অপেক্ষার অবসান! অবশেষে এক হলো চার হাত। বিয়ে হয়ে গেল আলিয়া ভাট আর রণবীর কাপুরের। একে-অপরের গলায় বরমাল্য দান করে ‘মিস্টার অ্যান্ড মিসেস কাপুর’ হলেন রণবীর-আলিয়া। পরিবারের উপস্থিতিতে দুই তারকা সাত পাক ঘুরলেন বলে জানিয়েছে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম। কাপুরদের বান্দ্রার বাড়ি ‘বাস্তু’তেই হল বিয়ের অনুষ্ঠান। আজই এই দম্পতি সাংবাদিকদের সামনে আসবে বলে জানা যায়। বিয়ের সাজের ছবিও আজই প্রকাশ করবে বলে জানিয়েছে রণবীরের ঘনিষ্ঠজনরা। রণবীর- আলিয়ার ভক্ত শুভাকাঙ্ক্ষিরা এই চমকের অপেক্ষায়।
বিকেল ৩টার পরে সাতপাক ঘুরেছেন রণবীর-আলিয়া। তাঁদের সাতপাকের সঙ্গে গায়ত্রী মন্ত্র পড়েছেন চার জন পুরোহিত। বিয়ের মণ্ডপে রণবীরের প্রয়াত বাবা, অভিনেতা ঋষি কাপুরের একটি ছবি টাঙানো হয়েছিল। তারই সামনে শপথ গ্রহণ করলেন বর-কনে।
প্রায় পাঁচ বছর সম্পর্কে থাকার পর রণবীর-আলিয়া জুটি পাঞ্জাবি স্টাইলে বিয়ে করেছেন। সেখানে উপস্থিত ছিলেন পরিবার-পরিজন ও ঘনিষ্ঠ বন্ধুরা। উপস্থিত ছিলেন নীতু কাপুর, মহেশ ভাট, সোনি রাজদান, শাহিন ভাট, ঋদ্ধিমা কাপুর, কারিনা, কারিশমা, রণধীর কাপুর, পূজা ভাট, রাহুল ভাট, লাভ রঞ্জন, আয়ান মুখোপাধ্যায়রা।
রণবীর-আলিয়ার বিয়ের অতিথিদের দেখা মিলেছে রঙ মিলান্তি পোশাকে। বেশিরভাগ অতিথি থেকে শুরু করে পরিবারের সদস্যদের পোশাকের রং ছিল হালকা গোলাপি। বিয়ের অতিথিদের দেখা মিলল সাদা আর সোনালি রঙের পোশাকে। আলিয়ার সবচেয়ে কাছের বন্ধু আকাঙ্খা রঞ্জন পরেছিলেন সবুজ রঙের শাড়ি।
বাড়ির ভিতরে বিয়ের আয়োজন হলেও, বাইরে ছবির জন্য অপেক্ষা করা পাপারাৎজি ও মিডিয়ার জন্য মিষ্টির বক্স দেওয়া হয়েছে।
পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় মিলিয়ে খুব কম সংখ্যক অতিথির উপস্থিতিতে বিয়ে করলেন রণবীর-আলিয়া। আলিয়ার হাতে প্রথম মেহেন্দি পরিয়েছিলেন করণ জোহর। বিয়েতেও রণবীর-আলিয়ার গাঁটছড়া বেঁধেছেন পরিচালকই। সকলের আশীর্বাদে বিবাহ সম্পন্ন হল। খুব কম সংখ্যক মানুষের উপস্থিতিতেই হয়েছে এই বিয়ে। হাতেগোনা ৫০জন হয়তো ছিল বিয়েতে।
‘বাস্তু’র বাইরে আজ সকাল থেকেই ছিল কড়া পাহাড়া। আলিয়া-রণবীরের ব্যক্তিগত রক্ষীরা তো ছিলই, সাথে পুলিশ ফোর্সও মোতায়েন করা হয়েছিল সেখানে।
রণবীর-আলিয়া সম্পর্কিত পড়ুন:
অপেক্ষার অবসান! অবশেষে এক হলো চার হাত। বিয়ে হয়ে গেল আলিয়া ভাট আর রণবীর কাপুরের। একে-অপরের গলায় বরমাল্য দান করে ‘মিস্টার অ্যান্ড মিসেস কাপুর’ হলেন রণবীর-আলিয়া। পরিবারের উপস্থিতিতে দুই তারকা সাত পাক ঘুরলেন বলে জানিয়েছে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম। কাপুরদের বান্দ্রার বাড়ি ‘বাস্তু’তেই হল বিয়ের অনুষ্ঠান। আজই এই দম্পতি সাংবাদিকদের সামনে আসবে বলে জানা যায়। বিয়ের সাজের ছবিও আজই প্রকাশ করবে বলে জানিয়েছে রণবীরের ঘনিষ্ঠজনরা। রণবীর- আলিয়ার ভক্ত শুভাকাঙ্ক্ষিরা এই চমকের অপেক্ষায়।
বিকেল ৩টার পরে সাতপাক ঘুরেছেন রণবীর-আলিয়া। তাঁদের সাতপাকের সঙ্গে গায়ত্রী মন্ত্র পড়েছেন চার জন পুরোহিত। বিয়ের মণ্ডপে রণবীরের প্রয়াত বাবা, অভিনেতা ঋষি কাপুরের একটি ছবি টাঙানো হয়েছিল। তারই সামনে শপথ গ্রহণ করলেন বর-কনে।
প্রায় পাঁচ বছর সম্পর্কে থাকার পর রণবীর-আলিয়া জুটি পাঞ্জাবি স্টাইলে বিয়ে করেছেন। সেখানে উপস্থিত ছিলেন পরিবার-পরিজন ও ঘনিষ্ঠ বন্ধুরা। উপস্থিত ছিলেন নীতু কাপুর, মহেশ ভাট, সোনি রাজদান, শাহিন ভাট, ঋদ্ধিমা কাপুর, কারিনা, কারিশমা, রণধীর কাপুর, পূজা ভাট, রাহুল ভাট, লাভ রঞ্জন, আয়ান মুখোপাধ্যায়রা।
রণবীর-আলিয়ার বিয়ের অতিথিদের দেখা মিলেছে রঙ মিলান্তি পোশাকে। বেশিরভাগ অতিথি থেকে শুরু করে পরিবারের সদস্যদের পোশাকের রং ছিল হালকা গোলাপি। বিয়ের অতিথিদের দেখা মিলল সাদা আর সোনালি রঙের পোশাকে। আলিয়ার সবচেয়ে কাছের বন্ধু আকাঙ্খা রঞ্জন পরেছিলেন সবুজ রঙের শাড়ি।
বাড়ির ভিতরে বিয়ের আয়োজন হলেও, বাইরে ছবির জন্য অপেক্ষা করা পাপারাৎজি ও মিডিয়ার জন্য মিষ্টির বক্স দেওয়া হয়েছে।
পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় মিলিয়ে খুব কম সংখ্যক অতিথির উপস্থিতিতে বিয়ে করলেন রণবীর-আলিয়া। আলিয়ার হাতে প্রথম মেহেন্দি পরিয়েছিলেন করণ জোহর। বিয়েতেও রণবীর-আলিয়ার গাঁটছড়া বেঁধেছেন পরিচালকই। সকলের আশীর্বাদে বিবাহ সম্পন্ন হল। খুব কম সংখ্যক মানুষের উপস্থিতিতেই হয়েছে এই বিয়ে। হাতেগোনা ৫০জন হয়তো ছিল বিয়েতে।
‘বাস্তু’র বাইরে আজ সকাল থেকেই ছিল কড়া পাহাড়া। আলিয়া-রণবীরের ব্যক্তিগত রক্ষীরা তো ছিলই, সাথে পুলিশ ফোর্সও মোতায়েন করা হয়েছিল সেখানে।
রণবীর-আলিয়া সম্পর্কিত পড়ুন:
কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরের দ্বিতীয় দিন ওয়ার্ল্ড উইমেন কানস অ্যাজেন্ডা ডিসকাশন পর্বে অংশ নিলেন বাংলাদেশের অভিনেত্রী ও প্রযোজক বর্ষা। ‘নিউ এরা অব আইডেন্টি অ্যান্ড ইমপ্যাক্ট অ্যান্ড গ্লোবাল সিনেমা’ শীর্ষক এই সেমিনারে নারীর ক্ষমতায়ন নিয়ে কথা বলেন বর্ষা।
৩২ মিনিট আগে২০২৩ সালের নভেম্বরে সিনেমার মহরত অনুষ্ঠানে ঘোষণা দেওয়া হয়েছিল ২০২৪ সালের রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘এশা মার্ডার: কর্মফল’। তবে ঈদের আগে টিজার প্রকাশ করে জানানো হয় রোজা নয়, কোরবানির ঈদে আসছে সিনেমাটি। শেষ পর্যন্ত তা আর হয়নি। এরপর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। নির্মাতা ও প্রযোজকেরাও নিশ্চিত
৪৩ মিনিট আগেরোজার ঈদে মুক্তি পেয়েছিল ৬টি সিনেমা, যার ৪টিই দর্শকপ্রিয় হয়েছিল। এখনো বিভিন্ন হলে চলছে ‘বরবাদ’, ‘দাগি’, ‘চক্কর’ ও ‘জংলি’। অবশেষে দেড় মাস পর প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখছে নতুন সিনেমা। আজ থেকে দেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে ‘জয়া আর শারমিন’।
১ ঘণ্টা আগেঢাকায় অবস্থিত জার্মান কালচারাল সেন্টারের আয়োজনে ‘সিনে সন্ধ্যা’ আয়োজনে প্রদর্শিত হবে গোলাম রাব্বানী পরিচালিত স্বল্পদৈর্ঘ্য ‘ছুরত’ ও ‘আনটং’। ১৮ মে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত স্বল্পদৈর্ঘ্য দুটি। মানুষের বাক্স্বাধীনতা ও কথা বলার মৌলিক অধিকারের গল্প নিয়ে নির্মিত হয়েছে আনটাং। ছুরত নির্মিত হয়েছে মানুষের
১ ঘণ্টা আগে