Ajker Patrika

‘দিল চাহতা হ্যায়’ খ্যাত বলিউড অভিনেতা রিও কাপাডিয়ার মৃত্যু

বিনোদন ডেস্ক
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১২: ২০
Thumbnail image

‘দিল চাহতা হ্যায়’ থেকে ‘চাক দে ইন্ডিয়া’ খ্যাত বলিউড অভিনেতা রিও কাপাডিয়া মারা গেছেন। গত ১৩ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন ৬৬ বছর বয়সী এই অভিনেতা। তাঁর ঘনিষ্ঠ বন্ধু ফয়সাল মালিক ভারতীয় সংবাদমাধ্যমকে তাঁর মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন।

অভিনেতার মৃত্যুতে এক বিবৃতি জারি করেছে রিও কাপাডিয়ার পরিবার। বিবৃতিতে জানানো হয়েছে, গত বৃহস্পতিবার ভারতীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেতা রিও। ১৯৫৭ সালের ৮ জুন জন্মগ্রহণ করা রিও তাঁর স্ত্রী মারিয়া ও দুটি সন্তান রেখে গেছেন। তাঁর শেষকৃত্য ১৫ সেপ্টেম্বর (আজ) বেলা ১১টায় গোরেগাঁওতে করা হবে।

অভিনেতা রিও কাপাডিয়া। ছবি: সংগৃহীতরিও কাপাডিয়াকে শেষবার জোয়া আখতারের জনপ্রিয় সিরিজ ‘মেড ইন হেভেন ২’-এ দেখা গিয়েছিল, যা ২০২৩ সালের আগস্টে মুক্তি পেয়েছিল। যেখানে তিনি ‘কেশব আর্য’র চরিত্রে অভিনয় করেছেন। এর আগে হট স্টারের ‘সিটি অব ড্রিমস’-এ সিপি সন্দ্বীপ রায়ের ভূমিকায়ও দেখা গিয়েছিল তাঁকে।

রিও কাপাডিয়া ‘বোম্বে বেগমস’, ‘দ্য বিগ বুল’, ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘মারদানি’, ‘মহাভারত’, ‘এজেন্ট বিনোদ’, ‘মুম্বাই মেরি জান’, ‘চাক দে ইন্ডিয়া’ সিনেমায় অভিনয় করেছেন। ‘এক লড়কি অঞ্জনি হ্যায়’, ‘কর্ম’, ‘কুসুম’ থেকে ‘কিউকি সাস ভি কভি বহু থি’ সমস্ত প্রোজেক্টে দেখা গেছে অভিনেতাকে।

এ ছাড়া ‘মায়ানগরী-সিটি বফ ড্রিমস’, ‘দ্য টেস্ট কেস’, ‘দ্য ভার্ডিক্ট-স্টেট ভিএস নানওয়াতি’, ‘বোম্বে বেগম’-এর মতো অনেক জনপ্রিয় ওটিটি সিরিজে রিওকে দেখা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সংবিধানে ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ রাখার পক্ষে যে যুক্তি দিলেন আলী রীয়াজ

রাজধানীতে নিখোঁজ কিশোরী নওগাঁয়, যা বললেন সঙ্গে থাকা তরুণের বাবা

নবাবি প্রশাসনে হিন্দু আমলারাই সংখ্যাগরিষ্ঠ

আটক ৩ জনকে ছাড়িয়ে নিতে উত্তরায় থানায় হামলা শিক্ষার্থীদের

উপদেষ্টা রিজওয়ানার কাছে মাত্র ১৫ মিনিট সময় চেয়ে পাইনি: বিজ্ঞানী আবেদ চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত