বিনোদন ডেস্ক
ঢাকা: এবার ‘কৃষ ৪’-এর গল্প লিখলেন হৃত্বিক রোশনের একজন ফ্যান। সামাজিক যোগাযোগ মাধ্যমে যা ভাইরাল, স্বয়ং হৃত্বিকও এই গল্প সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
কিছুদিন আগেই ‘কৃষ’-এর মুক্তির পনেরো বছরের পূর্তি উপলক্ষে এই সুপারহিরোর ফ্র্যাঞ্চাইজির চার নম্বর ছবি অর্থাৎ ‘কৃষ ৪’ এর কথা ঘোষণা করেছেন হৃত্বিক রোশন। টুইট করে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে কালো রঙের লং কোট পরে আকাশপথে উড়ে যাচ্ছেন কৃষ। তার মাঝেই মুখ থেকে নিজের মুখোশটি খুলে ছুঁড়ে দেন তিনি। ভিডিওর সঙ্গে লিখেছেন, ‘অতীতে যা হওয়ার হয়ে গিয়েছে। দেখা যাক, ভবিষ্যৎ কী নিয়ে আসে। কৃষ ৪’। হ্যাশট্যাগ হিসেবে ‘ফিফটিন ইয়ারস অফ কৃষ’ এবং ‘কৃষ ৪’ শব্দেরও ব্যবহার করেছেন তিনি।
এবার ‘কৃষ ৪’-এর গল্প লিখলেন একজন ফ্যান। অবশ্য মজা করে তাঁর লেখা সেই গল্পের প্লট পড়ে ইতিমধ্যেই প্রশংসা জানিয়েছে অনেকে। ওই পোস্টের লাইকের সংখ্যাও বেড়েছে লাফিয়ে লাফিয়ে। তবে টুইট করে ওই লেখকের দাবি মাত্র মিনিট পাঁচেকের মধ্যেই তিনি ‘কৃষ ৪’ এর গল্প লিখেছেন। ভিনগ্রহের প্রাণী থেকে টাইম ট্র্যাভেল থেকে কী জায়গা পায়নি তাঁর লেখা ওই গল্পের প্লটে। এমনকি প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ‘প্রিয়া’ চরিত্রটিকেও সুচারুভাবে সুপারপাওয়ার দিয়েছেন। তা ওই ব্যক্তি কী গল্প লিখেছেন ‘কৃষ ৪’-এর?
টাইম মেশিনের সাহায্যে ‘কৃষ’-এর ভিলেন নাসিরুদ্দিন শাহ হাজির হয়েছে বর্তমান সময়ে। সে এখন সুপারভিলেন। কারণ ইতিমধ্যেই টাইম মেশিনে করে অতীতে গিয়ে ভিনগ্রহের জীব জাদুর কয়েকটা বন্ধুবান্ধবকে ধরে এনেছে সে। যাইহোক বর্তমানে তাঁর আসার উদ্দেশ্য, প্রতিহিংসা চরিতার্থ করা। প্রধান শত্রু কৃষ্ণা অর্থাৎ ‘কৃষ’. কৃষকে না পেয়ে তাঁর ছেলেকে চুরি করে ফের ২০০৬ সালে ফিরে যায় সে। এবার নিজের মেধা এবং সুপারপাওয়ারকে কাজে লাগিয়ে কৃষও তৈরি করে ফেলে একটি টাইম মেশিন। সে এবং প্রিয়া নিজেদের সন্তানকে উদ্ধারের জন্য অতীতে ফিরে যায় বটে কিন্তু ধরা পড়ে যায় নাসিরুদ্দিনের খপ্পরে। কোনওরকমে বেঁচে যায় প্রিয়া। অসহায় প্রিয়াকে এবার সাহায্য করতে এগিয়ে আসে ‘জাদু’। রোহিতের মতো প্রিয়াকেও নিজের ‘সুপারপাওয়ার’ দেয় সে। সেই শক্তিকে কাজে লাগিয়েই কৃষ এবং নিজের সন্তানকে উদ্ধার করতে সফল হয় প্রিয়া। শেষে এই ‘সুপারহিরো জুটি’ মাইল ধ্বংস করে ‘সুপারভিলেন’ এর সব শক্তিকে।
ঢাকা: এবার ‘কৃষ ৪’-এর গল্প লিখলেন হৃত্বিক রোশনের একজন ফ্যান। সামাজিক যোগাযোগ মাধ্যমে যা ভাইরাল, স্বয়ং হৃত্বিকও এই গল্প সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
কিছুদিন আগেই ‘কৃষ’-এর মুক্তির পনেরো বছরের পূর্তি উপলক্ষে এই সুপারহিরোর ফ্র্যাঞ্চাইজির চার নম্বর ছবি অর্থাৎ ‘কৃষ ৪’ এর কথা ঘোষণা করেছেন হৃত্বিক রোশন। টুইট করে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে কালো রঙের লং কোট পরে আকাশপথে উড়ে যাচ্ছেন কৃষ। তার মাঝেই মুখ থেকে নিজের মুখোশটি খুলে ছুঁড়ে দেন তিনি। ভিডিওর সঙ্গে লিখেছেন, ‘অতীতে যা হওয়ার হয়ে গিয়েছে। দেখা যাক, ভবিষ্যৎ কী নিয়ে আসে। কৃষ ৪’। হ্যাশট্যাগ হিসেবে ‘ফিফটিন ইয়ারস অফ কৃষ’ এবং ‘কৃষ ৪’ শব্দেরও ব্যবহার করেছেন তিনি।
এবার ‘কৃষ ৪’-এর গল্প লিখলেন একজন ফ্যান। অবশ্য মজা করে তাঁর লেখা সেই গল্পের প্লট পড়ে ইতিমধ্যেই প্রশংসা জানিয়েছে অনেকে। ওই পোস্টের লাইকের সংখ্যাও বেড়েছে লাফিয়ে লাফিয়ে। তবে টুইট করে ওই লেখকের দাবি মাত্র মিনিট পাঁচেকের মধ্যেই তিনি ‘কৃষ ৪’ এর গল্প লিখেছেন। ভিনগ্রহের প্রাণী থেকে টাইম ট্র্যাভেল থেকে কী জায়গা পায়নি তাঁর লেখা ওই গল্পের প্লটে। এমনকি প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ‘প্রিয়া’ চরিত্রটিকেও সুচারুভাবে সুপারপাওয়ার দিয়েছেন। তা ওই ব্যক্তি কী গল্প লিখেছেন ‘কৃষ ৪’-এর?
টাইম মেশিনের সাহায্যে ‘কৃষ’-এর ভিলেন নাসিরুদ্দিন শাহ হাজির হয়েছে বর্তমান সময়ে। সে এখন সুপারভিলেন। কারণ ইতিমধ্যেই টাইম মেশিনে করে অতীতে গিয়ে ভিনগ্রহের জীব জাদুর কয়েকটা বন্ধুবান্ধবকে ধরে এনেছে সে। যাইহোক বর্তমানে তাঁর আসার উদ্দেশ্য, প্রতিহিংসা চরিতার্থ করা। প্রধান শত্রু কৃষ্ণা অর্থাৎ ‘কৃষ’. কৃষকে না পেয়ে তাঁর ছেলেকে চুরি করে ফের ২০০৬ সালে ফিরে যায় সে। এবার নিজের মেধা এবং সুপারপাওয়ারকে কাজে লাগিয়ে কৃষও তৈরি করে ফেলে একটি টাইম মেশিন। সে এবং প্রিয়া নিজেদের সন্তানকে উদ্ধারের জন্য অতীতে ফিরে যায় বটে কিন্তু ধরা পড়ে যায় নাসিরুদ্দিনের খপ্পরে। কোনওরকমে বেঁচে যায় প্রিয়া। অসহায় প্রিয়াকে এবার সাহায্য করতে এগিয়ে আসে ‘জাদু’। রোহিতের মতো প্রিয়াকেও নিজের ‘সুপারপাওয়ার’ দেয় সে। সেই শক্তিকে কাজে লাগিয়েই কৃষ এবং নিজের সন্তানকে উদ্ধার করতে সফল হয় প্রিয়া। শেষে এই ‘সুপারহিরো জুটি’ মাইল ধ্বংস করে ‘সুপারভিলেন’ এর সব শক্তিকে।
মিউজিক ট্যুরের ইতিহাসে সবচেয়ে বেশি দর্শক উপস্থিতির রেকর্ড গড়ল ব্রিটিশ রক ব্যান্ড কোল্ড প্লে। গত ২৬ জানুয়ারি ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১ লাখ ৩৪ হাজার জন দর্শক এসেছিলেন কোল্ড প্লের কনসার্টে। এটাই এখন পর্যন্ত কোনো মিউজিক ট্যুরের কনসার্টে সবচেয়ে বেশি দর্শক উপস্থিতি। সেই সুবাদে গিনেস...
১০ ঘণ্টা আগে৩০ জানুয়ারি লন্ডনে মারা গেছেন প্রখ্যাত ব্রিটিশ সংগীতশিল্পী ও অভিনেত্রী মারিয়ান ফেইথফুল। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
১৪ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
১৫ ঘণ্টা আগেনেট দুনিয়ায় রাতারাতি সেনসেশন বনে যাওয়া এ তরুণী বর্তমানে আলোচনার কেন্দ্রে। বলিউড অভিনেত্রী কঙ্গনাও তাঁর রূপের প্রশংসায় পঞ্চমুখ। কুম্ভ মেলায় এসে ভাগ্য খুলে গেল তাঁর। শোনা যাচ্ছে...
১৫ ঘণ্টা আগে