বলিউডের ‘বাদশাহ’ শাহরুখ খানের পুত্র আরিয়ান খান ব্যক্তিগত জীবনে সব সময় থাকেন আলোচনায়। কখনো নোরা ফতেহির সঙ্গে, কখনো আবার অনন্যা পাণ্ডের সঙ্গে ছড়িয়েছে প্রেমের গুঞ্জন। এবার নাম জড়াল এক মডেলকে নিয়ে, যাঁর সঙ্গে বর্ষবরণের রাতে সময় কাটিয়েছেন আরিয়ান।
জানা গেছে, এবার কোনো বলিউড ডিভা নয়, ব্রাজিলের এক মডেলকে নাকি মন দিয়েছেন শাহরুখপুত্র। ওই মডেলের নাম লারিসা বোনেসি। বর্ষবরণের রাতেও সেই প্রেমিকার সঙ্গেই সময় কাটালেন আরিয়ান।
বর্ষবরণের রাতে আরিয়ানের নিজস্ব বিপণন সংস্থার পার্টি ছিল মুম্বাইয়ে। সেখানেই আসেন লারিসা। পার্টিতে প্রবেশ করার সময় তাঁকে ক্যামেরাবন্দী করেন পাপারাজ্জিরা। মুহূর্তেই সেই ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তবে দুজন একসঙ্গে পার্টিতে প্রবেশ করেননি। একসঙ্গে ক্যামেরার সামনে ধরাও দেননি।
পার্টিতে কালো প্যান্টের সঙ্গে সাদা রঙের টি-শার্ট পরেছিলেন আরিয়ান। এর ওপরে বেছে নিয়েছিলেন লেয়ার্ড জ্যাকেট। অন্যদিকে, লারিসা বেছে নেন গোলাপি রঙের ঝলমলে পোশাক। মধ্যরাতে এই পার্টি থেকে মাথা নিচু করে বের হন আরিয়ান। এ সময় তিনি বেতালে পা ফেলেন। ভিডিওতে বোঝা যাচ্ছে, মদ্যপান করেছেন আরিয়ান। কোনোমতে মাটির দিকে তাকিয়ে পা ফেলছেন। তবে সেদিকে লক্ষ ছিল নিরাপত্তারক্ষীদের। ফলে নির্বিঘ্নে গাড়ি পর্যন্ত পৌঁছে যান তিনি। এ সময় আরিয়ানের পেছন পেছন বেরোন তাঁর মদ্যপ বন্ধুরা। তাঁরাও বেতালে হাঁটছিলেন।
বলিউডের ‘বাদশাহ’ শাহরুখ খানের পুত্র আরিয়ান খান ব্যক্তিগত জীবনে সব সময় থাকেন আলোচনায়। কখনো নোরা ফতেহির সঙ্গে, কখনো আবার অনন্যা পাণ্ডের সঙ্গে ছড়িয়েছে প্রেমের গুঞ্জন। এবার নাম জড়াল এক মডেলকে নিয়ে, যাঁর সঙ্গে বর্ষবরণের রাতে সময় কাটিয়েছেন আরিয়ান।
জানা গেছে, এবার কোনো বলিউড ডিভা নয়, ব্রাজিলের এক মডেলকে নাকি মন দিয়েছেন শাহরুখপুত্র। ওই মডেলের নাম লারিসা বোনেসি। বর্ষবরণের রাতেও সেই প্রেমিকার সঙ্গেই সময় কাটালেন আরিয়ান।
বর্ষবরণের রাতে আরিয়ানের নিজস্ব বিপণন সংস্থার পার্টি ছিল মুম্বাইয়ে। সেখানেই আসেন লারিসা। পার্টিতে প্রবেশ করার সময় তাঁকে ক্যামেরাবন্দী করেন পাপারাজ্জিরা। মুহূর্তেই সেই ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তবে দুজন একসঙ্গে পার্টিতে প্রবেশ করেননি। একসঙ্গে ক্যামেরার সামনে ধরাও দেননি।
পার্টিতে কালো প্যান্টের সঙ্গে সাদা রঙের টি-শার্ট পরেছিলেন আরিয়ান। এর ওপরে বেছে নিয়েছিলেন লেয়ার্ড জ্যাকেট। অন্যদিকে, লারিসা বেছে নেন গোলাপি রঙের ঝলমলে পোশাক। মধ্যরাতে এই পার্টি থেকে মাথা নিচু করে বের হন আরিয়ান। এ সময় তিনি বেতালে পা ফেলেন। ভিডিওতে বোঝা যাচ্ছে, মদ্যপান করেছেন আরিয়ান। কোনোমতে মাটির দিকে তাকিয়ে পা ফেলছেন। তবে সেদিকে লক্ষ ছিল নিরাপত্তারক্ষীদের। ফলে নির্বিঘ্নে গাড়ি পর্যন্ত পৌঁছে যান তিনি। এ সময় আরিয়ানের পেছন পেছন বেরোন তাঁর মদ্যপ বন্ধুরা। তাঁরাও বেতালে হাঁটছিলেন।
শুটিং বন্ধের নির্দেশনার জন্য প্রতিবাদ জানিয়েছেন অভিনয়শিল্পী সংঘের সাবেক সভাপতি আহসান হাবিব নাসিম। পাশাপাশি তিনি জানান আবাসিক এলাকায় বন্ধ করতে হবে শুটিং। পরামর্শ দেন বাণিজ্যিক শুটিং জোন গড়ে তোলার।
২ ঘণ্টা আগেএসব ওটিটি প্ল্যাটফর্মের অনেক কনটেন্টে যৌন ইঙ্গিতসূচক বিষয় দেখানো হয়েছে। অনেকক্ষেত্রে সরাসরি যৌন দৃশ্যও প্রচারিত হয়েছে। অশ্লীলতা ছড়িয়ে দর্শক টানাই এদের প্রধান উদ্দেশ্য। তাই এসব ওটিটি প্ল্যাটফর্ম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
৩ ঘণ্টা আগেপ্রথমবারের মতো বাংলা সিনেমায় কাজ করতে চলেছেন ‘থ্রি ইডিয়টস’খ্যাত বলিউড অভিনেতা শরমন জোশী। একই সিনেমায় তাঁর সঙ্গে দেখা যাবে খায়রুল বাসার ও তানজিন তিশাকে। এই সিনেমার জন্য বাংলা ভাষা শিখছেন শরমন।
৬ ঘণ্টা আগেএবার সিনেমা হলের ব্যবসাতেও নেমে পড়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পশ্চিমবঙ্গে ১০০টি সিনেমা হল তৈরি হচ্ছে তাঁর উদ্যোগে। বেশি দর্শক নয়, ৪০-৫০ জন ধারণক্ষমতাসম্পন্ন হল বানাচ্ছেন তিনি।
৮ ঘণ্টা আগে