কেন রাখছেন, বা কতখানি দরকারি— সেটি আগে থেকেই জানতেন দীপিকা। তিনি বলেন, ‘স্রেফ হুজুগ তোলার জন্য কিংবা দর্শকের দৃষ্টি আকর্ষণ করার জন্য ঘনিষ্ঠ দৃশ্য রাখেননি নির্মাতা, এটি আমি জানতাম। যা করছেন, চিত্রনাট্যের প্রয়োজনেই করছেন। তাই দৃশ্যগুলোতে অভিনয় করা আমার জন্য সহজ হয়েছে।’
সম্পর্কই ‘গেহরাইয়া’ সিনেমার মূল উপজীব্য। আলিশা (দীপিকা) ও করণের (ধৈর্য্য) অসুখী দাম্পত্য। আলিশার এমন জীবনে স্বস্তির পরশ বুলিয়ে আসে জায়েন (সিদ্ধান্ত)। সম্পর্কে আলিশার চাচাতো বোন টিয়ার হবু বর সে। তবে শুরু থেকেই অসম বয়সী আলিশার প্রতি টান জায়েনের। পরিবার, সমাজ সবকিছুকে ভুলে পরস্পরের ঘনিষ্ঠ হয়ে ওঠে তারা।
‘গেহরাইয়া’ ছবিতে থাকছেন নাসিরুদ্দিন শাহ, রজত কাপুরের মতো অভিনেতারাও। সিনেমাটির নির্মাতা শকুন বাত্রা বলেন, ‘এটা শুধু একটি সিনেমা নয়। মানুষের সম্পর্কের ভিতরে ঢুকে পড়ার একটা জার্নি। কীভাবে আমরা সম্পর্ক আর আবেগের বেড়াজালে আটকে পড়ি, কীভাবে আমাদের প্রতিটি পদক্ষেপ নিজেদের জীবনকে প্রভাবিত করে—সেগুলোই দেখানো হয়েছে এ সিনেমায়।’
দেখুন ‘গেহরাইয়া’ সিনেমার ট্রেলার:
গত শনিবার হয়ে গেল অভিনয়শিল্পী সংঘের নির্বাচন। ২০২৫-২৮ মেয়াদের সভাপতি হয়েছেন আজাদ আবুল কালাম। গত কমিটির কিছু কার্যক্রম পড়েছিল প্রশ্নের মুখে। তাই নতুন কমিটির চ্যালেঞ্জটা এবার একটু বেশি। অভিনয়শিল্পী সংঘ নিয়ে নতুন সভাপতি আজাদ আবুল...
২০ ঘণ্টা আগেকবি জীবনানন্দ দাশের জীবন ও কর্ম অবলম্বনে নতুন নাটক নিয়ে আসছে নাট্যদল থিয়েটার ফ্যাক্টরি। ‘কমলা রঙের বোধ’ নামের নাটকটি রচনা ও নির্দেশনায় রয়েছেন অলোক বসু। রাজধানীর মহিলা সমিতির মঞ্চে আগামী ৯ মে উদ্বোধনী প্রদর্শনী হবে নাটকটির। একই স্থানে ১০ ও ১১ মে কমলা রঙের বোধ নাটকের আরও চারটি প্রদর্শনী করার...
২০ ঘণ্টা আগেঅদ্ভুত দাবি ঊর্বশী রাওতেলার। ভারতের উত্তরাখন্ডে নাকি তাঁর নামে রয়েছে মন্দির! সেখানে ভক্তরা পূজা দিতে আসে, প্রদীপ জ্বালায়, নিজেদের ইচ্ছার কথা প্রকাশ করে। তাঁর ছবির নিচে মাথা ঠেকিয়ে করে প্রণাম। ঊর্বশীর এই বিস্ময়কর দাবিতে উঠেছে সমালোচনার ঝড়। ক্ষোভে ফুঁসছেন উত্তর ভারতের পুরোহিত সম্প্রদায়।
২০ ঘণ্টা আগেসৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
২ দিন আগে