Ajker Patrika

বক্স অফিসে ধুঁকছে সালমান-ক্যাটরিনার ‘টাইগার থ্রি’

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ১৫: ০৬
বক্স অফিসে ধুঁকছে সালমান-ক্যাটরিনার ‘টাইগার থ্রি’

মুক্তির ১৮তম দিনে এসেও ৩০০ কোটি রুপি থেকে বেশ দূরে সালমান খানের ‘টাইগার ৩’। টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা বক্স অফিসে এভাবে ধুঁকবে তা কল্পনাও করেনি কেউ। যেখানে চলতি বছরে বলিউডের তিনটি সিনেমার শুধু ভারতে আয় পেরিয়েছে ৫০০ কোটি রুপির ঘর। ‘জওয়ান’, ‘গদর ২’, আর ‘পাঠান’-এর পর সবার আশা ছিল ‘টাইগার ৩’ও একই পথে হাঁটবে। কিন্তু সালমান খানের ভক্তদের এই প্রত্যাশা আর পূরণ হলো না।

বক্স অফিসের রিপোর্ট প্রদানকারী সাকনিল্কের প্রতিবেদন অনুসারে, ‘টাইগার ৩’ প্রথম সপ্তাহে আয় করে ১৮৭ কোটি ৬৫ লাখ রুপি। এরপর দ্বিতীয় সপ্তাহে আয় কমে হয় ৬৭ কোটি ২২ লাখ রুপি। আর তৃতীয় সপ্তাহে আনুমানিক ২২ কোটি রুপি ঘরে তুলেছে ছবিটি। আর তিন সপ্তাহের হিসেব মিলিয়ে ভারতীয় বক্স অফিসে এর মোট আয় এখন ২৭৮ কোটি রুপির কিছুটা বেশি। অর্থাৎ, ৩০০ কোটির থেকে এখনো ২২ কোটি রুপি কম আছে এর আয়। আজ শনিবার আর আগামীকাল রোববারে ব্যবসা ভালো হলে তবেই হয়তো তা সম্ভব হবে।

‘টাইগার ৩’ সিনেমার দৃশ্যে সালমান খান। ছবি: সংগৃহীতএদিকে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ‘টাইগার ৩’-এর এই ভরাডুবিতে প্রযোজক আদিত্য চোপড়ার কপালে ভাঁজ পড়েছে। যশরাজের স্পাই ইউনিভার্সের সবচেয়ে প্রভাবশালী গুপ্তচর টাইগারের প্রতি দর্শক বিমুখ হওয়ায় তিনি বেশ চিন্তিত। ‘বলিউড হাঙ্গামা’-এর রিপোর্ট অনুসারে, পিছিয়ে দেওয়া হচ্ছে টাইগার ভার্সেস পাঠান সিনেমা। আরও একবার চিত্রনাট্য খতিয়ে দেখতে চান আদিত্য আসলে।

‘পাঠান’ পরিচালক সিদ্ধার্থ আনন্দের ওপর দেওয়া হয়েছিল টাইগার ভার্সেস পাঠান পরিচালনার দায়িত্ব। আপাতত তিনি ব্যস্ত ‘ফাইটার’-এর পোস্ট প্রোডাকশনে। সে কাজ শেষ হলেই দুজনে বসে পড়বেন চিত্রনাট্য নিয়ে। সিনেমাটির দৃশ্য ধারণ শুরু হতে পারে ২০২৫ সালে, আর মুক্তি পেতে পারে তা ২০২৬ সালে।

উল্লেখ্য, ছয় বছর পর টাইগার হয়ে ফিরেছিলেন সালমান। সঙ্গে এর অন্যতম আকর্ষণ ছিলেন ভিলেন চরিত্রে ইমরান হাশমি। মণীশ শর্মার পরিচালনায় সিনেমাটি মুক্তি পায় হিন্দি, তামিল আর তেলুগু ভাষায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত