বিনোদন ডেস্ক
মুক্তির ১৮তম দিনে এসেও ৩০০ কোটি রুপি থেকে বেশ দূরে সালমান খানের ‘টাইগার ৩’। টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা বক্স অফিসে এভাবে ধুঁকবে তা কল্পনাও করেনি কেউ। যেখানে চলতি বছরে বলিউডের তিনটি সিনেমার শুধু ভারতে আয় পেরিয়েছে ৫০০ কোটি রুপির ঘর। ‘জওয়ান’, ‘গদর ২’, আর ‘পাঠান’-এর পর সবার আশা ছিল ‘টাইগার ৩’ও একই পথে হাঁটবে। কিন্তু সালমান খানের ভক্তদের এই প্রত্যাশা আর পূরণ হলো না।
বক্স অফিসের রিপোর্ট প্রদানকারী সাকনিল্কের প্রতিবেদন অনুসারে, ‘টাইগার ৩’ প্রথম সপ্তাহে আয় করে ১৮৭ কোটি ৬৫ লাখ রুপি। এরপর দ্বিতীয় সপ্তাহে আয় কমে হয় ৬৭ কোটি ২২ লাখ রুপি। আর তৃতীয় সপ্তাহে আনুমানিক ২২ কোটি রুপি ঘরে তুলেছে ছবিটি। আর তিন সপ্তাহের হিসেব মিলিয়ে ভারতীয় বক্স অফিসে এর মোট আয় এখন ২৭৮ কোটি রুপির কিছুটা বেশি। অর্থাৎ, ৩০০ কোটির থেকে এখনো ২২ কোটি রুপি কম আছে এর আয়। আজ শনিবার আর আগামীকাল রোববারে ব্যবসা ভালো হলে তবেই হয়তো তা সম্ভব হবে।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ‘টাইগার ৩’-এর এই ভরাডুবিতে প্রযোজক আদিত্য চোপড়ার কপালে ভাঁজ পড়েছে। যশরাজের স্পাই ইউনিভার্সের সবচেয়ে প্রভাবশালী গুপ্তচর টাইগারের প্রতি দর্শক বিমুখ হওয়ায় তিনি বেশ চিন্তিত। ‘বলিউড হাঙ্গামা’-এর রিপোর্ট অনুসারে, পিছিয়ে দেওয়া হচ্ছে টাইগার ভার্সেস পাঠান সিনেমা। আরও একবার চিত্রনাট্য খতিয়ে দেখতে চান আদিত্য আসলে।
‘পাঠান’ পরিচালক সিদ্ধার্থ আনন্দের ওপর দেওয়া হয়েছিল টাইগার ভার্সেস পাঠান পরিচালনার দায়িত্ব। আপাতত তিনি ব্যস্ত ‘ফাইটার’-এর পোস্ট প্রোডাকশনে। সে কাজ শেষ হলেই দুজনে বসে পড়বেন চিত্রনাট্য নিয়ে। সিনেমাটির দৃশ্য ধারণ শুরু হতে পারে ২০২৫ সালে, আর মুক্তি পেতে পারে তা ২০২৬ সালে।
উল্লেখ্য, ছয় বছর পর টাইগার হয়ে ফিরেছিলেন সালমান। সঙ্গে এর অন্যতম আকর্ষণ ছিলেন ভিলেন চরিত্রে ইমরান হাশমি। মণীশ শর্মার পরিচালনায় সিনেমাটি মুক্তি পায় হিন্দি, তামিল আর তেলুগু ভাষায়।
মুক্তির ১৮তম দিনে এসেও ৩০০ কোটি রুপি থেকে বেশ দূরে সালমান খানের ‘টাইগার ৩’। টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা বক্স অফিসে এভাবে ধুঁকবে তা কল্পনাও করেনি কেউ। যেখানে চলতি বছরে বলিউডের তিনটি সিনেমার শুধু ভারতে আয় পেরিয়েছে ৫০০ কোটি রুপির ঘর। ‘জওয়ান’, ‘গদর ২’, আর ‘পাঠান’-এর পর সবার আশা ছিল ‘টাইগার ৩’ও একই পথে হাঁটবে। কিন্তু সালমান খানের ভক্তদের এই প্রত্যাশা আর পূরণ হলো না।
বক্স অফিসের রিপোর্ট প্রদানকারী সাকনিল্কের প্রতিবেদন অনুসারে, ‘টাইগার ৩’ প্রথম সপ্তাহে আয় করে ১৮৭ কোটি ৬৫ লাখ রুপি। এরপর দ্বিতীয় সপ্তাহে আয় কমে হয় ৬৭ কোটি ২২ লাখ রুপি। আর তৃতীয় সপ্তাহে আনুমানিক ২২ কোটি রুপি ঘরে তুলেছে ছবিটি। আর তিন সপ্তাহের হিসেব মিলিয়ে ভারতীয় বক্স অফিসে এর মোট আয় এখন ২৭৮ কোটি রুপির কিছুটা বেশি। অর্থাৎ, ৩০০ কোটির থেকে এখনো ২২ কোটি রুপি কম আছে এর আয়। আজ শনিবার আর আগামীকাল রোববারে ব্যবসা ভালো হলে তবেই হয়তো তা সম্ভব হবে।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ‘টাইগার ৩’-এর এই ভরাডুবিতে প্রযোজক আদিত্য চোপড়ার কপালে ভাঁজ পড়েছে। যশরাজের স্পাই ইউনিভার্সের সবচেয়ে প্রভাবশালী গুপ্তচর টাইগারের প্রতি দর্শক বিমুখ হওয়ায় তিনি বেশ চিন্তিত। ‘বলিউড হাঙ্গামা’-এর রিপোর্ট অনুসারে, পিছিয়ে দেওয়া হচ্ছে টাইগার ভার্সেস পাঠান সিনেমা। আরও একবার চিত্রনাট্য খতিয়ে দেখতে চান আদিত্য আসলে।
‘পাঠান’ পরিচালক সিদ্ধার্থ আনন্দের ওপর দেওয়া হয়েছিল টাইগার ভার্সেস পাঠান পরিচালনার দায়িত্ব। আপাতত তিনি ব্যস্ত ‘ফাইটার’-এর পোস্ট প্রোডাকশনে। সে কাজ শেষ হলেই দুজনে বসে পড়বেন চিত্রনাট্য নিয়ে। সিনেমাটির দৃশ্য ধারণ শুরু হতে পারে ২০২৫ সালে, আর মুক্তি পেতে পারে তা ২০২৬ সালে।
উল্লেখ্য, ছয় বছর পর টাইগার হয়ে ফিরেছিলেন সালমান। সঙ্গে এর অন্যতম আকর্ষণ ছিলেন ভিলেন চরিত্রে ইমরান হাশমি। মণীশ শর্মার পরিচালনায় সিনেমাটি মুক্তি পায় হিন্দি, তামিল আর তেলুগু ভাষায়।
আজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
২৩ মিনিট আগেঅভিনেতা হিসেবে তিনি যে দুর্দান্ত, তা বলা বাহুল্য। বলিউডে দুই যুগের বেশি সময় ধরে রাজত্ব করছেন তিনি। সেই বোমান ইরানি এবার দাঁড়ালেন ক্যামেরার পেছনে। প্রথমবারের মতো হাজির হলেন পরিচালক হিসেবে। বানিয়েছেন ‘দ্য মেহতা বয়েজ’। ৭ ফেব্রুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিনেমাটি। সম্প্রতি প্রকাশ পেয়েছে...
৩৪ মিনিট আগেনব্বইয়ের দশকে ঢাকার মঞ্চের কয়েকজন তরুণ নাট্যপ্রেমী গড়ে তোলেন ‘প্রাচ্যনাট’ নামের নতুন নাট্যদল। নামটি দিয়েছিলেন প্রখ্যাত নাট্যকার ও গবেষক সেলিম আল দীন। ১৯৯৭ সালের ২১ ফেব্রুয়ারি দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সেই থেকে দলটি যেমন নতুন নতুন নাটক উপহার দিয়েছে, তেমনি নাট্যকর্মী সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ...
৩৬ মিনিট আগেমিউজিক ট্যুরের ইতিহাসে সবচেয়ে বেশি দর্শক উপস্থিতির রেকর্ড গড়ল ব্রিটিশ রক ব্যান্ড কোল্ড প্লে। গত ২৬ জানুয়ারি ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১ লাখ ৩৪ হাজার জন দর্শক এসেছিলেন কোল্ড প্লের কনসার্টে। এটাই এখন পর্যন্ত কোনো মিউজিক ট্যুরের কনসার্টে সবচেয়ে বেশি দর্শক উপস্থিতি। সেই সুবাদে গিনেস...
১৩ ঘণ্টা আগে