Ajker Patrika

কপিল দেব হয়ে প্রকাশ্যে এলেন রণবীর

আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ০৮: ৫৮
কপিল দেব হয়ে প্রকাশ্যে এলেন রণবীর

মুক্তি পেয়েছে রণবীর সিং অভিনীত ‘৮৩’ ছবির ট্রেলার। এ ছবিতে কপিল দেবের ভূমিকায় অভিনয় করছেন রণবীর। ‘৮৩’ ছবিতে তাঁর লুক শুরুতেই মন কেড়েছিল দর্শকদের। এবার ট্রেলার প্রকাশ্যে আসতেই নতুন করে শুরু হয়েছে উত্তেজনা।

‘৮৩’ ছবির পোস্টার১৯৮৩ সালে ভারতের প্রথম বিশ্বকাপ জয়ের ঘটনা নিয়ে তৈরি হয়েছে ছবিটি। ‘৮৩’ ছবিতে কপিল দেবের স্ত্রী রোমির ভূমিকায় অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। কবীর খান পরিচালিত ছবিটি মুক্তি পাবে আগামী ২৪ ডিসেম্বর।

অভিনেতা হিসেবে ইতিমধ্যে বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন রণবীর সিং। ‘৮৩’-র ট্রেলারে তাঁর অভিনয়ের ঝলক দেখে উচ্ছ্বসিত ভক্তরা। সোশ্য়াল মিডিয়ায় রণবীরের লুক নিয়ে চলছে জোর চর্চা। বাস্তবের কপিল দেবের মতোই কথা বলা, হাঁটা, বল ডেলিভারির ধরণ, মুখের আদল, তাকানোর স্টাইল— সবকিছুই বেশ ভালোভাবে রপ্ত করেছেন রণবীর। ‘৮৩’ ছবির ট্রেলারে সেটি স্পষ্ট হয়ে ধরা দিয়েছে।

‘৮৩’ ছবিতে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনকেবল নেটিজেনরা নয়, ট্রেলার দেখে প্রশংসা করেছেন অভিষেক বচ্চন, রকুলপ্রীত সিং, মণীশ মালহোত্রার মতো বলিউড তারকারাও।

দেখুন ‘৮৩’ ছবির ট্রেলার:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত