Ajker Patrika

সাতপাকে বাঁধা পড়লেন রণবীর-আলিয়া

আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ১০: ১৩
সাতপাকে বাঁধা পড়লেন রণবীর-আলিয়া

অপেক্ষার অবসান! অবশেষে এক হলো চার হাত। বিয়ে হয়ে গেল আলিয়া ভাট আর রণবীর কাপুরের। একে-অপরের গলায় বরমাল্য দান করে ‘মিস্টার অ্যান্ড মিসেস কাপুর’ হলেন রণবীর-আলিয়া। পরিবারের উপস্থিতিতে দুই তারকা সাত পাক ঘুরলেন বলে জানিয়েছে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম। কাপুরদের বান্দ্রার বাড়ি ‘বাস্তু’তেই হল বিয়ের অনুষ্ঠান। আজই এই দম্পতি সাংবাদিকদের সামনে আসবে বলে জানা যায়। বিয়ের সাজের ছবিও আজই প্রকাশ করবে বলে জানিয়েছে রণবীরের ঘনিষ্ঠজনরা। রণবীর- আলিয়ার ভক্ত শুভাকাঙ্ক্ষিরা এই চমকের অপেক্ষায়।

বিকেল ৩টার পরে সাতপাক ঘুরেছেন রণবীর-আলিয়া। তাঁদের সাতপাকের সঙ্গে গায়ত্রী মন্ত্র পড়েছেন চার জন পুরোহিত। বিয়ের মণ্ডপে রণবীরের প্রয়াত বাবা, অভিনেতা ঋষি কাপুরের একটি ছবি টাঙানো হয়েছিল। তারই সামনে শপথ গ্রহণ করলেন বর-কনে।

প্রায় পাঁচ বছর সম্পর্কে থাকার পর রণবীর-আলিয়া জুটি পাঞ্জাবি স্টাইলে বিয়ে করেছেন। সেখানে উপস্থিত ছিলেন পরিবার-পরিজন ও ঘনিষ্ঠ বন্ধুরা। উপস্থিত ছিলেন নীতু কাপুর, মহেশ ভাট, সোনি রাজদান, শাহিন ভাট, ঋদ্ধিমা কাপুর, কারিনা, কারিশমা, রণধীর কাপুর, পূজা ভাট, রাহুল ভাট, লাভ রঞ্জন, আয়ান মুখোপাধ্যায়রা।

রণবীর কাপুর ও আলিয়া ভাটরণবীর-আলিয়ার বিয়ের অতিথিদের দেখা মিলেছে রঙ মিলান্তি পোশাকে। বেশিরভাগ অতিথি থেকে শুরু করে পরিবারের সদস্যদের পোশাকের রং ছিল হালকা গোলাপি। বিয়ের অতিথিদের দেখা মিলল সাদা আর সোনালি রঙের পোশাকে। আলিয়ার সবচেয়ে কাছের বন্ধু আকাঙ্খা রঞ্জন পরেছিলেন সবুজ রঙের শাড়ি।

বাড়ির ভিতরে বিয়ের আয়োজন হলেও, বাইরে ছবির জন্য অপেক্ষা করা পাপারাৎজি ও মিডিয়ার জন্য মিষ্টির বক্স দেওয়া হয়েছে।

পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় মিলিয়ে খুব কম সংখ্যক অতিথির উপস্থিতিতে বিয়ে করলেন রণবীর-আলিয়া। আলিয়ার হাতে প্রথম মেহেন্দি পরিয়েছিলেন করণ জোহর। বিয়েতেও রণবীর-আলিয়ার গাঁটছড়া বেঁধেছেন পরিচালকই। সকলের আশীর্বাদে বিবাহ সম্পন্ন হল। খুব কম সংখ্যক মানুষের উপস্থিতিতেই হয়েছে এই বিয়ে। হাতেগোনা ৫০জন হয়তো ছিল বিয়েতে।

‘বাস্তু’র বাইরে আজ সকাল থেকেই ছিল কড়া পাহাড়া। আলিয়া-রণবীরের ব্যক্তিগত রক্ষীরা তো ছিলই, সাথে পুলিশ ফোর্সও মোতায়েন করা হয়েছিল সেখানে।

রণবীর-আলিয়া সম্পর্কিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত