বলিউডের কাছে শুক্রবার মুক্তির দিন। ছবি মুক্তির। এই শুক্রবার শাহরুখ খানের কাছে এক অন্য মুক্তির দিন। দীর্ঘ ২৫ দিনের জেলজীবন শেষে মাদককাণ্ডে অবশেষে জামিন পেলেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। কাল মুক্তি পেতে পারেন আরিয়ান। বম্বে হাইকোর্ট বৃহস্পতিবার শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। এতে স্বস্তির ও খুশি জোয়ার বইছে শাহরুখের বাড়ি ‘মান্নাত’-এ। ছেলের জামিনে হাঁপ ছেড়ে বাঁচলেন শাহরুখ-গৌরী। ইতিমধ্যেই ‘মান্নত’-এর সামনে ভিড় জমিয়েছেন উচ্ছ্বসিত ভক্তরা। শুরু হয়েছে উদ্যাপন। এতদিন শাহরুখের বাসভবনে অল্প কয়েকটি রুম ছাড়া আলো দেখা যায়নি। আজ পুরো বাড়ি আলোকিত।
প্রায় তিন সপ্তাহ পর ঘরের ছেলে ঘরে ফিরছে বলে কথা! শাহরুখ খান আইনজীবীদের সঙ্গে দেখা করেছেন। যে আইনজীবীরা শাহরুখ পুত্রের জন্য লড়েছেন। আইনজীবীদের প্রধান হিসেবে রয়েছেন সতীশ মানশিন্ডে। সেখানকার হাস্যজ্জল ছবি প্রকাশ পেয়েছে। ২৫ দিন পর যেন তাঁর মুখে হাসি ফুটল। আরিয়ান খানের জামিন মঞ্জুর হওয়ার পর শাহরুখ খানের প্রথম ছবি প্রকাশ্যে এসেছে। শাহরুখের বিষন্নতামাখা মুখে আজ জয়ের হাসি ফুটেছে।
ম্যাজিস্ট্রেট কোর্টে আরিয়ানের হয়ে লড়েছেন সতীশ মানেশিন্ডে, সেশন কোর্ট এবং হাই কোর্টেও আরিয়ানের লিগ্যাল টিমের অংশ ছিলেন এই অভিজ্ঞ আইনজীবী।
আজ আরিয়ানের হয়ে কোর্টে লড়েছেন ভারতের সাবেক অ্যাটর্নি জেনারেল মুকুল রোহাতগি। লন্ডন থেকে আরিয়ানের মামলা লড়তে উড়ে এসেছেন এই আইনজীবী। অমিত দেশাই, সতীশ মানেশিন্ডের মতো সিনিয়র ক্রিমিন্যাল লয়ার-রা ছিলেন এই টিমে। আর বিফলে গেল না তাঁদের প্রয়াস।
তবে আজই বাড়িতে ফিরতে পারছেন না আরিয়ান। কারণ আদালত এখনো বিস্তারিত রায় প্রকাশ করেননি। শুক্রবার রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ করা হবে। এরপর আরিয়ানকে মুক্তির নির্দেশ পাঠানো হবে জেলে। নির্দেশ পৌঁছানোর পরই মুক্তি পাবেন তিনি। সে হিসেবে শুক্রবার বিকালে কিংবা শনিবার সকালের দিকে কারাগার থেকে বের হবেন আরিয়ান।শাহরুখ-পুত্রের আইনজীবী, দেশের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি বলেছেন, ‘‘আরিয়ান, আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধমেচা জামিন পেয়েছেন। কিন্তু রায়ের প্রতিলিপি আমরা হাতে পাইনি। সেটি পেলেই ওদের জামিনের জন্য জেল কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে।’
গত ২ অক্টোবর মুম্বাই থেকে গোয়াগামী প্রমোদতরীতে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র তল্লাশি চলে। সেখান থেকেই আটক হন আরিয়ান-সহ আরও ছয়জন। তার পরদিন, ৩ তারিখে গ্রেপ্তার করা হয় শাহরুখের বড় ছেলেকে।
বলিউডের কাছে শুক্রবার মুক্তির দিন। ছবি মুক্তির। এই শুক্রবার শাহরুখ খানের কাছে এক অন্য মুক্তির দিন। দীর্ঘ ২৫ দিনের জেলজীবন শেষে মাদককাণ্ডে অবশেষে জামিন পেলেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। কাল মুক্তি পেতে পারেন আরিয়ান। বম্বে হাইকোর্ট বৃহস্পতিবার শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। এতে স্বস্তির ও খুশি জোয়ার বইছে শাহরুখের বাড়ি ‘মান্নাত’-এ। ছেলের জামিনে হাঁপ ছেড়ে বাঁচলেন শাহরুখ-গৌরী। ইতিমধ্যেই ‘মান্নত’-এর সামনে ভিড় জমিয়েছেন উচ্ছ্বসিত ভক্তরা। শুরু হয়েছে উদ্যাপন। এতদিন শাহরুখের বাসভবনে অল্প কয়েকটি রুম ছাড়া আলো দেখা যায়নি। আজ পুরো বাড়ি আলোকিত।
প্রায় তিন সপ্তাহ পর ঘরের ছেলে ঘরে ফিরছে বলে কথা! শাহরুখ খান আইনজীবীদের সঙ্গে দেখা করেছেন। যে আইনজীবীরা শাহরুখ পুত্রের জন্য লড়েছেন। আইনজীবীদের প্রধান হিসেবে রয়েছেন সতীশ মানশিন্ডে। সেখানকার হাস্যজ্জল ছবি প্রকাশ পেয়েছে। ২৫ দিন পর যেন তাঁর মুখে হাসি ফুটল। আরিয়ান খানের জামিন মঞ্জুর হওয়ার পর শাহরুখ খানের প্রথম ছবি প্রকাশ্যে এসেছে। শাহরুখের বিষন্নতামাখা মুখে আজ জয়ের হাসি ফুটেছে।
ম্যাজিস্ট্রেট কোর্টে আরিয়ানের হয়ে লড়েছেন সতীশ মানেশিন্ডে, সেশন কোর্ট এবং হাই কোর্টেও আরিয়ানের লিগ্যাল টিমের অংশ ছিলেন এই অভিজ্ঞ আইনজীবী।
আজ আরিয়ানের হয়ে কোর্টে লড়েছেন ভারতের সাবেক অ্যাটর্নি জেনারেল মুকুল রোহাতগি। লন্ডন থেকে আরিয়ানের মামলা লড়তে উড়ে এসেছেন এই আইনজীবী। অমিত দেশাই, সতীশ মানেশিন্ডের মতো সিনিয়র ক্রিমিন্যাল লয়ার-রা ছিলেন এই টিমে। আর বিফলে গেল না তাঁদের প্রয়াস।
তবে আজই বাড়িতে ফিরতে পারছেন না আরিয়ান। কারণ আদালত এখনো বিস্তারিত রায় প্রকাশ করেননি। শুক্রবার রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ করা হবে। এরপর আরিয়ানকে মুক্তির নির্দেশ পাঠানো হবে জেলে। নির্দেশ পৌঁছানোর পরই মুক্তি পাবেন তিনি। সে হিসেবে শুক্রবার বিকালে কিংবা শনিবার সকালের দিকে কারাগার থেকে বের হবেন আরিয়ান।শাহরুখ-পুত্রের আইনজীবী, দেশের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি বলেছেন, ‘‘আরিয়ান, আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধমেচা জামিন পেয়েছেন। কিন্তু রায়ের প্রতিলিপি আমরা হাতে পাইনি। সেটি পেলেই ওদের জামিনের জন্য জেল কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে।’
গত ২ অক্টোবর মুম্বাই থেকে গোয়াগামী প্রমোদতরীতে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র তল্লাশি চলে। সেখান থেকেই আটক হন আরিয়ান-সহ আরও ছয়জন। তার পরদিন, ৩ তারিখে গ্রেপ্তার করা হয় শাহরুখের বড় ছেলেকে।
দেশের পোশাকশিল্পের ইতিহাসে এক শোকাবহ দিন ২৪ এপ্রিল। আন্তর্জাতিক শ্রমিক সংগঠন আইএলওর হিসাবমতে, ২০১৩ সালের এই দিনে সাভারে রানা প্লাজা ধসে ১ হাজার ১৩২ জন নিহত হন। আহত অবস্থায় উদ্ধার করা হয় প্রায় আড়াই হাজার মানুষকে। রানা প্লাজা ট্র্যাজেডি নিয়ে ২০১৫ সালে নির্মাতা কামার আহমাদ সাইমন বানিয়েছেন ‘একটি...
৪ ঘণ্টা আগেজনপ্রিয় গোয়েন্দা চরিত্র শার্লক হোমসের বোন এনোলা হোমস দুঁদে গোয়েন্দা। ভাইয়ের মতো এনোলারও শখ রহস্যের পেছনে ছুটে বেড়ানো। তাঁরও আছে নিজের ডিটেকটিভ এজেন্সি। এনোলার রহস্যময় অভিযানের সে গল্প উঠে এসেছে ন্যানসি স্প্রিংগারের ‘দ্য এনোলা হোমস মিস্ট্রিস’ উপন্যাসে।
৪ ঘণ্টা আগেইতিমধ্যে দেশের বাইরে মুক্তি পেয়েছে রোজার ঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ ও শাকিব খান অভিনীত ‘বরবাদ’। এবার বিদেশযাত্রা শুরু হচ্ছে ঈদে মুক্তি পাওয়া সিয়াম আহমেদ ও বুবলী অভিনীত ‘জংলি’ সিনেমার। আগামীকাল ২৫ এপ্রিল কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ৪০ থিয়েটারে মুক্তি পাচ্ছে এম রাহিম পরিচালিত...
৪ ঘণ্টা আগে২০১৯ সাল থেকে সৌদি সরকার নিয়মিত আয়োজন করে আসছে ‘রিয়াদ সিজন’। বিনোদন, সংস্কৃতি, খেলাসহ নানা আয়োজনে অংশ নিতে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিনোদনপ্রেমীরা জড়ো হন রিয়াদে। বাংলাদেশও অংশ নেয় এই আয়োজনে। এবার দেশটির দাম্মাম শহরে সুদান, ভারত, ফিলিপাইনস ও বাংলাদেশকে নিয়ে আয়োজন করা হয়েছে...
৪ ঘণ্টা আগে