বিনোদন ডেস্ক
মির্জাপুর ওয়েব সিরিজের গল্প আসছে বড় পর্দায়। খুন, জখম, রক্তের বন্যা, হিংসা, গদির লোভ ও ক্ষমতার লড়াইয়ের এই গল্প এবার দেখা যাবে অন্যভাবে। গত বছর ‘মির্জাপুর দ্য ফিল্ম’-এর ঘোষণা আসার পর থেকে এই ক্রাইম ড্রামার অপেক্ষায় দর্শকেরা। এবার সেই অপেক্ষায় নতুন মাত্রা যোগ করল দুই তারকার নাম।
ানা গেছে, ‘পঞ্চায়েত’খ্যাত জিতেন্দ্র কুমার ও ‘লাপাতা লেডিস’খ্যাত রবি কিষাণ অভিনয় করবেন মির্জাপুর দ্য ফিল্মের দুই গুরুত্বপূর্ণ চরিত্রে। মির্জাপুর দ্য ফিল্ম প্রযোজনা করছে ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানির প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্ট। গত বুধবার প্রতিষ্ঠানটির মুম্বাই অফিসে হয়ে গেল সিনেমাটির মহরত। সেখানে মির্জাপুর সিরিজের অন্যান্য অভিনয়শিল্পীর সঙ্গে হাজির ছিলেন জিতেন্দ্র কুমার ও রবি কিষাণ।
তবে রবি ও জিতেন্দ্র কোন চরিত্রে অভিনয় করবেন, তা এখনো খোলাসা করেননি নির্মাতারা। ফলে রহস্য ঘনীভূত হয়েছে—তাঁরা কি পরিচিত চরিত্রের জায়গায় আসছেন, নাকি একেবারে নতুন ভূমিকায় গল্পের মোড় ঘুরিয়ে দেবেন? গুড্ডু চরিত্রের আলী ফজল, কালীন ভাইয়া চরিত্রের পঙ্কজ ত্রিপাঠী, গোলু চরিত্রের শ্বেতা ত্রিপাঠী, বীনা চরিত্রের রাশিকা দুগাল ফিরবেন মির্জাপুর সিনেমায়। এ ছাড়া প্রথম সিজনে মারা যাওয়া সুইটি চরিত্রের শ্রেয়া এবং দ্বিতীয় সিজনে মারা যাওয়া মুন্না ভাইয়া চরিত্রের দিব্যেন্দুকেও দেখা যাবে সিনেমায়।
জানা গেছে, মির্জাপুর সিনেমার চিত্রনাট্য লিখেছেন পুণিত কৃষ্ণা, পরিচালনায় রয়েছেন গুরমিত সিং। এরই মধ্যে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়েছে। অভিনয়শিল্পীদের লুক টেস্ট ও রিডিং সেশনও শুরু হয়ে গেছে। রবি ও জিতেন্দ্রও এই প্রস্তুতিতে যোগ দিয়েছেন। সেপ্টেম্বর থেকে শুরু হবে শুটিং। মুক্তি পাবে ২০২৬ সালে।
মির্জাপুর ওয়েব সিরিজের গল্প আসছে বড় পর্দায়। খুন, জখম, রক্তের বন্যা, হিংসা, গদির লোভ ও ক্ষমতার লড়াইয়ের এই গল্প এবার দেখা যাবে অন্যভাবে। গত বছর ‘মির্জাপুর দ্য ফিল্ম’-এর ঘোষণা আসার পর থেকে এই ক্রাইম ড্রামার অপেক্ষায় দর্শকেরা। এবার সেই অপেক্ষায় নতুন মাত্রা যোগ করল দুই তারকার নাম।
ানা গেছে, ‘পঞ্চায়েত’খ্যাত জিতেন্দ্র কুমার ও ‘লাপাতা লেডিস’খ্যাত রবি কিষাণ অভিনয় করবেন মির্জাপুর দ্য ফিল্মের দুই গুরুত্বপূর্ণ চরিত্রে। মির্জাপুর দ্য ফিল্ম প্রযোজনা করছে ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানির প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্ট। গত বুধবার প্রতিষ্ঠানটির মুম্বাই অফিসে হয়ে গেল সিনেমাটির মহরত। সেখানে মির্জাপুর সিরিজের অন্যান্য অভিনয়শিল্পীর সঙ্গে হাজির ছিলেন জিতেন্দ্র কুমার ও রবি কিষাণ।
তবে রবি ও জিতেন্দ্র কোন চরিত্রে অভিনয় করবেন, তা এখনো খোলাসা করেননি নির্মাতারা। ফলে রহস্য ঘনীভূত হয়েছে—তাঁরা কি পরিচিত চরিত্রের জায়গায় আসছেন, নাকি একেবারে নতুন ভূমিকায় গল্পের মোড় ঘুরিয়ে দেবেন? গুড্ডু চরিত্রের আলী ফজল, কালীন ভাইয়া চরিত্রের পঙ্কজ ত্রিপাঠী, গোলু চরিত্রের শ্বেতা ত্রিপাঠী, বীনা চরিত্রের রাশিকা দুগাল ফিরবেন মির্জাপুর সিনেমায়। এ ছাড়া প্রথম সিজনে মারা যাওয়া সুইটি চরিত্রের শ্রেয়া এবং দ্বিতীয় সিজনে মারা যাওয়া মুন্না ভাইয়া চরিত্রের দিব্যেন্দুকেও দেখা যাবে সিনেমায়।
জানা গেছে, মির্জাপুর সিনেমার চিত্রনাট্য লিখেছেন পুণিত কৃষ্ণা, পরিচালনায় রয়েছেন গুরমিত সিং। এরই মধ্যে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়েছে। অভিনয়শিল্পীদের লুক টেস্ট ও রিডিং সেশনও শুরু হয়ে গেছে। রবি ও জিতেন্দ্রও এই প্রস্তুতিতে যোগ দিয়েছেন। সেপ্টেম্বর থেকে শুরু হবে শুটিং। মুক্তি পাবে ২০২৬ সালে।
সম্প্রতি লেজার ভিশনের ফেসবুক পেজে জান্নাতুল সুমাইয়া হিমির ছবি ব্যবহার করে বানানো হয়েছে একটি ফটো কার্ড। অভিনেত্রীর অভিযোগ, অনুমতি ছাড়াই তাঁর ছবি ব্যবহার করে ‘কুরুচিপূর্ণ মনগড়া জোকস’ লিখে পোস্ট করা হয়েছে।
১ ঘণ্টা আগেদুই পক্ষকেই শান্তিনিকেতন থানায় ডেকে আলোচনা করেন পুলিশ কর্মকর্তারা। অভিযোগকারী কমলাকান্ত লাহার কাছে ক্ষমা চান অরিজিৎ সিংয়ের দেহরক্ষী। এরপরই অভিযোগ প্রত্যাহার করে নেন কমলাকান্ত লাহা।
২ ঘণ্টা আগেগত শনিবার ছিল প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর ৬৩তম জন্মদিন। এ উপলক্ষে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। ‘আইয়ুব বাচ্চু সেলিব্রেটিং লাইফ, লিগ্যাসি অ্যান্ড চলো বদলে যাই’ শীর্ষক অনুষ্ঠানে স্মরণ করা হয় আইয়ুব বাচ্চুকে।
৬ ঘণ্টা আগে২০২১ সালে ‘স্ফুলিঙ্গ’ সিনেমার পর আর পরিচালনায় পাওয়া যায়নি তৌকীর আহমেদকে। এ সময়টায় মঞ্চে নির্দেশনা দিলেও ভিজ্যুয়াল কোনো কনটেন্ট বানাননি। বিরতি কাটিয়ে আবারও পরিচালনায় ফিরেছেন তৌকীর। গতকাল থেকে বিটিভিতে শুরু হয়েছে তাঁর রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক ‘ধূসর সময়’-এর প্রচার।
৬ ঘণ্টা আগে