গত ৭ অক্টোবরের পর থেকেই অবরুদ্ধ ফিলিস্তিনি অঞ্চল গাজার বিভিন্ন স্থানে থেমে থেমে হামলা চালাচ্ছে ইসরায়েলি সশস্ত্র বাহিনী। এসব হামলায় যত না বেশি হামাস সদস্য মারা যাচ্ছেন, তার চেয়ে বেশি প্রাণহানি হচ্ছে বেসামরিক নাগরিকের। যুদ্ধের গত ১৪ দিনে এখন পর্যন্ত ৪ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। এই সংঘাত থেকে কেউই আর যেন মুখ ফিরিয়ে থাকতে পারছেন না। পক্ষ নিচ্ছেন, প্রতিবাদ করছেন।
অত্যাচার, নিষ্ঠুরতা, ভয়াবহতার সেই ছবি দেখে এবার মুখ খুললেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। ইনস্টাগ্রামে শিশুকন্যার সঙ্গে সম্প্রতি একটি ছবি পোস্ট করেছেন স্বরা ভাস্কর। সেখানেই তিনি লিখেছেন, আজ যদি তাঁর কন্যা ভারতে না জন্মে গাজায় জন্মাত, তাহলে তিনি তাকে কীভাবে বাঁচাতেন? তিনি এই ছবি পোস্ট করে লিখেছেন, ‘যে কোনো মা, বিশেষ করে যাঁরা সদ্যই মা হয়েছেন তাঁরা জানেন নিজেদের ছোট্ট সন্তানের দিকে তাকিয়ে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিতে পারেন আনন্দের, পরিপূর্ণতার অনুভূতি নিয়ে। আমিও তাই, কিন্তু একই সঙ্গে জানি, আজ আমার মতো আরও অনেক মা শিউরে উঠছেন, এই ভয়াবহ ভাবনা থেকে নিজেদের সরিয়ে রাখতে পারছেন না।’
তিনি আরও লিখেছেন, ‘আমি আমার মেয়ের শান্ত ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে ভাবি, আজ যদি সে গাজায় জন্মাত, তাহলে আমি তাকে কীভাবে বড় করতাম। আমি চাই না ওকে কখনো এমন কিছুতে পড়তে হোক। ও অনেক ভাগ্যবান যে ভারতে জন্মেছে, গাজায় যে শিশুরা জন্মেছে, সেটা যেন তাঁদের কাছে অভিশাপ, ওদের রোজ মারা যেতে হচ্ছে একটা পরাধীনতার আকাশের নিচে।’
পরিশেষে তিনি লিখেছেন, ‘আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, উনি যেন সমস্ত যন্ত্রণা থেকে গাজার শিশুদের রক্ষা করেন। কারণ এই পৃথিবী ওদের বাঁচাবে না।’
প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে স্বরা বিয়ে করেন সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদকে। এরপর গত ২৩ সেপ্টেম্বর স্বরা ও ফাহাদের সংসারে তাঁদের নতুন সদস্য, তাঁদের মেয়ে রাবিয়া জন্ম নেয়।
২০০৯ সালে ‘মাধোলাল কিপ ওয়াকিং’ সিনেমায় সহ-অভিনেত্রী হিসেবে চলচ্চিত্রে অভিষেক হয় স্বরার। অবশ্য সেটি বাণিজ্যিকভাবে ব্যর্থ হয়। বাণিজ্যিকভাবে সফল প্রথম সিনেমা রোমান্টিক কমেডি ‘তনু ওয়েডস মনু’। মুক্তি পায় ২০১১ সালে। এতে পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য ব্যাপক পরিচিতি পান। সেরা পার্শ্ব অভিনেত্রীর জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে মনোনয়ন পান তিনি।
গত ৭ অক্টোবরের পর থেকেই অবরুদ্ধ ফিলিস্তিনি অঞ্চল গাজার বিভিন্ন স্থানে থেমে থেমে হামলা চালাচ্ছে ইসরায়েলি সশস্ত্র বাহিনী। এসব হামলায় যত না বেশি হামাস সদস্য মারা যাচ্ছেন, তার চেয়ে বেশি প্রাণহানি হচ্ছে বেসামরিক নাগরিকের। যুদ্ধের গত ১৪ দিনে এখন পর্যন্ত ৪ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। এই সংঘাত থেকে কেউই আর যেন মুখ ফিরিয়ে থাকতে পারছেন না। পক্ষ নিচ্ছেন, প্রতিবাদ করছেন।
অত্যাচার, নিষ্ঠুরতা, ভয়াবহতার সেই ছবি দেখে এবার মুখ খুললেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। ইনস্টাগ্রামে শিশুকন্যার সঙ্গে সম্প্রতি একটি ছবি পোস্ট করেছেন স্বরা ভাস্কর। সেখানেই তিনি লিখেছেন, আজ যদি তাঁর কন্যা ভারতে না জন্মে গাজায় জন্মাত, তাহলে তিনি তাকে কীভাবে বাঁচাতেন? তিনি এই ছবি পোস্ট করে লিখেছেন, ‘যে কোনো মা, বিশেষ করে যাঁরা সদ্যই মা হয়েছেন তাঁরা জানেন নিজেদের ছোট্ট সন্তানের দিকে তাকিয়ে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিতে পারেন আনন্দের, পরিপূর্ণতার অনুভূতি নিয়ে। আমিও তাই, কিন্তু একই সঙ্গে জানি, আজ আমার মতো আরও অনেক মা শিউরে উঠছেন, এই ভয়াবহ ভাবনা থেকে নিজেদের সরিয়ে রাখতে পারছেন না।’
তিনি আরও লিখেছেন, ‘আমি আমার মেয়ের শান্ত ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে ভাবি, আজ যদি সে গাজায় জন্মাত, তাহলে আমি তাকে কীভাবে বড় করতাম। আমি চাই না ওকে কখনো এমন কিছুতে পড়তে হোক। ও অনেক ভাগ্যবান যে ভারতে জন্মেছে, গাজায় যে শিশুরা জন্মেছে, সেটা যেন তাঁদের কাছে অভিশাপ, ওদের রোজ মারা যেতে হচ্ছে একটা পরাধীনতার আকাশের নিচে।’
পরিশেষে তিনি লিখেছেন, ‘আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, উনি যেন সমস্ত যন্ত্রণা থেকে গাজার শিশুদের রক্ষা করেন। কারণ এই পৃথিবী ওদের বাঁচাবে না।’
প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে স্বরা বিয়ে করেন সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদকে। এরপর গত ২৩ সেপ্টেম্বর স্বরা ও ফাহাদের সংসারে তাঁদের নতুন সদস্য, তাঁদের মেয়ে রাবিয়া জন্ম নেয়।
২০০৯ সালে ‘মাধোলাল কিপ ওয়াকিং’ সিনেমায় সহ-অভিনেত্রী হিসেবে চলচ্চিত্রে অভিষেক হয় স্বরার। অবশ্য সেটি বাণিজ্যিকভাবে ব্যর্থ হয়। বাণিজ্যিকভাবে সফল প্রথম সিনেমা রোমান্টিক কমেডি ‘তনু ওয়েডস মনু’। মুক্তি পায় ২০১১ সালে। এতে পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য ব্যাপক পরিচিতি পান। সেরা পার্শ্ব অভিনেত্রীর জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে মনোনয়ন পান তিনি।
টিজারে বড় অংশ জুড়ে আছে রহস্যময় মাঙ্কি মাস্ক। শাকিব খানসহ অনেককেই এই মাস্ক পরে থাকতে দেখা গেছে। কেন এমন মুখোশ ব্যবহার করা হয়েছে, তার ব্যাখ্যা পাওয়া যাবে সিনেমায়।
৯ ঘণ্টা আগেকাজের চেয়ে ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন চিত্রনায়িকা পরীমণি। বিতর্ক যেন তাঁর জীবনের একটা অংশ হয়ে গেছে। একটা বিষয় শেষ না হতেই নতুন কোনো বিতর্কিত বিষয় নিয়ে সংবাদের শিরোনাম হন তিনি। পরীমণি নিজেও এ বিষয়টা অনুধাবন করেন। তবে সমস্ত তর্ক-বিতর্ক থেকে দূরে থাকতে চান তিনি। তাই নিজেকে বদলানোর চেষ্টা...
১৫ ঘণ্টা আগেবিদেশে ব্যস্ত সময় পার করছেন দেশের সংগীতশিল্পীরা। সম্প্রতি সৌদি আরব মাতিয়ে এসেছেন জেমস, ইমরান মাহমুদুল, পড়শী, মিলারা। যুক্তরাষ্ট্রে ব্যস্ত সময় পার করছে ব্যান্ড মাইলস, অর্ণব ও সুনিধি। এ ছাড়া সম্প্রতি কানাডায় গান শুনিয়ে এসেছেন বাপ্পা মজুমদার ও এলিটা করিম। এবার জানা গেল, তিন মাসের সফরে যুক্তরাষ্ট্র...
১৫ ঘণ্টা আগেবলিউড অভিনেতা রণিত রায় ইদানীং দেখছেন ব্রিটিশ সিরিজ। সম্প্রতি দেখা শেষ করেছেন ‘মবল্যান্ড’ ও ‘দ্য লাস্ট অব আস’। দুটি সিরিজই দারুণ উপভোগ করেছেন তিনি। সবাইকে সিরিজ দুটি দেখার পরামর্শও দিয়েছেন রণিত।
১৫ ঘণ্টা আগে