প্রেমিকাকে বাঁচাতে গিয়ে স্বনামধন্য এক ব্যবসায়ী সন্ত্রাসীদের হামলার শিকার হন। মাথায় গুরুতর আঘাত লাগে। স্মৃতি হারিয়ে ফেলেন তিনি। কিছুই মনে রাখতে পারেন না। তাই সারা শরীরে ট্যাটুর মতো করে লিখে রাখেন দরকারি তথ্যগুলো। ২০০৫ সালে এমন একটি গল্প দিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন নির্মাতা এ আর মুরুগাদোস। ‘গজনী’ নামের ওই তামিল সিনেমার নায়ক ছিলেন সুরিয়া।
গজনী দেখার পর আমির খান এতই মুগ্ধ হন যে সিনেমাটি রিমেকের সিদ্ধান্ত নেন। ডেকে পাঠান নির্মাতা মুরুগাদোসকে। হিন্দি ভার্সনটিও তিনিই পরিচালনা করেন। একই গল্প নিয়ে ২০০৮ সালে মুক্তি পায় আমির অভিনীত ‘গজনী’। তবে হিন্দি ভার্সনে শেষটা বদলে দিয়েছিলেন আমির, নিজেই লিখেছিলেন ক্লাইম্যাক্স। সুরিয়ার মতো আমিরের গজনীও পেয়েছিল ব্যাপক সাফল্য।
এ মাসের শুরুতে পিঙ্কভিলা জানিয়েছিল, গজনীর দ্বিতীয় পর্ব আসবে। আমিরকে সিকুয়েলের প্রস্তাব দেওয়া হয়েছে। আইডিয়া শুনে রাজি হয়েছেন অভিনেতা। সম্প্রতি সেই তথ্যের সত্যতা নিশ্চিত করলেন সুরিয়া। ১৪ নভেম্বর মুক্তি পাবে তাঁর নতুন সিনেমা ‘কানগুভা’। এর প্রচারে এসে সুরিয়া জানালেন, প্রযোজক আল্লু অরবিন্দ তাঁর সঙ্গেও সিকুয়েলের বিষয়টি নিয়ে আলাপ করেছেন।
সুরিয়া বলেন, ‘প্রযোজক আল্লু অরবিন্দ আমাকে বলেছেন, গজনীর সিকুয়েল হতে পারে কি না। আমি বলেছি, অবশ্যই হতে পারে। তবে এমন গল্প হতে হবে, যা সময়োপযোগী। এরই মধ্যে প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আশা করা যায়, গজনী–২ আসবে।’
গজনী–২ নিয়ে এবার ভিন্ন ধরনের পরিকল্পনা করেছেন প্রযোজক। আগে যেমন প্রথমে তামিলে মুক্তি পেয়েছিল গজনী, তিন বছর পর এসেছিল হিন্দিতে। তবে এবার দুই ভাষায় একই সঙ্গে গজনী–২ আনার পরিকল্পনা তাঁর। তামিলে অভিনয় করবেন সুরিয়া, আর হিন্দিতে থাকবেন আমির। একই সঙ্গে দুই সিনেমার শুটিং হবে, মুক্তিও পাবে একসঙ্গে।
পিঙ্কভিলা জানিয়েছে, এরই মধ্যে চিত্রনাট্য লেখার কাজ শুরু হয়েছে। আগামী বছরের মাঝামাঝি হতে পারে শুটিং। গজনী টুর আপডেট জানানোর পাশাপাশি একটি বিশেষ কারণে আমিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সুরিয়া। জানিয়েছেন, তাঁর ক্যারিয়ারে আমিরের অবদান অনেক।
সুরিয়া বলেন, ‘তিনি যখন গজনীর রিমেক করেন, তখন সবাইকে বলেছিলেন, অরিজিনাল সিনেমাটি আমি করেছি। তাঁর মাধ্যমেই ভারতজুড়ে পরিচিতি পাই আমি। এ কারণে তাঁর প্রতি সব সময় কৃতজ্ঞ।’
প্রেমিকাকে বাঁচাতে গিয়ে স্বনামধন্য এক ব্যবসায়ী সন্ত্রাসীদের হামলার শিকার হন। মাথায় গুরুতর আঘাত লাগে। স্মৃতি হারিয়ে ফেলেন তিনি। কিছুই মনে রাখতে পারেন না। তাই সারা শরীরে ট্যাটুর মতো করে লিখে রাখেন দরকারি তথ্যগুলো। ২০০৫ সালে এমন একটি গল্প দিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন নির্মাতা এ আর মুরুগাদোস। ‘গজনী’ নামের ওই তামিল সিনেমার নায়ক ছিলেন সুরিয়া।
গজনী দেখার পর আমির খান এতই মুগ্ধ হন যে সিনেমাটি রিমেকের সিদ্ধান্ত নেন। ডেকে পাঠান নির্মাতা মুরুগাদোসকে। হিন্দি ভার্সনটিও তিনিই পরিচালনা করেন। একই গল্প নিয়ে ২০০৮ সালে মুক্তি পায় আমির অভিনীত ‘গজনী’। তবে হিন্দি ভার্সনে শেষটা বদলে দিয়েছিলেন আমির, নিজেই লিখেছিলেন ক্লাইম্যাক্স। সুরিয়ার মতো আমিরের গজনীও পেয়েছিল ব্যাপক সাফল্য।
এ মাসের শুরুতে পিঙ্কভিলা জানিয়েছিল, গজনীর দ্বিতীয় পর্ব আসবে। আমিরকে সিকুয়েলের প্রস্তাব দেওয়া হয়েছে। আইডিয়া শুনে রাজি হয়েছেন অভিনেতা। সম্প্রতি সেই তথ্যের সত্যতা নিশ্চিত করলেন সুরিয়া। ১৪ নভেম্বর মুক্তি পাবে তাঁর নতুন সিনেমা ‘কানগুভা’। এর প্রচারে এসে সুরিয়া জানালেন, প্রযোজক আল্লু অরবিন্দ তাঁর সঙ্গেও সিকুয়েলের বিষয়টি নিয়ে আলাপ করেছেন।
সুরিয়া বলেন, ‘প্রযোজক আল্লু অরবিন্দ আমাকে বলেছেন, গজনীর সিকুয়েল হতে পারে কি না। আমি বলেছি, অবশ্যই হতে পারে। তবে এমন গল্প হতে হবে, যা সময়োপযোগী। এরই মধ্যে প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আশা করা যায়, গজনী–২ আসবে।’
গজনী–২ নিয়ে এবার ভিন্ন ধরনের পরিকল্পনা করেছেন প্রযোজক। আগে যেমন প্রথমে তামিলে মুক্তি পেয়েছিল গজনী, তিন বছর পর এসেছিল হিন্দিতে। তবে এবার দুই ভাষায় একই সঙ্গে গজনী–২ আনার পরিকল্পনা তাঁর। তামিলে অভিনয় করবেন সুরিয়া, আর হিন্দিতে থাকবেন আমির। একই সঙ্গে দুই সিনেমার শুটিং হবে, মুক্তিও পাবে একসঙ্গে।
পিঙ্কভিলা জানিয়েছে, এরই মধ্যে চিত্রনাট্য লেখার কাজ শুরু হয়েছে। আগামী বছরের মাঝামাঝি হতে পারে শুটিং। গজনী টুর আপডেট জানানোর পাশাপাশি একটি বিশেষ কারণে আমিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সুরিয়া। জানিয়েছেন, তাঁর ক্যারিয়ারে আমিরের অবদান অনেক।
সুরিয়া বলেন, ‘তিনি যখন গজনীর রিমেক করেন, তখন সবাইকে বলেছিলেন, অরিজিনাল সিনেমাটি আমি করেছি। তাঁর মাধ্যমেই ভারতজুড়ে পরিচিতি পাই আমি। এ কারণে তাঁর প্রতি সব সময় কৃতজ্ঞ।’
যুক্তরাজ্যের যে সিনেমা হলে এই ঘটনা ঘটেছে, সেখানে পবন কল্যাণ অভিনীত তেলুগু সিনেমা ‘হারি হারা ভেরা মাল্লু’র প্রদর্শনী চলছিল। হঠাৎ প্রদর্শনী থামিয়ে দেওয়া হয়। কেন সিনেমা হল নোংরা করা হচ্ছে—দর্শকদের এমন প্রশ্ন করেন হলের কর্মীরা।
২ ঘণ্টা আগেওয়েব কনটেন্টের নিয়মিত দর্শক চিত্রাঙ্গদা সিং। এই বলিউড অভিনেত্রীর ওয়াচ লিস্টে রয়েছে সারা বিশ্বের সিনেমা-সিরিজ। বর্তমানে তিনি দেখছেন ‘ল্যান্ডম্যান’। চিত্রাঙ্গদার প্রিয় হয়ে উঠেছে সিরিজটি। অভিনেত্রী জানালেন তাঁর আরও দুই পছন্দের ওয়েব সিরিজের নাম।
৬ ঘণ্টা আগেউত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
১৫ ঘণ্টা আগেএকজন গর্ভবতী নারীর দীর্ঘপথ পাড়ি দিয়ে বেঁচে থাকার সংগ্রাম, সাতটি দেশের অভিবাসন-পথ পেরিয়ে বেঁচে থাকার গল্প- এটি কোনো কাল্পনিক থ্রিলার নয়, বরং বাস্তবতার ওপর নির্মিত এক সিনেম্যাটিক দলিল। বাংলাদেশি নির্মাতা আজিজুল হাসান সূর্য পরিচালিত আসন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র ‘ফিল্ডস অব ফ্রিডম’ এমন এক গল্প নিয়ে এগিয়ে
১৫ ঘণ্টা আগে